আপনি কি একজন সৌখিন ডিজাইনার? শখ করে ডিজাইন করেন আর ফেলে রাখেন কম্পিউটারের কোনায়? কিংবা আপনি একজন পেশাদারি গ্রাফিক্স ডিজাইনার। পেশাগত কারণেই আপনাকে প্রচুর ডিজাইন করতে হচ্ছে। আর সামান্য বেতন বা অল্প কিছু টাকার বিনিময়ে অন্যরা নিয়ে যাচ্ছে আপনার অসাধারণ ডিজাইনগুলো। আপনি কি জানেন গ্রাফিক্স ডিজাইনারদের জন্য আয় করার অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে থেকে আপনার ডিজাইনের প্রকৃত মূল্য পেতে পারেন? আগের পর্বে আমরা এমন সেরা ৫টি সাইটের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। এ পর্বে থাকছে বাকী ৫টি।
গ্রাফিক্স ডিজাইনারদের জন্য আয় – দেশে বসে বিদেশের কাজ
আপনি বাংলাদেশে বাস করছেন, এমন কী হতে পারে কোন এক অজপাড়া গাঁয়ে থাকছেন। কিন্তু আপনার একটি কম্পিউটার আর সাথে ইন্টারনেট কানেকশন রয়েছে। তাহলেই, একজন গ্রাফিকস্ ডিজাইনার হিসেবে আপনি যেখানেই থাকুন না কেন সেখানে বসেই আয় করতে পারবেন। গ্রাফিক্স ডিজাইনারদের জন্য আয় করা সহজ করে দিয়েছে যে ওয়েবসাইটগুলো, চলুন পরিচিত হওয়া যাক এ রকম ৫টি ওয়েবসাইটের সঙ্গে-
- গুগল অ্যাডসেন্স থেকে পিটির ইনকাম মাসে ৪ কোটি ৫৫ লক্ষ টাকা
- গুগল অ্যাডসেন্স পাওয়ার ১০০% গ্যারান্টি
- ইউটিউবে আয় তার বছরে ১৫ মিলিয়ন মার্কিন ডলার
- ইউটিউব ভিডিও তৈরি করার ১০ টি সেরা আইডিয়া
৬. রেড বাবল
পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কোম্পানীগুলো তাদের প্রয়োজনীয় ডিজাইনগুলো খুঁজতে আসে এ সাইটে যেখান থেকে তারা রেডিমেড ডিজাইন পছন্দ করে কিনে নেয় এরপর টি-শার্টে, মগে, শপিং ব্যাগে কিংবা স্টিকারে সেই ডিজাইনগুলো বসিয়ে নেয়। আপনার কাজ এ সাইটে একটা অ্যাকাউন্ট খুলে জয়েন করা আর নিজের একটি ভার্সুয়াল ডিজাইন শপ তৈরি করা যা খুবই সহজ। শপ তৈরি করা হয়ে গেলে নিজের ডিজাইনগুলো আপলোড করে দেয়া পর্যন্তই আপনার কাজ শেষ। বাকী কাজ করে নেবে রেড বাবলের এক্সিকিউটিভরা। আপনার ডিজাইনের মূল্য নির্ধারণ এবং প্রমোশনসহ সব কাজ ওরাই করে নেবে। এখন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অস্ট্রেলিয়ার এ ওয়েবসাইটে জয়েন করেছেন প্রায় ৪ লক্ষ ডিজাইনার। আপনিও জয়েন করুন আজই।
৭. ক্লিক ফর আর্টিস্ট
ক্লিক ফর আর্টিস্ট মেইনলি বালিশের কুশন থেকে শুরু করে পানি খাওয়ার মগ পর্যন্ত ঘরের যাবতীয় জিনিসপত্রের ডিজাইন প্রিন্ট, আর্ট প্রিন্ট, ক্যানভাস প্রিন্টের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আর্টিস্ট এবং গ্রাফিকস্ ডিজাইনার নিয়ে থাকে। তবে এখানে জয়েন করতে হলে আপনাকে মোটামুটি ভাল মানের ডিজাইনার হতে হবে এবং আপনার করা পূর্বের ডিজাইনগুলো এদের দেখাতে হবে। সরাসরি জয়েন করার অপশন রাখেনি এরা, জয়েন করার জন্য প্রথমে একটি রিকোয়েস্ট মেইল পাঠাতে হয়। মেইল পেয়ে আপনার আগেকার কাজ যাচাই বাছাই করে পছন্দ হলেই কেবল আপনাকে জয়েন করার জন্য ইনভাইটেশন পাঠাবে। তবে একবার এখানে জয়েন করতে পারলে আপনার ডিজাইনিং লাইফ সার্থক হয়ে যাবে। বিশ্বাস না হলে উপরের ছবিটিতে দেখুন এক একটা ডিজাইনের দাম আর সাইটে গিয়ে যাচাই করুন।
৮. জেজল
জেজল ডিজাইনের জন্য এমন একটি অনলাইন মার্কেট প্লেস যেখানে আপনার ডিজাইন অন্তত ১০০ প্রোডাক্টের গায়ে প্রিন্ট হতে পারে। অন্যান্য সাইটগুলো থেকে এ সাইট কিছুটা ভিন্ন। এ সাইট শুধু ডিজাইনই বিক্রি করে না, ডিজাইনের প্রিন্ট করে বায়ারের কাছে পৌঁছে দেয়। ফলে বায়ারদের অতিরিক্ত কষ্ট করতে হয় না বলে অনেক প্রপেশনাল বায়ারের পছন্দ জেজল। একই সাথে বিশ্বের বিভিন্ন প্রান্তের ডিজাইনারদের কাছে তুমুল জনপ্রিয় এ সাইটটি। একজন ডিজাইনার হিসেবে আপনাকে প্রথমে এ সাইটে জয়েন করতে হবে এবং আপনি আপনার ফেসবুক প্রোপাইল দিয়েই জয়েন করতে পারবেন। এরপর আপনাকে আপনার ডিজাইনগুলো আপলোড করতে হবে এবং সারাজীবন ধরেই আপলোড করতে পারবেন। যখনই কোন বায়ার আপনার ডিজাইন পছন্দ করবে তখন জেজল এক্সিকিউটিভরা বায়ারের সঙ্গে দরাদরি করে আপনার ডিজাইনের মূল্য নির্ধারণ করবেন। আর আপনার প্রাপ্য আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন।
৯. নাইনটি নাইন ডিজাইনস্
গ্রাফিকস্ ডিজাইনের জন্য ওয়েব জগতে অন্যতম জনপ্রিয় এবং বড় একটি মার্কেট প্লেস নাইনটি নাইন ডিজাইনস্। এখানে জয়েন করে একদিকে যেমন নিজের ডিজাইনগুলো বিক্রির জন্য আপলোড করা যায়, অন্যদিকে বায়ারদের কাছ থেকে সরাসরি অর্ডার নেয়া যায়। যেমন, একজন বায়ার তার কোন একটা কোম্পানী বা অর্গানাইজেশনের জন্য লোগো বানাতে চায়। তো বায়ার যা করে তা হচ্ছে, লোগোর কনসেপ্ট জানিয়ে এখানে একটি ঘোষণা দিয়ে দেয়। আর ডিজাইনাররা কাজটি পাওয়ার জন্য আবেদন করে। এরপর বায়ার ডিজাইনারের আগের কাজগুলোর কোয়ালিটি বিবেচনা করে কোন একজনকে হায়ার করে। এ সাইটে আপনার একটি স্ট্রং প্রোপাইল তৈরি করতে পারলে অনেক বায়ারের কাছ থেকেই কাজ পাবেন আপনি।
১০. গ্রাফিক লেফট্ ওভারস্
এ সাইটে আপনি আপনার ডিজাইন করা লোগো, আইকনসহ বহু রকমের ডিজাইন বিক্রি করতে পারবেন। আপনার ডিজাইনের জন্য ১ ডলার থেকে শুরু করে ৩০ ডলার পর্যন্ত যে কোন মূল্য আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন। আর বিক্রি মূল্যের ৪০% আপনি পাবেন। পাসের্ন্টেস্ কম মনে হলেও আপনার পুষিয়ে যাবে এ কারণে যে একই ডিজাইন আপনি অন্য সাইটেও বিক্রি করতে পারবেন, এতে গ্রাফিক লেফট্ ওভারসের কোন আপত্তি নেই।
গ্রাফিক্স ডিজাইনারদের জন্য আয় করার ১০ টি ওয়েবসাইটের মধ্যে চাইলে আপনি সবগুলোতেই আপনার ডিজাইন আপলোড করে বিক্রি করতে পারেন। তবে খেয়াল রাখুন, যে-সব সাইট একই ডিজাইন অন্য সাইটে বিক্রির অনুমোদন রাখেনি, ভুলেও যেন সে সব সাইটের কোন ডিজাইন অন্য সাইটে না দিয়ে ফেলেন। আর এটা যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট, চেষ্টা করুন শুরুর দিকে ইনকামের চিন্তা না করে নিজের প্রোপাইল ভারী করতে।
এখানকার বেশির ভাগ সাইটেরই নিজস্ব কমিউনিটি রয়েছে, ওই সব কমিউনিটিতে জয়েন করুন। অন্য ডিজাইনারদের ডিজাইনে লাইক দিন, কমেন্ট করুন। তাহলে অন্যরা আপনার ডিজাইনের প্রশংসা করে কমেন্ট করবে। এভাবে এক সময় আন্তর্জাতিক ডিজাইন কমিউনিটিতে আপনার একটা ভাল পরিচিত গড়ে উঠবে এবং অনেক ক্লায়েন্টই আপনাকে খুঁজে বের করে ডিজাইনের কাজ দেবে। সুতরাং, দেরী না করে সাইটগুলোতে জয়েন করা শুরু করে দিন আর আপলোড করুন আপনার সেরা সেরা ডিজাইগুলো।
Tasmin Nahar Anika says
আপনাকে অসংখ্যা ধন্যবাদ । এইরকম সুন্দর সুন্দর আরো পোস্ট আশা করছি …।
Md. Syedul Alam Hakee says
Thanks for your good suggestions for them who want to earn as a graphic designer.
Shajidur Rahman says
যারা গ্রাফিক্স ডিজাইন করেন, তাদের জন্যে দারুণ একটি লেখা যা থেকে জানা গেল বেশকিছু ওয়েবসাইট সম্পর্কে। এইসব ওয়েবসাইটের মাধ্যমে আমাদের দেশের গ্রাফিক্স ডিজাইনাররা আয় করতে পারবেন, যদি বুঝে শুনে কাজ করেন।