আপনি যদি ব্রাউজার হিসেবে গুগল ক্রোম ইউজ করেন, তাহলে গুগল ক্রোম ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করে আপনার ব্রাউজিং এক্সপেরিয়েন্স বাড়িয়ে নিতে পারেন। স্যাম জুশি’র লেখা নিখুঁত ব্রাউজিংয়ের জন্য গুগল ক্রোম এক্সটেনশন যদি পড়ে থাকেন, তবে ইতিমধ্যেই আপনি অনেকগুলো ব্রাউজার এক্সটেনশনের সঙ্গে পরিচিত হয়েছেন।
স্যাম জুশি’র লেখাটায় ১১টি এক্সটেনশন ছিল আর এ লেখায় আমি আরো ১০টি এক্সটেশন যুক্ত করেছি। তাহলে, দুই লেখা মিলে ২১টি এক্সটেশন পাবেন আপনি। সবগুলো এক্সটেনশন আপনার প্রয়োজন নাও হতে পারে। তবে, অধিকাংশ এক্সটেনশনই আপনার কাজে লাগবে কোন না কোনভাবে।
গুগল ক্রোমের ওয়েবস্টোর থেকে বাছাইকৃত এ-সব এক্সটেনশন কেবল আপনার ব্রাউজারের নিরাপত্তাই দিবে না, বরং আপনার ব্রাউজিংকে করে তুলবে আরো সহজ ও প্রপেশনাল। চলুন জেনে নেয়া যাক, গুগল ক্রোমের জন্যে ১০টি সেরা এক্সটেনশন সম্পর্কে।
সেরা গুগল ক্রোম ব্রাউজার এক্সটেনশন
Earth View From Google Earth
এই এক্সটেনশনের মাধ্যমে পুরোপুরিভাবে গুগল আর্থ ব্যবহার করা যাবে। আপনি যেকোন লোকেশন এখানে দেখতে পারবেন, চাইলে ছবি হিসাবে ডাউনলোড করেও নিতে পারবেন। গুগল ম্যাপের মাধ্যমে দেখতেও পারবেন এমনকি বন্ধু-বান্ধবদের সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।
যারা গুগল আর্থ সফটওয়্যার পিসিতে ইউস করতে চান না, তারা এই এক্সটেনশনটি ইউস করে খুব সহজেই গুগল আর্থের মজা নিতে পারবেন।
Lastpass Free Password Manager
আজকাল সবাই বিভিন্ন ওয়েবসাইটে নিজের নামে পাসওয়ার্ড দিয়ে থাকে। কিন্তু পরে এত পাসওয়ার্ড মনে রাখতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। যাদের সাথে এমনটি ঘটে, তাদের জন্য নিয়ে এলাম এমন একটি এক্সটেনশন যেটি দিয়ে আপনি খুব সহজেই পাসওয়ার্ড মনে রাখতে পারবেন।
আর Lastpass Free Password Manager এক্সটেনশনটি ব্রাউজারে সেট করাও খুব সোজা। শুধুমাত্র এক্সটেনশনটি ওপেন করলেই হবে, বাকি নির্দেশনা দেয়াই আছে।
Stay Focusd
যাদের পিসির সামনে সারাদিন বসে থেকে কাজ করতে হয়, কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেইসবুক, টুইটার, ইনট্রাগ্রামের জন্য কাজে ডিস্টার্ব হয়, তাদের জন্য এই এক্সটেনশন।
আপনার কাজে ফোকাস রাখার জন্য এটি খুব দরকারি একটি এক্সটেনশন। একবার ইউu করে দেখবেন, অনেক কাজে দিবে।
Google Dictionary
ডিকশনারি ডট কম কিংবা গুগল আপনাকে যে কোন কঠিন ওয়ার্ডের অর্থ সেকেন্ডের মধ্যেই খুঁজে দিতে পারে। কিন্তু আপনি যদি এর চেয়ে দ্রুত চান, তাহলে অবশ্যই আপনাকে এই এক্সটেনশনটি ব্যবহার করতে হবে। এর সাহায্যে পিসিতে কাজ করার সময় খুব সহজে ওয়ার্ড মিনিং বের করতে পারবেন।
Side notes
ব্রাউজার ইউস করার সময় দেখা যায়, কোন দরকারী তথ্য আমাদের লিখে রাখতে কিংবা সেইভ করে রাখতে হয়। আর এজন্য অনেকে ফ্রি ক্লাউড সার্ভিস, যেমন ড্রপবক্স কিংবা গুগল ড্রাইভ ব্যবহার করে থাকেন।
কিন্তু ব্রাউজার ইউজ করার সময় এত সব করাও ঝামেলার মনে হতে পারে। আর কারনেই ব্যবহারকারীর সুবিধার জন্য গুগল ক্রোম এই এক্সটেনশনটি নিয়ে এসেছে। আপনার ক্রোমে অ্যাড করা থাকলেই আপনি সহজেই কাজের মধ্যেই নোট করে রাখতে পারবেন।
FlashTabs
অনলাইনে পড়াশোনা কিংবা কোন রুটিন মেইনটেন করার জন্য এটি প্রয়োজনীয় একটি এক্সটেনশন। ডেইলি টাস্কের জন্য এটি কাজের একটি এক্সটেনশন, ইনস্টল করলেই অটোমেটিক চালু হয়ে যাবে।
Honey
অনেকসময় গুরুত্বপূর্ণ ইমেইল ড্রাফটে চলে আসে, যে কারণে ইমেইল চেক করার সময় চোখে পড়ে না। ফলে অনেক প্রয়োজনীয় ইমেইল চাপা পড়ে যায়। এই সমস্যা দূর করতে হানি এক্সটেনশনটি ইনস্টল করে নিন। এটি বিভিন্ন প্রোমোশনাল ইমেইল আপনার দৃষ্টিতে আনতেও কাজ করে। ডাউনলোড করে নিন এই এক্সটেনশনটি যদি কুপন মিস করতে না চান।
Just Not Sorry
অনেকেই চাকুরীর জন্য কোম্পানির নিকট কিংবা অনেক জনপ্রিয় ব্যক্তি /প্রতিষ্ঠানের কাছে নিজের সমস্যা অথবা মতামত নিয়ে ইমেইল করেন। কিন্তু কয়জনই বা এই ইমেইল সম্পূর্ণ পড়ে দেখে। এ জন্যই আপনার ইমেইলের মুল কথাগুলো তুলে ধরার জন্য এই এক্সটেনশনটি অ্যাড করে নিতে পারেন।
গুগল ক্রোমে Just Not Sorry এক্সটেনশনটি অ্যাড থাকলে আপনার সেন্ট করা ইমেইলটির মুলবক্তব্য আন্ডারলাইন করা থাকবে। এতে করে আপনার মতামত সঠিকভাবে পাঠকের নিকট পাঠাতে পারবেন।
Boomerang for Gmail
ইমেইলের সিডিউল ঠিক করে দেয়ার সাথে সাথে ইমেইল ট্রেক করা যাবে এই এক্সটেনশন দিয়ে। এর মাধ্যমে আপনি নিজেই কাস্টমাইজ করতে পারবেন ইমেইল সেন্ডের টাইম এবং ডেট। যারা এই ফিচারটি ইমেইলে ব্যবহার করতে চান তারা এখনি এক্সটেনশনটি একটিভেট করুন।
Tab Wrangler
আমরা অনেকেই ব্রাউজারে একসাথে অনেক কাজ করি। এজন্য একসাথে অনেক ট্যাব ওপেন করি কিন্তু এক ট্যাব শেষ করে ট্যাবটি ডিলিট করতে ভুলে যাই। আর এজন্যই এই এক্সটেনশন। এটি আপনার ব্যবহারের পর ট্যাবটি ক্লোজ করে দিবে। পরে আপনি চাইলে আবার ট্যাবটি ওপেন করতে পারবেন।
আমার দেয়া এই ১০টি গুগল ক্রোম ব্রাউজার এক্সটেনশন থেকে আশা করি অন্ততপক্ষে একটি হলেও আপনার উপকারে আসবে। যদি আপনার কাজে লাগে, তাহলেই এক্সটেনশন নিয়ে আমার লেখা সার্থক হবে। ভাল থাকবেন আর কোন এক্সটেনশনি আপনার ভাল লেগেছে সেটি কমেন্টে জানাবেন।
Leave a Reply