গুগল অ্যাডসেন্স সম্পর্কে আপনি হয়তো মোটামুটি জানেন কিংবা গুগুল অ্যাডসেন্স সম্পর্কে আপনি শুনেছেন। গুগলের বিভিন্ন অনলাই সেবার মধ্যে কিছু না কিছু সেবা আপনি নিয়মিতই নিয়ে থাকেন। অন্তত পক্ষে, তাদের সার্চ ইঞ্জিনটা তো প্রতিদিনই ব্যবহার করেন। গুগল একটি বিশ্ববিখ্যাত টেকনোলোজি কোম্পানী যার অফিসিয়াল নাম “গুগল ইনকর্পোরেশন” ।
গুগলের একটি জনপ্রিয় সার্ভিসের নাম অ্যাডসেন্স। পৃথিবী জুড়ে বিভিন্ন ওয়েবসাইটে অ্যাড প্রদর্শন করে অ্যাডসেন্স সার্ভিস থেকে প্রতি মাসে গুগল আয় করে প্রায় ১ হাজার ৪শ ৬২ কোটি টাকা। আর এ টাকা থেকে তারা তাদের অ্যাডসেন্স পাবলিশারদেরকে প্রতি মাসে প্রায় ১ হাজার ১শ ২৫ কোটি টাকা পরিশোধ করে দেয়। আপনি কি গুগলের একজন অ্যাডসেন্স পাবলিশার হতে চান? ১ হাজার ১শ ২৫ কোটি টাকার একটা অংশ আপনিও পেতে চান? তাহলে আপনাকে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে হবে। আর এ লেখাটি আপনাকে গুগল অ্যাডসেন্স পাওয়ার ১০০% গ্যারান্টি দিচ্ছে।
গুগল অ্যাডসেন্স পাওয়ার ১০০% গ্যারান্টি
আপনি যদি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে চান আর অন্য অনেকের মত ঘরে বসে বসে আয় করতে চান, তাহলে এ লেখাটি শুধু আপনার জন্য। এ লেখায় আপনি জানতে পারবেন, গুগুল অ্যাডসেন্স পেতে হলে আপনার কি কি লাগবে আর কি কি করতে হবে। সুতরাং লেখাটি মনোযোগ সহকারে পড়ুন আর এখানে দেয়া প্রতিটি টিপস্ পুরোপুরি ফলো করুন আর ১০০% নিশ্চিত থাকুন যে, আপনি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবেন।
আপনার যা যা থাকতে হবে:
- একটা ওয়েবসাইট বা ব্লগ
- ইংরেজীতে আর্টিকেল লেখার যোগ্যতা
এ দুইটা জিনিস যদি থাকে তো আপনি নিম্নোক্ত নিয়মগুলো মেনে আবেদন করলেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেয়ে যাবেন।
১. টপ লেভেল ডোমেন নিয়ে কাজ করুন
কয়েক বছর আগেও থার্ড পার্টি ব্লগ দিয়ে গুগুল অ্যাডসেন্স পাওয়া যেত। আপনি হয়তো শুনেছেন যে অনেকেই তাদের ব্লগার ব্লগ বা ওয়ার্ডপ্রেস ব্লগ দিয়ে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়েছেন। এই থার্ড পার্টিগুলো ফ্রি ব্লগ তৈরি করার জন্য আপনাকে একটি সাব ডোমেইন দিয়ে থাকে। যেমন- আপনি যদি make money online শিরোনামে ব্লগিং করতে চান আর ডোমেইন পেতে চান ফ্রিতে, তাহলে আপনার ডোমেইন হবে এ রকম – makemoneyonline.blogspot.com কিংবা makemoneyonline.wordpress.com কিংবা makemoneyonline.weebly.com ইত্যাদি। কিন্তু এখন আর গুগুল সাব ডোমেইন বা প্রি ডোমেইন হোল্ডারদের অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দেয় না। সুতরাং, অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেতে হলে আপনার একটি টপ লেভেল ডোমেইন থাকতে হবে। সেক্ষেত্রে আপনাকে একটি ডোমেইন কিনে নিতে হবে। আর তখন আপনার ডোমেইনটি হবে- makemoneyonline.com।
আপনি যদি ইতিমধ্যেই কোন সাব-ডোমেইন এ ব্লগিং শুরু করে থাকেন, তবে পারলে আজই একটা ডোমেইন কিনে নিন। আর আপনার সাব-ডোমেইন থেকে আর্টিকেলগুলো পারমানেন্ট রিডাইরেকশন (301) দিয়ে মেইন ডোমেইনে নিয়ে আসুন। আর সম্ভব হলে ফ্রি হোস্টিং ব্যবহার না করে, ছোট্ট একটি হোস্টিং প্ল্যানও কিনে নিন। একটা ডোমেইন কিনতে আপনার ১০০০ থেকে ১২০০ টাকা আর হোস্টিং কিনতে ৪০০০ থেকে ৮০০০ হাজার টাকা খরচ হবে। কেন গুগল আপনার এ খরচটা করাচ্ছে? আসলে গুগল দেখতে চায় আপনি ব্লগিং এ কতটা সিরিয়াস! যে-ব্যক্তি ৫/৬ হাজার টাকা খরচ করতে পারে না, সে আবার কিসের ব্লগিং করবে!
ধরুন, আপনার কোন দোকান নেই, শো-রুম নেই; অথচ আপনি ইউনিলিভারের ডিলারশিপের জন্য আবেদন করেছেন। আপনি তাদের প্রোডাক্ট বিক্রি করতে চান। ইউনিলিভার কি আপনাকে ডিলারশিপ দেবে? খুব সিম্পল হিসাব- কখনোই না!
সুতরাং, যদি সিরিয়াসলি ব্লগিং করতে চান, তবে ভাল কোন কোম্পানি থেকে ডোমেইন-হোস্টিং কিনে নিন। বিশ্বের নামকরা ডোমেইন হোস্টিং কোম্পানীগুলোর মধ্যে রয়েছে Godaddy, Bluehost, Ipages ইত্যাদি। ভুলেও কোন বাংলাদেশি কোম্পানী থেকে ডোমেইন হোস্টিং কিনবেন না। ডুবে যাবার সম্ভাবণা থাকবে অন্তত ৮০%। বাকী ২০% হয়তো চমৎকার সার্ভিস দেয়, কিন্তু এ ৮০% এর মাঝখান থেকে ভালদের আপনি না’ও খুঁজে পেতে পারেন।
আসলে ডোমেইন হোস্টিং এর জন্য বাংলাদেশে কোনই কোম্পানী নেই। যে-কোম্পানীগুলো আমাদের কাছে ডোমেইন-হোস্টিং বিক্রি করছে, এরা বিশ্বের নিম্ন মানের ডোমেইন হোস্টিং কোম্পানীগুলোর রিপ্রেজেন্টেটিভ হিসেবে ব্যবসা করছে। চাইলে আপনিও এ ব্যবসা করতে পারবেন, যদি আপনার এ সম্পর্কে ধারণা থাকে। বড় কোম্পানীগুলোর রিপ্রেজেন্টেটিভ দরকার নেই, তাই তারা এভাবে কাউকে দিয়ে বিক্রি করানোর ধান্দা করে না। এ কারণেই, আপনি বাংলাদেশের তথাকথিত ডোমেইন হোস্টিং বিক্রেতাদের কাছ থেকে Bluehost, Godaddy কিংবা Ipages এর মত কোম্পানীদের ডোমেইন হোস্টিং পাবেন না। আপনি যদি কোন সাধারণ প্রয়োজনে একটি ওয়েবসাইট তৈরি করতে চান, তবে বাংলাদেশের যে কারো কাছ থেকে কিনতে পারেন, আশা করি কোন সমস্যা হবে না। কিন্তু আপনার যদি বড় উদ্দেশ্য থাকে, যদি ভবিষ্যৎ পরিকল্পণা নিয়ে ওয়েবসাইট করেন, বিশেষত গুগল অ্যাডসেন্সের মত কোন গুরুত্বপূর্ণ কাজের জন্য ওয়েবসাইট করেন, তবে অবশ্যই কারো না কারো মাস্টার কার্ড দিয়ে নিজেই কিনবেন বা কাউকে দিয়ে কিনিয়ে নেবেন। আপনার যদি কোন বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজন দেশের বাইরে থেকে থাকে, তাহলে তাদের মাস্টার কার্ড ব্যবহার করতে পারেন।
এরপর আসবে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেবেলপমেন্ট। ওয়েবসাইট তৈরি কিংবা ব্লগ সেটআপের জন্য টেক ট্রেইনি পরিবার আপনাকে ফ্রি সার্ভিস দেবে অর্থাৎ ফ্রিতে আপনার ওয়েবসাইট তৈরি করে দেবে। আপনাকে কোন ওয়েব ডেবেলপারের হাত-পাঁ ধরতে হবে না কিংবা টাকা খরচ করতে হবে না। ফ্রিতে কেন? তাইতো! বাঙালি হিসেবে কেউ ফ্রিতে কিছু করে দিতে চাইলেই আমাদের মাথায় আসে-নিশ্চয়ই কোন স্বার্থ্ আছে। নারে ভাই, বিশেষ কোন স্বার্থ নেই। আমরা চাই বাংলাদেশের তরুণরা অ্যাডসেন্স নিয়ে কাজ করুক। একটা বাঙালী কমিউনিটি তৈরি হোক, সবাই সবাইকে সহযোগীতা করুক।
আমাদের পাশ্ববর্তী দেশ ভারতের তরুণদের অধিকাংশই চাকরির পেছনে না দৌড়িয়ে অনলাইনে কাজ করছে। কেউ ব্লগিং করে আয় করছে, কেউ আর্টিকেল লিখে আয় করছে, কেউ কেউ বিভিন্ন রকম কাজ শিখে আউট সোর্সিং করে চাকরি থেকে কয়েক গুণ বেশি টাকা রোজগার করছে। আমাদের চাওয়া আমাদের দেশের তরুণরাও চাকরির পেছনে না ছুটে নিজেই কিছু করুন। বিশেষ করে গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করুক, গুগলের ১ হাজার ১শ ২৫ কোটি টাকার একজন অংশীদার হোক। আমাদের লাভ? আমাদের লাভ আমরা নিজেদের একজন সদস্য পেলাম। সে হয়তো SEO এর জন্য এমন একটা লিগ্যাল উপায় বের করে ফেলবে যা আমাদের প্রত্যেকের কাজে লাগবে। আমরা সবাই যদি সবাইকে সহযোগীতা করি, তবে লাভটা আমাদের সবারই হবে।
শাহরিয়ার আহমেদ says
অ্যাডসেন্স নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। লেখককে ধন্যবাদ 🙂
Limon says
ভাইয়া আমি ব্লগিং শুরু করতে চাই। কিন্তু আমি তো একটা বাংলাদেশি কোম্পানি থেকে ডোমেইন কিনে ফেলছি। নতুন এই ডোমেইন ও হোস্টিং কিনলাম ভাইয়া। ভাইয়া প্লিজ এখন কি করব সাজেস্ট করুন।
টি আই অন্তর says
ব্লগিং সত্যিই মজার পেশা, শুরু করুন। বাংলাদেশী কোম্পানী থেকে কিনে ফেলেছেন, অসুবিধা তো নেই। তাদের কাছ থেকে সি প্যানেলের অ্যাক্সেস নিয়ে নিন। তাহলে, যে কোনও হোস্টিংয়ে ট্রান্সফার করতে পারবেন।
Niloy says
ওয়েবসাইট তৈরি করতে চাই, কিভাবে যোগযোগ করবো???
টি আই অন্তর says
ভাই, ওয়েবসাইট তৈরির জন্যে আমাদের সঙ্গে যোগাযোগ করে তো লাভ নেই। আমরা তো ওয়েবসাইট তৈরির ব্যবসা করি না। তবে, আপনাকে ওয়েবসাইট তৈরিতে সাহায্য করতে পারি। আপনি আমাদের ফেসবুক পেজের ইনবক্সে একটা মেসেজ দিয়ে যোগাযোগ করুন। ইনশাল্লাহ্, যতটুকু সম্ভব সহযোগীতা করবো।
Almamun says
ভাই, আমি একটা প্রতিষ্ঠান দাঁড় করাবো বলে ডোমেইন কিনেছিলাম। একজন ডেভলপার দিয়ে ওয়েবসাইটও বানিয়ে নিয়েছিলাম। এখন সে ওয়েবসাইট কোনো কাজে আসেনি। এখন ভাই, আমি কি ওই ওয়েবসাইট থেকে ব্লগ সাইটে পরিণত করতে পারব? দয়া করে জানাবেন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
টি আই অন্তর says
ধন্যবাদ, আল মামুন। আপনার প্রশ্নের উত্তর দেয়ার জন্যে প্রথমে কিছু বিষয় জানা দরকার-
১. ওই ডোমেইনটির বয়স কত? কত দিন আগে কিনেছিলেন?
২. ওয়েবসাইট ডেভেলপ করিয়েছেন কিসের উপর, ওয়ার্ডপ্রেস নাকি অন্য কোনও সিএমএস?
৩. ওই ওয়েবসাইটটিতে কি কি কন্টেন্ট আছে?
৪. ওয়েবসাইটটি কি এখনো রানিং, নাকি কি বন্ধ হয়ে আছে?
৫. সাইটটিতে কি কোনও ডুপ্লিকেট কন্টেন্ট ছিল?
৬. ডোমেইনটিতে কোনও রকম স্প্যামি অ্যাক্টিভিটি হয়েছে?
৭. কোন ভাষায় ব্লগিং করতে চান, বাংলা না ইংরেজী?
৮. কি বিষয়ে ব্লগিং করতে চান, টপিক কি?
উপরোক্ত প্রশ্নগুলোর উত্তর পেলে আপনাকে সহযোগীতা যেতে পারে।
Rakibul Hasnat says
গুগল অ্যাডসেন্স বিষয়ে আমার একটু সহযোগিতা লাগবে। করতে পারবেন? সামান্য।