Google, Yahoo, Bing বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইন্জিন। জনপ্রিয় হলেও এ-সব সার্চ ইন্জিন আপনার নিরাপত্তার জন্য কখনো কখনো বেশ হুমকি স্বরূপ। কারণ, এ সব সার্চ ইঞ্জিন ব্যবহার করে আপনি যখন কোন কিছু সার্চ করেন তখন তারা এসব তথ্য আপনার লোকেশনসহ সংরক্ষন করে রাখে। আপনি যদি আপনার ইন্টারনেট ব্যবহার কাউকে ট্র্যাক করতে দিতে না চান, তাহলে ইয়াহু, বিং ও গুগলের বিকল্প সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারেন।
আপনি কখন কোন সাইটে প্রবেশ করলেন, সেখানে কি করলেন এ-সব কিছুসহ আপনার আইপি এবং ম্যাক আইডি সংরক্ষন করে রাখে সার্চ ইঞ্জিনগুলো। এক কথায় জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলো আপনার সকল কাজ কর্মের তথ্য সংরক্ষন করে রাখে। এসব তথ্য তারা নিজেরা যেমন তাদের সাইটের উন্নয়নের জন্য ব্যবহার করে, তেমনি সরকারি কিংবা বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠানগুলোকেও সরবরাহ করে থাকে। তাই ভাবতে পারেন বিকল্প ব্যবহারের কথা।
বিং, ইয়াহু, গুগলের বিকল্প সার্চ ইঞ্জিন
যারা নিজেদের নিরাপত্তার ব্যপারে সর্তক এবং নিজেদেরকে সার্চ ইঞ্জিন দ্বারা ট্র্যাক করা থেকে বিরত রাখতে চান, তারা ব্যবহার করতে পারেন নিচের যে কোনও বিকল্প সার্চ ইঞ্জিন।
DuckDuckGo
গুগল, ইয়াহু ও বিং এর বিকল্প হিসেবে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইন্জিন ডাকডাকগো। এর অন্যতম কয়েকটি সুবিধা হল
- কোন লগ রাখে না এবং ট্র্যাকিং করে না।
- সহজ সরল ডিজাইন এবং ডিজাইন পরিবর্তনের সুযোগ।
- বিভিন্ন রকমের ফিল্টার করার সুযোগ।
DuckDuckGo হল এমন সার্চ ইঞ্জিন যা আপনাকে ট্র্যাক করবে না। তাই DuckDuck Go সার্চ ইঞ্জিনটি পশ্চিমা বিশ্বে এখন বেশ জনপ্রিয়। DuckDuck Go এর প্রধান নির্বাহী এবং প্রতিষ্ঠাতা গ্যাব্রিয়েল ওয়েইনবার্গ বলেছেন যে, “যদি FBI আমাদের কাছে আসে, তাহলে তাদেরকে দেয়ার মত আপনার কোন তথ্য আমাদের কাছে থাকবে না।”
এই সার্চ ইন্জিন বর্তমানে বেশ শক্তিশালী অবস্থানে আছে। গুগলকে একটু হলেও নাড়িয়ে দিয়েছে। এর জনপ্রিয়তা দেখে Apple ও তাদের সাথে যুক্ত হয়ে কাজ করার আশা প্রকাশ করেছে।
এটি আপনার টাইপ ক্যোয়ারী উপর নির্ভর করে অনুসন্ধান পরামর্শ সরবরাহ করে। ফলাফল উপস্থাপনা খুব স্পষ্ট, তাই অনুসন্ধান ফলাফল খুব দ্রুত প্রদর্শন হয়। এতে ছবি, পণ্য এবং ভিডিও অনুসন্ধানের সুবিধা রয়েছে। অনুসন্ধানের ফলাফলগুলো আপনি দেশ এবং তারিখ (যে কোনও সময়, দিন, সপ্তাহ বা মাস) দ্বারা ফিল্টার করতে পারবেন।
ইউটিউব ভিডিওগুলি সরাসরি DuckDuck Go ওয়েবসাইট থেকে প্লে করা যায়, কিন্তু ইউটিউব যে আপনাকে ট্র্যাক করছে এই কথা “সর্তক বার্তা” দিয়ে আপনাকে মনে করিয়ে দিবে।
এর প্রতিষ্ঠাতা সর্বদাই ব্যবহারকারীর নিরাপত্তাকে অগ্রাধিকার প্রদান করে। তাই আপনি আপনার সার্চ ইন্জিনের তালিকায় এই নামটি যুক্ত রাখতে পারেন।
StartPage
ইউরোপের জনপ্রিয় সার্চ ইঞ্জিন এটি। এই সার্চ ইন্জিনের অন্যতম কয়েকটি বৈশিষ্ট্য হল :
- কোন রকম ট্র্যাকিং করে না।
- গুগলের উপর ভিত্তি করে সার্চ ফলাফল প্রদর্শন করে।
- ডিজাইন এবং ব্যবহার খুব সহজ।
StartPage এর সার্চ রেজাল্ট আসে গুগল থেকে। তবে মজার ব্যপার হলো, এরা আপনাকে ট্র্যাক করবে না। এই সার্চ ইঞ্জিন একটি প্রক্সি সার্ভারের মাধ্যমে ন্যাভিগেশন প্রদান করে, যা ওয়েবসাইটগুলিকে আপনার IP ঠিকানা বা অবস্থান ট্র্যাকিং থেকে দূরে রাখে।
এটি একটি শক্তিশালী সার্চ ইঞ্জিন যা আপনার অনুসন্ধানগুলি রক্ষা করে এবং আপনার কাজের ট্র্যাকিং এড়িয়ে আপনাকে গুগলের ফলাফল দেখায়। এছাড়া এটি অ্যানিমাসলি ব্রাউজ করার সুবিধাও দেয়। কুকি ছাড়া ইন্টারনেট চালানোর জন্য এদের রয়েছে URL Generator। এছাড়া সার্চ ইঞ্জিনটির নিজেদের মেইল সার্ভিস সুবিধা আছে। তাদের ভাষ্য মতে, তারা দুনিয়ার সব থেকে Private Search Engine। এমনকি তারা সার্চ কুয়েরি সাবমিটের সময় POST Method ব্যবহার করে। ফলে আপনি কী সার্চ করছেন সেটা তৃতীয় পক্ষ জানার কোন উপায় নেই।
Ixquick
Ixquick এর কিছু বৈশিষ্ট্য:
- এটাও আপনার কোন তথ্য ট্র্যাক করে না।
- বিখ্যাত সব সার্চ ইন্জিনের উপর ভিত্তি করে ফলাফল প্রদর্শন করে।
- ব্যবহার করা খুবই সহজ।
এটি StartPage-এর উদ্ভাবক প্রতিষ্ঠানের আরেকটি সার্চ ইঞ্জিন। তবে এদের মধ্যে পার্থক্য রয়েছে। StartPage সার্চ রেজাল্ট গুগল থেকে প্রদর্শন করে আর IxQuick বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে সবচেয়ে সঠিক এবং সেরা রেজাল্ট দেয়ার চেষ্টা করে। তাই যারা একই সঙ্গে সকল সার্চ ইন্জিনের মজা নিতে চান তাদের জন্য এটা শ্রেষ্ঠ সার্চ ইন্জিন।
Ixquick এবং StartPage মূলত একই ডিজাইনে করা। অনুসন্ধান ফলাফল দেখানোর সময় Ixquick সবসময় StartPage মতই নিরাপত্তা প্রদান করে। তবে গোপনীয়তার ক্ষেত্রে এই ওয়েব সাইটি আরও বেশী সর্তক।
Disconnect Search
Disconnect Search ও অনান্য সার্চ ইন্জিনের মত সুবিধা প্রদান করে। তার মধ্যে অন্যতম কয়েকটি হল:
- ট্র্যাকিং এবং কোন সার্চ হিস্টোরি রাখে না।
- প্রক্সি ভিত্তিক ওয়েব পেইজ।
- গুগলের উপর ভিত্তি করে ফলাফল প্রদর্শন।
Disconnect Search হল একটি সফটওয়্যার কোম্পানি। যা ব্যবহারকারীর ট্র্যাকিং এবং ডিভাইস সুরক্ষার বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে, এবং Disconnect Search সার্চ ইঞ্জিনটি তাদের কাজের একটি মহান উদাহরণ।
Disconnect Search সার্চ ইন্জিন আপনাকে অনান্য বিখ্যাত সার্চ ইন্জিন যেমন Yahoo এবং Bing সার্চ ইঞ্জিনগুলিকে প্রাইভেটলি সার্চ করার সুবিধা দেয়। অর্থ্যৎ আপনি Disconnect Search ব্যবহার করে আপনি যেমন অনান্য সার্চ ইন্জিনের ফলাফল পাবেন তেমনি নিরাপত্তাও পাবেন।
কাস্টমাইজড ফলাফল পেতে, আপনি আপনার অঞ্চল নির্দিষ্ট করে দিয়ে এবং আপনি আপনার নির্দিষ্ট অঞ্চলের জন্য ফলাফল দেখতে পারেন। উপরন্তু, Disconnect Search স্মার্টফোন এবং পিসি জন্য পেইড অ্যাপ্লিকেশন আছে, যা আপনার পুরো ডিভাইসটি ট্র্যাকিং এবং ম্যালওয়ার থেকে রক্ষা করবে। এটি আপনার Wi-Fi সংযোগগুলিকে নিরাপদভাবে পাবলিক Wi-Fi নেটওয়ার্ক ব্যবহার করার স্বাধীনতা প্রদানের সাথে সাথে তাদের VPN পরিসেবা প্রদান করে।
SearX
এক কথায় এটা একটা অসাধারণ সার্চ ইন্জিন। এর কিছু চমৎকার বৈশিষ্ট্য রয়েছে। যেমন
- কোন ধরণের বিজ্ঞাপন নেই।
- নিজস্ব হোস্টিং।
- কাস্টোমাইজড সার্চ সুবিধা।
যদিও এই সাইটটি তেমন জনপ্রিয় নয় কিন্তু নিরাপত্তা ও সহজ ব্যবহারের জন্য এটা খুব দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। ডিফল্টভাবে, SearX সার্চ ইঞ্জিনের একটি বৃহৎ সংখ্যক থেকে ফলাফল তুলে ধরে। কোন নির্দিষ্ট বিষয় ফিল্টার করে অনুসন্ধান করতে চাইলে, উক্ত বিষয় সূমহ সাইটের ডান দিকে প্রদর্শিত হয়।
অনুসন্ধান নিম্নলিখিত শ্রেণীর দ্বারা ফিল্টার করা যেতে পারে:
সাধারণ, ফাইল, চিত্র, আইটি, মানচিত্র (OpenStreetMap ব্যবহার করে), সঙ্গীত, খবর, বিজ্ঞান, সামাজিক মিডিয়া এবং ভিডিও। এসব কিছু আবার সময় দ্বারা ফিল্টার করা যাবে।
অনুসন্ধান ফলাফলগুলি .csv, .json।, অথবা rss ফাইল হিসাবে ডাউনলোড করা যায়।
শেষ কথা: উপরের উল্লেখিত সার্চ ইঞ্জিনগুলি আপনার সার্চ ইতিহাস কখনও অনুসরণ করে না। এই সার্চ ইঞ্জিনগুলির সাথে আপনি অন্যান্য জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলোর সুবিধাও পাচ্ছেন। এই সার্চ ইন্জিনগুলো দিয়ে আপনি সব কিছুই সার্চ করতে পারবেন, কেউ ট্র্যাক করবে না।
এখন থেকে তাহলে নিরাপদে সার্চ ইন্জিন ব্যবহার করতে থাকেন। আর যারা ইতোমধ্যে এই সাইটগুলো কিংবা এর থেকে আরও ভাল সাইট ব্যবহার করেছেন, তাহলে আমাদের কমেন্টে জানান।
Leave a Reply