গুগম ক্রোমের সুবিধা যেমন রয়েছে, তেমনি রয়েছে অসুবিধা। তবে ১০টি সুবিধার তুলনায় ৪টি ছোট-খাট অসুবিধা খুবই নগন্য ব্যাপার। আমরা যারা গুগল ক্রোম ব্যবহার করি, তারা জানি, এই ব্রাউজারটি ইউজার এক্সপেরিয়েন্সের দিক থেকে সকল ব্রাউজারকেই ছাড়িয়ে গিয়েছে।
গুগল ক্রোমের সুবিধা
মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফ্ট এজ এবং অপেরার তুলনায় গুগল ক্রোমের সুবিধা অনেক অনেক বেশি। আসুন, সুবিধাগুলো জানি- এরপরই জানবো অসুবিধাগুলো।
১. সিম্পল ও স্লিক ডিজাইন
গুগলের ম্যাটেরিয়াল ডিজাইন কনসেপ্ট থেকে তৈরি এই ব্রাউজারটি দেখতে খুবই সিম্পল আর স্লিক। এমনকি, ব্রাউজারটিতে ট্রেডিশনাল মেন্যুওটাও রাখা হয়নি। সমস্ত ফিচারকে সেটিংস পেজের আড়ালে নিয়ে রাখা হয়েছে। প্রথম রিলিজ হওয়ার পর থেকে এ যাবৎ এটি প্রচুর ফিচার আপডেট করেছে।
২. হাই-স্পিড ব্রাউজার
স্লিক আর সিম্পল ডিজাইনের কারণে গুগল ক্রোমের স্পিড অনেক বেশি। আমরা যারা ফায়ারফক্স, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার কিংবা মাইক্রোসফট এজ ব্যবহার করেছি, তারা সকলেই জানি যে এগুলোতে কোন কোনও ওয়েবসাইট ওপেন হতে প্রচুর সময় নেয়। আর যে কেউ-ই এক বাক্যে স্বীকার করবে যে, এগুলোর চেয়ে ক্রোমের স্পিড অনেক অনেক হাই।
৩. প্রচুর এক্সটেনশন
ব্রাউজিং ফাংশনালিটি বাড়ানোর জন্যে গুগল ক্রোমের রয়েছে প্রচুর ব্রাউজার এক্সটেনশন। জেনে নিতে পারেন ব্রাউজার এক্সটেনশন কি আর এর ফাংশন সম্পর্কে বিস্তারিত। ক্রোমের জন্যে এক্সটেনশন ইনস্টল করার ২টি মার্কেটপ্লেস রয়েছে। একটি হচ্ছে ক্রোম ওয়েব স্টোর আর অন্যটি জি-স্যুট মার্কেটপ্লেস।
৪. নিরাপদ ও সুরক্ষিত
সমস্ত ব্রাউজারের চেয়ে গুগল ক্রোম সবচেয়ে বেশি সুরক্ষিত ও নিরাপদ। এটিকে হ্যাকার, স্প্যামার, স্ক্যামারদের হাত থেকে নিরাপদ আর সুরক্ষিত রাখতে নিয়মিত আপডেট দেয়া হয়। আপনি যখনই ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হন, আর গুগল ক্রোম ইউজ করেন, তখন নি:সন্দেহে আপনি লেটেস্ট টেকনোলোজি ব্যবহার করেন। গুগম ক্রোমের সুবিধা হিসেবে নিরাপত্তা ও সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৫. ক্রস প্লাটফর্ম ব্রাউজার
আইওস অ্যাপ ছাড়া, বাকী সবখানেই গুগল কাস্টম ব্লিংক ব্রাউজার ইঞ্জিন ব্যবহার করে থাকে এবং সাথে সাথে সবাইকে ক্রস প্লাটফর্ম সুবিধা দিয়ে থাকে। উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, আইওএস এবং অ্যান্ড্রয়েডসহ সব প্লাটফর্মেই গুগল ক্রোম ইউজ করা যায়।
৬. বিভিন্ন ডিভাইসে সিংক করা সহজ
গুগল ক্রোমের অন্যতম একটি বড় সুবিধা হচ্ছে এটি আপনি যে কোন ডিভাইসেই লগইন করুন না কেন, আপনার অন্যান্য সকল ডিভাইস থেকেই বুকমার্ক, হিস্ট্রি এবং অন্যান্য ডাটা ব্যবহার করতে পারবেন। যেমন, আপনি ডেস্কটপে একটি ওয়েবপেজ বুকমার্ক করে সেটিকে অ্যান্ড্রয়েড থেকে অ্যাক্সেস করতে পারবেন।
৭. গুগল অ্যাপ ইন্টিগ্রেশন
জিমেইলের মতো গুগলের অন্যান্য প্রোডাক্টের সঙ্গে গুগল ক্রোম ইন্টিগ্রেট করা। কাজেই আপনি একবার ক্রোমে লগইন করা মানেই গুগলের ১৮টি ফ্রি সার্ভিস এর সবগুলোতেই লগইন করা।
৮. ট্যাব ম্যানেজমেন্ট
যে কোন ব্রাউজারের জন্যে ট্যাব ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ আর ক্রোমের রয়েছে অসাধারণ ট্যাব ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি খুব সহজেই নতুন ট্যাবে কিংবা একই ট্যাবে যে কোন ওয়েবপেজ ওপেন করতে পারবেন। এমনকি, ছদ্মবেশী মুড কিংবা গেস্ট মুডও ব্যবহার করতে পারবেন।
৯. ইন-বিল্ট ফিচার
গুগল ক্রোমের বেশ কিছু ইন-বিল্ট ফিচার রয়েছে যেগুলো অত্যন্ত পাওয়ারফুল। যেমন, পিডিএফ ভিউয়ার, ওমনিবক্স, ট্রান্সলেট, ইত্যাদি। জেনে নিতে পারেন গুগল ট্রান্সলেট কি ও কিভাবে ব্যবহার করবেন।
১০. সহজ ইনস্টলিং ও আন-ইনস্টলিং ব্যবস্থা
কম্পিউটার ও স্মার্টফোনসহ যে কোন ডিভাইসেই আপনি খুব সহজে গুগল ক্রোম ইনস্টল ও আন-ইনস্টল করতে পারবেন। এর জন্যে আপনার অ্যাডমিন অ্যাক্সেসের প্রয়োজন হবে না। গুগম ক্রোমের সুবিধা বিবেচনা করলে এটিকে ছোট করে দেখার কিছু নেই।
গুগল ক্রোমের অসুবিধা
উপরোক্ত অসংখ্য সুবিধার পরও গুগল ক্রোমের কিছু অসুবিধা রয়েছে যা একেবারেই উপেক্ষা করা যায় না।
১. কনফিউজিং ক্রোমিয়াম
আপনার স্মার্টফোনে নিশ্চয়ই গুগলের সব প্রোডাক্টের একটি ফোল্ডার রয়েছে। এই ফোল্ডারটি ওপেন করে দেখুন এর ভেতরে দু’টি ব্রাউজার রয়েছে। একটি গুগল ক্রোম আর অন্যটি গুগল ক্রোমিয়াম। এই দু’টি ব্রাউজার নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যান। প্রায়ই এমন হয় যে, ক্রোম খুলতে গিয়ে ক্রোমিয়াম খুলে ফেলেন কিংবা ক্রোমিয়াম খুলতে গিয়ে ক্রোম খুলে ফেলেন।
২. গুগল ট্র্যাকিং
গুগল ক্রোমের একটি অটো ট্র্যাকিং ফিচার রয়েছে যা আপনার গতিবিধি লক্ষ্য করে থাকে। অর্থাৎ, আপনি কি কি ওয়েবসাইট ব্রাউজ করছেন, কি ধরণের কন্টেন্ট ভিউ করছেন, আপনার পছন্দ-অপছন্দসহ যাবতীয় সব ডাটাই গুগল আপনার অজান্তেই কালেকশন করে নেয়। এর জন্যে গুগল বেশ কয়েকবার ইউরোপিয়ান ইউনিয়নকে জরিমানাও দিয়েছে।
৩. বেশি মেমোরি ও সিপিইউ এর ব্যবহার
গুগল ক্রোম প্রচুর র্যাম ও সিপিইউ ইউজ করে। অন্য ব্রাউজারের তুলনায় অত্যন্ত বেশি। যারফলে, ক্রোম ব্রাউজার ব্যবহার করার সময় সাধারণ মানের কম্পিউটার ও স্মার্টফোনগুলো প্রায়ই হ্যাং করে থাকে।
৪. ডিফল্ট ব্রাউজার পরিবর্তণ
ক্রোম অপারেটিং সিস্টেমে গুগলই একমাত্র ডিফল্ট ব্রাউজার যা আপনি চাইলেও পরিবর্তণ করতে পারবেন না। তবে, উইন্ডোজ ও ম্যাকে আপনি ক্রোম ব্রাউজার পরিবর্তণ করে এজ কিংবা সাফারি ইউজ করতে পারবেন। তবে, সেটা পুরোপুরি সমস্যার সমাধান নয়। বিশেষ করে, যখন কোনও ডেভেলপার অফলাইনে কোন এইচটিএমএল পেজ ওপেন করে, তখন অপারেটিং সিস্টেম বলতে গেলে জোর পূর্বক ক্রোমে ওপেন করে দেয়।
যাইহোক, গুগল ক্রোমের সুবিধা আর ফাংশনাটি ও স্পিডের কথা ভাবলে এই ৪টি অসুবিধা মেনে নেয়া কোন ব্যাপারই না। সত্যি বলতে কি, অন্যান্য সকল ব্রাউজারের মধ্যে এখন পর্যন্ত গুগল ক্রোমই সেরা। কাজেই, আপনি যদি অন্য কোন ব্রাউজার ব্যবহার করে থাকেন, তবে আজই একবার গুগল ক্রোম ডাউনলোড করে নিয়ে ট্রাই করে দেখতে পারেন।
Leave a Reply