বর্তমানে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্যে সব ধরণের গেমই পাওয়া যায় এবং সেগুলো অত্যন্ত জনপ্রিয়। সেই জনপ্রিয়তার কথা মাথাই রেখেই ডেভেলপাররা দিন দিন নতুন ধরণের গেমস তৈরি করছেন। যার ফলে স্মার্টফোন এবং ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য নিত্যনতুন গেমস পাওয়া এখন খুবই সহজ হয়ে যাচ্ছে। সেরকমই মজার কিছু গেমসের মধ্যে রয়েছে অ্যাড্রয়েড এস্কেপ গেমস। এই পোস্টে আমরা সেরকমই কিছু অ্যান্ড্রয়েড এস্কেপ গেমস সম্পর্কে জানবো।
অ্যাড্রয়েড এস্কেপ গেমস
সাধারণ অর্থে বোঝায় যাচ্ছে যে এস্কেপ গেমস মানে এমন গেমসের কথা বোঝানো হচ্ছে, যে গেমসে বিভিন্ন ধরণের জটিল পরিস্থিতির সমাধান করে সেখান থেকে পালিয়ে আসতে হয়। এটি সাধারণত ফাস্ট-পার্সন গেমস যা শুরুতে সহজ থেকে ক্রমশ জটিল হতে থাকে।
গেমসে কিছু কাহিনী থাকে যার ফোকাস প্রধানত ধাঁধা এলিমেন্টের উপর থাকে। এস্কেপ গেমসগুলো উত্তেজনাপূর্ণ, চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর এবং আসক্তিদায়ক হয়ে থাকে। যা একবার শুরু করলে শেষ না করে উপায় থাকে না। তো চলুন এবারে জেনে নেওয়া যাক, সেরা কিছু অ্যাড্রয়েড এস্কেপ গেমস সম্পর্কে।
১. Spotlight: Room Escape
এই গেমসটিতে আপনি পাবেন প্রচুর পরিমাণে অ্যাডভেঞ্চার যার শুরুটা হবে আপনার মেমরি হারানোর এবং একটি অজানা রুমের মধ্যে থেকে। গেমসে আপনি কিডন্যাপ হবেন এবং একটি রুমের মধ্যে আবদ্ধ থাকবেন।
লজিক ব্যবহার করে আপনাকে বের করতে হবে কি হচ্ছে, সমাধান করতে হবে বিভিন্ন ধরণের সুত্র, খুঁজে বের করতে হবে নানা ধরণের অবজেক্ট। আর নানা রকম বিশ্লেষণ করে এবং সেগুলো ব্যবহার করে বের হতে হবে বদ্ধ রুম থেকে সময় শেষ হওয়ার আগেই। 3D গ্রাফিক্সের এই গেমসে আপনাকে ব্যবহার করতে হবে ডিটেকটিভ স্কিল এবং ইনভেস্টিগেশন করতে হবে। যা আপনার ভালো লাগবে।
২. Escape Titanic
সেই সুবিশাল টাইটানিক জাহাজের এক রুমে আঁটকা পড়েছেন আপনি। আর এরই মধ্যে ডুবে যাওয়া শুরু করেছে জাহাজ। রুম থেকে বের না হতে পারলে নিশ্চিত মৃত্যু। ঠিক এমনই এক পরিস্থিতি নিয়ে তৈরি এই গেমসটি।
আপনাকে আপনার বুদ্ধি খাঁটাতে হবে এবং একই সাথে খুব দ্রুত টাইটানিক থেকে পালাতে হবে। তবে কাজটা খুব একটা সহজও হবে না, কারণ আপনাকে সমাধান করতে হবে ৫০টি রুমের পাজল চ্যালেঞ্জ। হিন্ট ব্যবহার করে কাজটাকে আপনি কিছুটা সহজ করে নিতে পারবেন। এবার তাহলে চ্যালেঞ্জটা নিয়েই দেখুন, পালাতে পারেন কিনা টাইটানিক থেকে।
৩. Escape Through History
একটি রহস্যময় টাইম পোর্টালের মাধ্যমে ইতিহাসে যাত্রা করার মাধ্যমে শুরু হবে এই গেমসটি। গেমসটিতে আপনি যাত্রা পথে বিভিন্ন ধরণের ঐতিহাসিক ঘটনার সম্মুখীন হবেন। যা আপনি পর্যবেক্ষণ করবেন এবং বিশ্লেষণ করবেন।
আপনাকে আইটেম খুঁজে বের করতে হবে এবং পাজলের সমাধান করতে হবে। সেই সাথে জানতে হবে যে প্রতিটি দরজার পিছনে কি আছে। মনে রাখবেন, আপনি যদি একবার ঢুকে পড়েন, তাহলে আর বের হতে পারবেন না।
৪. World’s Hardest Escape Game
অনেকেই হয়তো মনে করেন না যে, এটা পৃথিবীর সবচেয়ে কঠিন এস্কেপ গেমস। তবে তারপরও গেমসটি যথেষ্ট চ্যালেঞ্জিং। ২০টি বিভিন্ন লোকেশন এবং ১০০টির মতো দারুণ পাজল আপনার গেমিং অভিজ্ঞতাকে আরও প্রানবন্দ করে তুলবে।
এস্কেপ এক্সপেরিয়ান্সের আসল মজা পেতে চাইলে, এখনই ডাউনলোড করে নিন World’s Hardest Escape Game নামের এই গেমসটি। আর তুমুল মজা করে সলভ্ করতে থাকুন দারুণ সব পাজলগুলো।
৫. You Must Escape
এই গেমসটির একমাত্র লক্ষ্য হলো আপনাকে রুম থেকে বের হতে হবে বিভিন্ন ধরণের পাজল ব্যবহার করে। প্রতিটা নতুন রুমে নতুন নতুন পাজল আর অ্যাডভেঞ্চার আপনাকে গেমসটি খেলতে আরও বেশি উৎসাহিত করবে।
ডাউনলোড করে নিন You Must Escape গেমসটি আর ব্রেইনকে ফেলুন কঠিন প্রশ্নের মুখে।
কিছুটা গোয়েন্দাগিরি করতে আমরা সবাই ভালোবাসি। সেই গোয়েন্দাগিরি যদি হয় কোন কঠিন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচার, তাহলে তা কিছুটা অ্যাডভেঞ্চারও হয়ে যায়। এখানে এমনই কিছু এস্কেপ গেমস নিয়ে আলোচনা করা হয়েছে যা খেলে আপনি নিশ্চিত মজা পাবেন। তাই আর দেরি না করে ডাউনলোড করে খেলা শুরু করে দিন এই মজার এস্কেপ গেমসগুলো।
Leave a Reply