কেবল এবারের আসরের চ্যাম্পিয়ন কোন দল হবে সেটা নয়, বরং কোন দলের খেলোয়াড় এবার সেরা হতে যাচ্ছে, আর কে হচ্ছে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এসব বিষয়ে রয়েছে বিশ্বকাপ ফুটবল ভক্তদের মধ্যে তুমুল উৎসাহ। এখানেই থেমে নেই অতি উৎসাহি ভক্তরা, রীতিমতো অংক কষে ও বের করে ফেলছেন কে হবে এবারের গোল্ডেন বুট জয়ী সর্বোচ্চ গোলদাতা।
গত বিশ্বকাপের মতো এবারের রাশিয়া বিশ্বকাপের আগেই বিশেষজ্ঞরা ঠিক করে ফেলেছেন কে হবে সেই গোল্ডেন বুট জয়ী সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়। তাদের এই সম্ভাব্য তালিকায় উঠে এসেছে মেসি, নেইমার, হ্যারি কেইন, রোলান্ডোর নাম।
হ্যারি কেইন টটেনহ্যাম হটস্পারের হয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে যেভাবে একের পর এক গোল করে সবাইকে চমকে দিয়েছেন, আর তাতেই ভক্তরা হ্যারি কেইনকে রেখেছেন গোল্ডেন বুট বিজয়ীর সম্ভাব্য তালিকায়।
কে হবেন এবারের গোল্ডেন বুট জয়ী
অন্যদিকে এবারের বিশ্বকাপ আসরে ভক্তরা মেসির দিকেই তাকিয়ে ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বলা যেতে পারে যে কারণে মেসির আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়ে গেছেন। অন্যদিকে এই প্রতিযোগিতায় নেইমারের চেয়ে রোলান্ডো অনেকটা এগিয়ে ছিলেন।
কিন্তু হয়তো শেষ পর্যন্ত হ্যারি কেইনের হাতে উঠতে যাচ্ছে এবারের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট। হয়তো হ্যারি কেইনেই এই গোল্ডেন বুট ডিসার্ব করেন। কারণ তিনিই একমাত্র খেলোয়াড় যিনি এখন পর্যন্ত রাশিয়া বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক। দ্বিতীয় রাউন্ডের মধ্যেই তিনি ৬ টি গোল নিজের খাতায় যোগ করেছেন।
সবচেয়ে অবাক করা বিষয় হল, হ্যারি কেইনের দেয়া ৬ টি গোলের মধ্যে ৪টি ছিল পেনাল্টির মাধ্যমে। নিজে একটি করেছিলেন তিউনিসিয়ার বিপক্ষে। অন্যদিকে পানামার সাথে ইংল্যান্ডের খেলায় হ্যারি করেন হ্যটট্রিক। এই ম্যাচের একটি গোল হ্যারির লাকের কারনেই ছিল। কারণ হ্যারি নিজে না চাইলেও আচমকা তার পায়ে লাগা বল সোজা আক্রমণ করে পানামার গোলপোস্টে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল বেলজিয়ামের বিপক্ষে। যে খেলায় মাঠে নামেননি হ্যারি কেইন। হয়তো সে ম্যাচে হ্যারির কাছ থেকে আমরা আরও কিছু গোল উপহার পেতাম। পরের খেলায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন হ্যারি কেইন। সে ম্যাচের ডিবক্সের মধ্যে তাকে ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। কেইন নিজেই তখন গোল করেন। ফলে এপর্যন্ত হ্যারির খাতায় ৬টি গোল যোগ হয়েছে।
এখন পর্যন্ত হ্যারিই গোল্ডেন বুট জয়ীদের নামের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন। যদি এই আসরে হ্যারি কেইন সর্বোচ্চ গোল্ডেন বুট জিততে পারেন, তাহলে তিনিই হবেন ইংলিশ টিমের দ্বিতীয় গোল্ডেন বুট জয়ী। এর আগে লিনেকার ১৯৮৬ সালে ইংলিশ টিমের হয়ে প্রথম গোল্ডেন বুট জিতে ছিলেন। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, লিনেকারো ৬ গোল দিয়েই জিতেছিলেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। তার উত্তরসূরি হয়ে হ্যারিও এবার জিততে পারেন গোল্ডেন বুট তথা সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।
গোল্ডেন বুটের এই প্রতিযোগিতায় হ্যারি কেনের পেছেনেই আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং রোমেলু লুকাকু। কিন্তু রোলান্ডোর দল পর্তুগালের বিদায় নেয়ার কারণে রোনালদোর গোল্ডেন বুট পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। অন্যদিকে রোমেলু লুকাকুর দল বেলজিয়াম এবার উঠে এসেছে কোয়ার্টার ফাইনালে আর মুখোমুখি হবে নেইমারের দল শক্তিশালী ব্রাজিলের সাথে।
এজন্য রোমেলু লুকাকুর গোল্ডেন বুট পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি। এছাড়াও এই তালিকায় রয়েছেন উরুগুয়ের সেরা খেলোয়াড় এডিনসন কাভানি, রাশিয়ার আর্তেম জিউবা, ফ্রান্সের কাইলিয়ান এমবাপে, স্পেনের দিয়েগো কস্তা, কলম্বিয়ার ইয়েরি মিনা, রাশিয়ার ডেনিস চেরিশেভ। কিন্তু ইতিমধ্যেই স্পেন বিদায় নেয়ার কারণে দিয়াগো কস্তা এই তালিকায় বাদ। আবার কাভানিও সম্ভবত খেলতে পারবেন না কোয়ার্টার ফাইনালে। ফলে তিনিও বাদ পড়ে যেতে পারেন।
যদি লুকাকুর বেলজিয়াম ব্রাজিলের সাথে হেরে যান অথবা তিনি যদি আর গোল করতে না পারেন তাহলে হ্যারি কেনের এবার সর্বোচ্চ গোল দাতার পুরস্কার গোল্ডেন বুট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
Leave a Reply