মাঝে মাঝেই আমাদের নানা প্রয়োজনে কম্পিউটারের স্ক্রিনে থাকা কোন কিছুর স্ক্রিন শট নিতে হয়। আর কম্পিউটারের স্ক্রিন শট নেয়ার জন্যে কি-বোর্ডে print-screen বা pri-sc নামে একটি কী রয়েছে।
কিন্তু কোন কারণে যদি এই কী-টি কাজ না করে, তাহলে স্ক্রিন শট নেয়ার জন্যে আমাদের বিপাকে পড়তে হয়। এমনকি, অনেকের পক্ষে আর স্ক্রিন শট নেয়া সম্ভবই হয় না। কিন্তু কি-বোর্ডের print-screen কী ছাড়াও কম্পিউটারের স্ক্রিন শট নেয়া যায়।
আসুন, কি-বোর্ড ছাড়া স্ক্রিন শট নেয়ার পদ্ধতিটি শিখে নেই। আপনার কম্পিউটারের সার্চ বারে লিখুন on-screen।
উপরের ছবির মতো কম্পিউটারে থাকা on-screen টুলটি দেখতে পাবেন। এটির উপর ক্লিক করুন, নিচের ছবির মতো একটি ভার্সুয়াল কি-বোর্ড ওপেন হবে।
এবার এই কি-বোর্ডে থাকা PrtScn কী-টিতে ক্লিক করুন। আর তাতেই স্ক্রিন শট নেয়া হয়ে যাবে। এবার Paint কিংবা Photoshop সহ যে কোন ফটো এডিটিং টুলে পেস্ট করে দিন।
Leave a Reply