ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তণ করার চিন্তা করছেন? পাচ্ছেন না পারফেক্ট উপায়টি? কিংবা পেলেও বুঝতে পারছেন না কোথা থেকে কি করতে হবে? কোন সমস্যা নেই, আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তণ করার অপশনটি দেয়াই আছে।
দুষ্টুমি করে হয়তো নিজের নাম গোপণ রেখে অন্য নামে অ্যাকাউন্ট খুলেছেন। ছেলে হয়ে হয়তো মেয়ের নাম কিংবা মেয়ে হয়তো ছেলের নাম দিয়েছেন। এখন হয়তো ভাবছেন, এ ফেস নামটি নিয়ে আর নিজের সাথে নিজের প্রতারণা নয়!
আবার, এমনও হতে পারে, জাস্ট মজা করার জন্যে কোন বন্ধুর নাম দিয়েই অ্যাকাউন্ট খুলেছিলেন। আর এখন বন্ধু বেশ প্যাদানি দিচ্ছে। কিংবা, ফেসবুক আইডি খোলার সময় ভাবুক মনে আসা কোন রোমান্টিক নাম ব্যবহার করেছেন। ভোরের শিশির, রাতের তারা, গোধূলি আকাশ, নীল ধ্রুবতারা কিংবা বাঁধনহারা টাইপের কোন নাম।
এখন বুঝতে পারছেন, ভুল করেছেন কিংবা মনে হচ্ছে নিজের সত্যিকার নামে ফিরে যাওয়াটাই যথাচিৎ হবে। আসলেই তাই, নিজেকে নিয়ে নিজের সাথে কিংবা অন্যদের সাথে নিরন্তর প্রতারণা কখনোই প্রত্যাশিত নয়। তাই, চলুন নামটি পরিবর্তণ করা যাক।
ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তণ করার উপায়
উপায়টি খুবই সহজ। যে কোন ব্রাউজার থেকে প্রথমেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করুন। এরপর ডান পাশের উপরে থাকা ত্রিভুজ চিহ্নটির উপর ক্লিক করে স্ক্রল ডাউন করুন এবং সোজা সেটিংস্ এ চলে যান।
সেটিংস্ এ ক্লিক করেছেন, এখন দেখুন নিচের পেজটির মতো ওপেন হয়েছে। অর্থাৎ এখানকার ডিফল্ট পেজটি হচ্ছে জেনারেল অ্যাকাউন্ট সেটিংস্।
এই পেজে দেখুন নেম, ইউজার নেম, কন্টাক্টসহ নানা তথ্য রয়েছে এবং প্রত্যেকটি তথ্যের ডানপাশে রয়েছে এডিট অপশন। Name বরাবর ডানপাশে Edit শব্দটির ওপর ক্লিক করুন। আর তাতেই দেখবেন নেম এডিট করার অপশন চলে এসেছে নিচের ছবিটির মতো।
এবার আপনি যে নাম দিতে চাইছেন, সেটি দিয়ে দিন। আপনার ঠিক করা নামটি যদি ৩ শব্দের হয়, তবে ৩ ঘরেই নামের ৩টি শব্দ টাইপ করে দিন। যেমন, আপনার নাম যদি হয় Farzana Akter Bithi, তাহলে First Name এর ঘরে লিখুন Farzan, Middle Name এর ঘরে লিখুন Akter আর Surname এর ঘরে লিখুন Bithi। Surname হচ্ছে নামের পদবী বা উপাধি যেটা হতে পারে আপনার ডাক নাম।
আর আপনার নাম যদি দুই শব্দে দিতে চান, তবে প্রথম শব্দ লিখুন First Name এর ঘরে আর ২য় শব্দ লিখুন Surname এর ঘরে। Middle Name এর ঘরে কিছু লিখতে হবে না, এটি ফাঁকা থাকবে।
আপনার নাম লেখা শেষ হয়ে গেলে নিচের Review Change লেখা নীল বাটনের উপর ক্লিক করুন। ব্যস্, এখন থেকে আপনার আগের নামটি আর শো করবে না, নতুন নামেই আপনি ফেসবুকিং করতে পারবেন। হ্যাপি ফেসবুকিং।
Leave a Reply