ছেলেরা যত সহজে মেয়েদের তাদের মনের কথা খুলে বলেন, মেয়েদের জন্য বিষয়টা ততটা সহজ হয় না। এর প্রথম কারণ হলো মেয়েদের লাজুক স্বভাব। মেয়েরা সহজে তাদের মনের কথা কাউকে বলতে চায় না। আর সেটা যদি প্রেম সম্পর্কিত কিছু হয়, তাহলে লজ্জার পরিমাণটা যেন আকাশচুম্বি হয়ে ওঠে।
দ্বিতীয় কারণটি হলো সামাজিক প্রতিবন্ধকতা। মেয়েরা পারিবারিক ও সামাজিক যে পরিবেশে লালিত পালিত হয়, সেখানে এ ধরনের সম্পর্ককে সহজে মেনে নেওয়ার মত মানসিকতা এখনো আমাদের দেশে তৈরী হয় নি। আর তৃতীয়টি হলো অনিশ্চয়তা। সে যাকে ভালোবাসে, কোন কারণে যদি তার দ্বারা প্রত্যাখ্যাত হয়, তাহলে তারা প্রচন্ডভাবে মানসিক আঘাতপ্রাপ্ত হয়।
ফলে এসব দিক বিবেচনা করে মেয়েরা সাধারণত এসব বিষয়ে অগ্রসর হতে চায় না। তবে, কিছু সাইকোলোজিক্যাল ট্রিকস্ আছে যা ব্যবহার করে মুখে বলা ছাড়াই যে কাউকে প্রেমে পড়তে বাধ্য করা যেতে পারে। তবে, এগুলো যে সব সময়, সব পরিস্থিতিতে কাজ করবে, এমন নয়। তার উপর ছেলেরা পারলেও, মেয়েরা সব সময়, সবকিছু করতে পারে না আর ভালবাসার প্রকাশ তো বেশ দূরের ব্যাপার।
ভালোবাসা প্রকাশ করা একটি মেয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। কাউকে যদি একবার তাদের ভালো লেগে যায়, তাহলে তার কথা দিন-রাত চিন্তা করা এবং কিভাবে তাকে মনের কথা বলা যায় বা বুঝানো যায় যে সে তাকে ভালোবাসে, এসব বিষয়ে মেয়েরা ভাবতে শুরু করে।
কিন্তু অনেক ক্ষেত্রেই এসব চিন্তা ভাবনার ফলাফল শূণ্য হয়ে দাঁড়ায় শুধুমাত্র উপরের কারণগুলির জন্য। তাই চলুন কিভাবে আপনার প্রিয় মানুষটিকে ভালোবাসার কথা জানাবেন সেটি জেনে নেওয়া যাক-
জেনে নিন ছেলেটি সিঙ্গেল কিনা:
আজকের দিনে সিঙ্গেল ছেলে পাওয়া সত্যিই অনেক কঠিন ব্যাপার। কারণ, ছেলের যৌবনে পদার্পণ করতে না করতেই কারো না কারো প্রেমে পড়ে যায়। তাই, কোন ছেলের প্রেমে পড়ার আগে এ লক্ষণগুলো দেখে বুঝে নিন ছেলেটি এখনো সিঙ্গেল কিনা, না কি অন্য কারো প্রেমে হাবুডুবু খাচ্ছে।
সঠিক সময়ের অপেক্ষা করুন:
আপনার প্রিয় মানুষটিকে ভ্যালেন্টাইনস ডে’র দিন ভালোবাসার কথা জানালে কেমন হয়! আপনার মনের কথা তকে জানানোর জন্য অবশ্যই একটি উপযুক্ত দিন নির্বাচন করতে হবে। এর ফলে তাকে কথাটি বলা আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। ১৪ই ফেব্রুয়ারী ছাড়াও অন্য যে কোন বিশেষ দিন যেমন তার জন্মদিন, নিউ ইয়ার ইত্যাদি সময়ে আপনি তার সাথে এ বিষয়ে কথা বলতে পারেন।
উপযুক্ত স্থান বেছে নিন:
ছেলেরা প্রচুর পরিমাণে আবেগী হয়ে থাকে। তাকে ভালোবাসার কথা জানানোর জন্য নিরিবিলি কোন স্থান নির্বাচন করুন। এমন কোন স্থান নির্বাচন করবেন না যেখানে অনেক বেশি মানুষ যাতায়াত করে, এতে আপনার কথার প্রতি তার মনোযোগ আসবে না। আর এ কারণেই শপিং মল, কফি শপ, মুভি থিয়েটার এ ধরনের কথা বলার উপযুক্ত স্থান নয়। ব্যক্তিগতভাবে আমার মনে হয় কোন পার্ক, বাগান, নদীর কিনারা এ ধরনের কোন জায়গা বেছে নেওয়াই ভাল।
দিনটিকে স্মরণীয় করে তুলুন:
আপনি কিভাবে তাকে ভালোবাসার কথা জানাবেন এটা তার কাছে অনেক বেশি গুরুত্ব বহন করে। আর সে আপনারে কি উত্তর দেবে এটাও অনেকাংশেই এর উপরেই নির্ভর করে। তাই যাই করুন, সময়টি যেন তার কাছে স্মরণীয় হয়ে থাকে এমন কিছু করুন। তার জন্য আপনাকে আংটি নিয়ে হাঁটু গেড়ে বসে আই লাভ ইউ বলতে হবে না। শুধু এমন কিছু করুন যা আপনাদের দু’জনের কাছেই ভালো লাগবে।
আপনার মনের কথা বলুন:
তাকে প্রশ্ন করার আগে নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন। তাকে এটা বলুন যে, তার সম্পূর্ণ মনোযোগ আপনার প্রয়োজন। কারণ আপনি তাকে অনেক গুরুত্বপূর্ণ কিছু বলতে চান। তাকে মানসিকভাবে কথাটি গ্রহণ করার জন্য প্রস্তুত করে তুলুন এবং উপযুক্ত সময় বুঝে কথাটি বলে ফেলুন।
আপনি তাকে ভালোবাসেন এটা তাকে জানান। আপনি কেন তাকে ভালোবাসেন সেটিও বুঝিয়ে বলুন। এরপর আপনার সম্পর্কে তার মনোভাব সম্পর্কে জানতে চান। এখন প্রশ্ন হলো সব ক্ষেত্রেই সাথে সাথে উত্তর পাওয়ার আশা করবেন না বা তাকে আপনার কথায় সম্মতি জ্ঞাপনের জন্য জোর করবেন না। যদি সে চায়, তাহলে আপনি যা বলেছেন সেটি নিয়ে তাকে চিন্তা করার সময় দিন।
খারাপ খবরের জন্য নিজেকে প্রস্তুত রাখুন:
তাকে ভালোবাসার কথাটি জানানোর পর খারাপ কিছুর জন্যে মানসিক ভাবে প্রস্তুতি নিন। আপনাকে বুঝতে হবে যে তারও ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা রয়েছে। আপনি তাকে ভালোবাসেন বলেই সে আপনাকে ভালোবাসতে বাধ্য নয়। সেই যাই সিদ্ধান্ত নিক সেটির সম্মান করুন। যদি সেও আপনাকে ভালোবেসে থাকে, তাহলে যে কোন মূল্যেই সে আপনার। আর না হলে ভাগ্যকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যান। হয়তো তার চেয়েও ভালো কেউ আপনার জন্য অপেক্ষা করছে।
আপনি যদি কাউকে বোঝাতে চান যে সে আপনার জন্য বিশেষ একজন, তাহলে সরাসরি তাকে খুলে বলুন। বিশ্বাস করুন, সে এটিই আপনার কাছ থেকে আশা করেন। আপনি চাইলে তাকে অনেক দামী উপহার দিয়ে সারপ্রাইজ দিতে পারেন। ইচ্ছা করলে গিফট এর সাথেও আপনার মনের কথা লিখে পাঠাতে পারেন। কিন্তু একটি ছেলের কাছে যে কোন মূল্যবান গিফট এর চাইতে এটিই গুরুত্ব রাখে যে, তাকে এমন কেউ ভালোবাসুক যে তাকে প্রকৃতভাবে বোঝে।
আজকের দিনে একটি মেয়ের কাছে কোন ছেলেকে তার ভালোবাসার কথা জানানোর সবচেয়ে বড় সংকোচের কারণ হচ্ছে ভুল মানুষকে বেছে নেওয়ার আশংকা। কারণ, কিছু ছেলে আছে যাদের সাথে সম্পর্কে জড়ানোর ব্যাপারে মেয়েরা সাবধান থাকতে চায়। আর মেয়েরা সহজেই তাদের ভালবাসার মানুষকে মনের কথা খুলে বলতে পারে না। তাছাড়া, প্রচলিত ধারায় সবাই এটাই বিশ্বাস করে যে ভালোবাসার কথা প্রথমে জানানোটা পুরুষের দায়িত্ব।
এটা একবিংশ শতাব্দি, যেখানে নারী এবং পুরুষ সব কাজেই সমান দায়িত্ব বহন করে। তাই পরিস্থিতি এখন আর আগের মত নয়। একটি মেয়ে যদি কোন ছেলেকে তার মনের কথা জানায়, হয়তো কিছু মানুষের কাছে সেটা ভালো নাও লাগতে পারে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে, যে কোন মেয়েরই তার মনের কথা ভালোবাসার মানুষকে বলার পূর্ণ অধিকার রয়েছে।
একই সাথে ছেলেদেরও তাদের পছন্দের কাউকে ভালোবাসার অধিকার রয়েছে। আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে পেয়ে যান, তাহলে নিঃসন্দেহে আপনি ভাগ্যবতী। আর যদি নাই পান, তাহলে মন খারাপ করার মত কিছু নেই। জীবনে চলার পথে এমন অনেক কিছুই হয়ে থাকে। নিজেকে সামলে নিন। সামনে আরো অনেক ভালো কিছু রয়েছে।
Leave a Reply