কম দামে ল্যাপটপ ব্যাগ প্রয়োজন? তাহলে, আপনি ঠিক জায়গায়তেই এসেছেন যেখানে অল্প দামে এ রকম কিছু ব্যাগের সন্ধ্যান পাবেন। আর এ ছোট্ট তালিকা থেকে আপনি ঠিক মনের মতো একটি ল্যাপটপ ব্যাগ বাছাই করে নিতে পারবেন।
সাধারণত মানুষ ল্যাপটপ কিনে এর পোর্টেবিলিটির জন্য। এখন স্বাভাবিকভাবেই যে কোন জায়গায় শুধুমাত্র হাতে করে ল্যাপটপ নিয়ে যাওয়া সম্ভব না। কেননা ল্যাপটপের পাশাপাশি অনেক আনুষঙ্গিক জিনিসপত্র যেমন চার্জার, হেডফোন, মাউস কিংবা এক্সটারনাল কিবোর্ড নেওয়ার প্রয়োজন হয়। আর এসব ঝামেলা দূর করার জন্য প্রয়োজন হয় একটি সুন্দর স্টাইলিশ ল্যাপটপ ব্যাগের।
বাজারে এখন বিভিন্ন দামের, বিভিন্ন স্টাইলের ল্যাপটপ ব্যাগ পাওয়া যায়। তবে বিপত্তি বাঁধে কম দামে ভালো মানের ল্যাপটপ ব্যাগ বাছাই করা নিয়ে। তাই আজকে আমি এসেছি আপনাদেরকে কম দামের মধ্যে ভালো মানের কিছু ল্যাপটপ ব্যাগ নিয়ে আলোচনা করতে।
কম দামে ল্যাপটপ ব্যাগ
ব্যাগ নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার চাহিদা সম্পর্কে নিশ্চিত হতে হবে। অর্থাৎ আপনার কি ধরনের ব্যাগ প্রয়োজন? আপনি কি শুধু ল্যাপটপের জন্য ব্যাগ কিনতে চাচ্ছেন? নাকি অন্য কোন কাজের জন্য কিনতে চাচ্ছেন? সেই বিষয়গুলোকে অবশ্যই গুরুত্ব দিতে হবে।
১. American Tourister Mod Dark Grey Laptop Backpack
- দাম: ৩,৪০০ টাকা
আমেরিকান ট্যুরিস্টার ব্রান্ডের এই ল্যাপটপ ব্যাগটি ফেব্রিকের এবং রংয়ের দিক দিয়ে ডার্ক গ্রে। ব্যাগটি ২ টি অংশে বিভক্ত ফলে আপনার ল্যাপটপ রাখাটা খুব একটা অসুবিধার হবে না। ৩১ সেন্টিমিটার প্রস্থ এবং ৪৩ সেন্টিমিটার দৈর্ঘ্যের যে কোনো কিছু অনায়াসে আপনার এই ব্যাগে রাখতে পারবেন।
ব্যাগটি যদিও হালকা বৃষ্টির পানি সহ্য করতে পারবে, তবে ব্যাগটি পুরোপুরি পানি প্রতিরোধ করতে সক্ষম নয়। তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। মজার ব্যাপার হচ্ছে, এই ব্যাগটির সাথে আপনি পাবেন ১ বছরের ওয়ারেন্টি।
২. KINGSOONS 15“ Anti-Theft Laptop Backpack (Dark Gray)
- দাম: ৩,২০০ টাকা
টাইটেলের মধ্যেই দেখতে পাচ্ছেন ব্যাগটি অ্যান্টি থেফটG তাই ল্যাপটপ ব্যাগ হিসাবে এটা বেশ আদর্শ ব্যাগ বলা যায়। ডিজাইনের দিক দিয়েও এটা বেশ আকর্ষণীয় এবং সুন্দর। অ্যান্টি থেফট হওয়ার সুবাদে এর সাথে আছে একটি এক্সটারনাল ইউএসবি চার্জিং পোর্ট। ফলে পাওয়ার ব্যাংক কিংবা ল্যাপটপ থেকে অনায়াসে আপনার ফোন চার্জ করতে পারবেন।
আরও মজার ব্যাপার হচ্ছে এর বেল্টগুলো এমনভাবে দেয়া হয়েছে যার ফলে দীর্ঘক্ষণ কাঁধে ব্যাগ রাখলেও আপনার কাঁধ ব্যথা করবে না।
১৫.৬ কিংবা ১৩.৩ ইঞ্চি ল্যাপটপ, আইপড, ট্যাব রাখতে পারবেন। এর মধ্যে রয়েছে ছোট খাট গ্যাজেট রাখার আলাদা পকেট যেমন পাওয়ার ব্যাংক, মোবাইল, ক্যামেরা ইত্যাদি।
এছাড়া সানগ্লাস রাখার জন্যেও আলাদা পকেট রাখা হয়েছে। আর জামা কাপড় কিংবা বই খাতা রাখার জায়গাও রাখা হয়েছে। ল্যাপটপ ব্যাগের পাশাপাশি আপনি এটাকে ট্রাভেল ব্যাগ হিসাবেও ব্যবহার করতে পারবেন।
৩. Laptop Bag For Man By Fastrack
- দাম: ৩,০০০ টাকা
ফাস্ট্র্যাক বেশ জনপ্রিয় একটি ব্রান্ড। দুর্দান্ত এবং স্টাইলিশ এই ল্যাপটপ ব্যাগটি পলিয়েস্টারের তৈরি। যার রাফ ব্যবহার করবেন, তাদের জন্য এই ব্যাগ উত্তম বিকল্প হতে পারে। কেননা এটা পানি প্রতিরোধ করতে সক্ষম। পিঠের অংশে রয়েছে ফোম। ফলে এটা কাঁধে নিলেও বেশ আরামদায়ক হবে।
ল্যাপটপ কিংবা অন্য যে কোনো কিছু রাখার জন্য আলাদা আলাদা পকেট রয়েছে। যদিও এই ব্যাগটি ২টি প্রধান অংশে বিদ্যমান। তবে আপনার বোতল রাখার জন্য, পাসপোর্ট কিংবা গুরুত্বপূর্ণ কোন কিছু দ্রুত ব্যবহারের জন্য এর বাহিরে পকেট রয়েছে। তাই এই ব্যাগটিকেও আপনি ল্যাপটপ ব্যাগের পাশাপাশি ট্রাভেল ব্যাগ হিসাবে ব্যবহার করতে পারবেন। এই ব্যাগটির সাথে আপনি পাবেন ১ বছরের ওয়ারেন্টি।
৪. Anti-Theft Multifunctional Laptop Backpack
- দাম: ১,৬০০ টাকা
কম দামের মধ্যে যদি আপনি কোন অ্যান্টি থেফট এবং ল্যাপটপ ব্যাগ খুঁজে থাকেন তবে এই ব্যাগটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। ব্যাগটি দামে কম হলেও সুবিধার দিক দিয়ে অনেক এগিয়ে। এই ব্যাগটিতেও আপনি এক্সটারনাল ইউএসবি পোর্ট পাবেন।
মোটামুটি ওয়াটার প্রুফ বলা যায় যা কিনা আপনি অনেক দামের ব্যাগেও পাবেন না। ব্যাগটি আপনি ল্যাপটপ ব্যাগের পাশাপাশি ট্রাভেল ব্যাগ হিসাবেও ব্যবহার করতে পারেন। ব্যাগটি আপনি কাল, ধূসর এবং গাঢ় নীল এই তিনটি রঙয়ের পাবেন।
৫. Laptop Bag- 15.6 Inch, Black
- দাম: ৯৯০ টাকা
উপরে উল্লেখিত ৪টি ব্যাগ থেকে এটার ডিজাইন এবং স্টাইল সম্পূর্ণ আলাদা হলেও সুবিধার দিক দিয়ে এটার সাথে অন্য গুলোর খুব একটা তফাৎ নেই।
এই ব্যাগেও আপনি ১৫.৬ ইঞ্চি সাইজের ল্যাপটপ কিংবা নোটবুক রাখতে পারবেন। মজার ব্যাপার হলো এর মধ্যে রয়েছে এক্সটারনাল হেডফোন পোর্ট ফলে সহজেই গান শুনতে পারবেন। ব্যাগটি পলিস্টারের তৈরি এবং ওজনের দিক দিয়েও বেশ হালকা।
শেষ কথা
এই ছিল আজকে কম দামের সেরা ৫টি ল্যাপটপ ব্যাগের তালিকা। যদিও এখানে ল্যাপটপ ব্যাগ উল্লেখ করা হয়েছে তবে আপনি এসব ব্যাগ ট্রাভেল, অফিস কিংবা অন্য কাজেও ব্যবহার করতে পারবেন।
Leave a Reply