এই ধরনের প্রশ্ন প্রায়ই জিজ্ঞেস করা হয়, কিন্ত দুর্ভাগ্যবশত: এর কোন সহজ ও সঠিক উত্তর নেই। কিছু কারণ বিবেচনা করা যায়- যেমন আপনার কম্পিউটার কত পাওয়ার টানে বা আপনার বিদ্যুত বিল কিলোওয়াট ঘন্টায় কত। কিংবা আপনার সব সময় কম্পিউটার-এ বসা প্রয়োজন কিনা এবং এ রকম আরো অনেক কিছু । মূলত: কম্পিউটার কত সময় পর পর বন্ধ করা উচিৎ তা আপনার অভিরুচির ওপর নির্ভরশীল। তবে জেনে রাখুন কিছু জিনিস যা আপনি বিবেচনা করতে পারেন-
কম্পিউটারের বিদ্যুত বিল
একদম বেসিক লেভেল থেকে, একটা এভারেজ কম্পিউটার ৩৫০ ওয়াট বা ০.৩৫ কিলোওয়াট/ঘন্টা (মনিটর সহ) বিদ্যুত টানে। আপনাকে আগে জানতে হবে আপনার এলাকায় বিদ্যুত বিলের হিসেব কত , এর পর সেটা থেকে ক্যাল্কুলেট করে আপনি সহজেই বিল বের করে নিতে পারেন।
আপনার এলাকায় বছর ভেদে বিদ্যুত বিল উঠা নামা করতে পারে। কিন্তু যদি আপনি ধরে নেন আপনার বিদ্যুত বিল পার কিলোওয়াট ঘন্টায় ২ টাকা করে, তাহলে সারাদিন আপনার কম্পিউটার চললে আপনার মাস শেষে বিদ্যুত বিল আসবে ১৪৪০ টাকা। তাই আপনি যদি বিদ্যুত বিল বাঁচাতে চান, তবে আপনার কম্পিউটারকে একটা নির্দিষ্ট সময় ধরে বন্ধ রাখুন ।
কম্পিউটারের যন্ত্রাংশের ক্ষয়
কম্পিউটার এর যন্ত্রাংশগুলো সর্বোচ্চ টেকসই এবং অনেক বছর টিকানোর জন্য ডিজাইন করা হয়ে থাকে। কিন্তু প্রত্যেক যন্ত্রের মতই নাড়া-চাড়া করার কারণে এক সময় যন্ত্রাংশগুলো ভেঙ্গে যায়। একটি পিসিতে কুলিং ফ্যান (পাওয়ার সাপ্লাই এবং পিসির জন্য) হচ্ছে প্রাথমিক একটি যন্ত্র। আর এ যন্ত্রটি কম্পিউটার বন্ধ না করা পর্যন্ত অবিরাম চলে।
যদি কম্পিউটার স্লিপ মুডে থাকে অথবা অনেকগুলো প্রোগ্রাম যদি এক সাথে রান না করা হয়ে থাকে, তাহলে কম্পিউটার ফ্যানের কঠোর পরিশ্রম করা লাগে না। যদিও পাওয়ার অন থাকে কিন্তু একসময় এটি নিঃশেষ হয়ে যায় এবং পুনরায় রিপেয়ার বা রিপ্লেস করতে হয়। হার্ড ড্রাইভও এভাবে ঘুরতে থাকে, যখন কম্পিউটার কাজ না করে এবং অবশেষে এটাও দূর্বল হয়ে যেতে পারে।
একাধিক প্রক্রিয়া
আপনি যদি আপনার কম্পিউটার সব সময়ের জন্য ছেড়ে রাখেন, কিছু না করলেও এটা একাধিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে থাকে। যদিও আপনি কোন কম্পিউটার প্রোগ্রাম চালু করে না রাখেন, তবুও নেপথ্যে এটির কিছু প্রোগ্রাম ঠিকই কাজ করে। আর বেশিক্ষণ কোন কারণ ছাড়া কম্পিউটার ছেড়ে রাখলে ধীরে ধীরে নানা রকম এরর তৈরী হতে থাকে। এররগুলোর কারণ হয় কম্পিউটার ক্র্যাশ, কম্পিউটার প্রোগ্রামগুলো ফ্রিজড হয়ে যাওয়া এবং অপারেটিং সিস্টেমগুলোর ল্যাগ ইত্যাদি।
আপনার কম্পিউটার আপনি যদি প্রয়োজন ব্যতীত বন্ধ করে রাখেন, এটা আপনাকে দীর্ঘ সময় ভালো পারফর্মেন্স দেয়ার নিশ্চয়তা দেবে। যেমন আপনার কম্পিউটার এন্টিভাইরাস বা ম্যালওয়ার সফটওয়ার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে নিরাপত্তা দেয় ।
পরিশেষে বলা যায়, বিদ্যুত বিল বাঁচাতে এবং কম্পিউটার দীর্ঘ সময় ব্যবহারের জন্য আপনার প্রয়োজন ব্যতীত আপনার কম্পিউটার বন্ধ রাখাই ভাল।
Leave a Reply