কোনও কারণে যদি আপনার কম্পিউটারের হার্ডডিস্ক ব্যতীত অন্য সব হার্ডওয়্যার নষ্ট হয়ে যায়, তবে হার্ডডিস্ককে ইউএসবি বানিয়ে নিতে পারেন সহজেই। অথবা, আপনার যদি একটি পুরোনো হার্ডডিস্ক থেকে থাকে, তাহলেও আপনি পুরোনো হার্ডডিস্ককে ইউএসবি ড্রাইভ হিসেবে বানিয়ে নিতে পারেন। অর্থাৎ আপনার কাছে থাকা যে কোন HDD কে USB হিসেবে ব্যবহার করতে পারেন।
ইউএসবি ড্রাইভ বা এক্সটার্নাল হার্ডডিস্ক তৈরি করে আপনি প্রয়োজনীয় সব ডাটা এতে সংরক্ষণ করতে পারবেন। কিংবা যদি আপনার দুটি বা তার অধিক হার্ডডিস্ক থেকে থাকে, তাহলে জেনে নিন পুরোনো হার্ডডিস্কটিকে কিভাবে ইউএসবি-তে রূপান্তর করবেন।
HDD কে USB বানাবেন যেভাবে
একটি নতুন এক্সটার্নাল হার্ডডিস্ক ড্রাইভ কিনে অর্থ ব্যয় করার চেয়ে যদি একটি পুরাতন হার্ডডিস্ককে ইউএসবি ড্রাইভ তৈরি করতে পারেন, তাহলে নিশ্চয়ই আর্থিক সাশ্রয় হয়। তবে হ্যাঁ, যে হার্ডডিস্ককে ইউএসবি করতে চান সেটি অবশ্যই ভালো হতে হবে।
যেমন : পুরাতন ডেক্সটপ/ল্যাপটপের হার্ডডিস্ক হলেই হবে। যদি আপনার কাছে একটি সচল এবং পুরানো হার্ডডিস্ক থাকে তবে আপনি সেটিকেই ব্যবহার করতে পারেন। তাছাড়া একটি নতুন এক্সটার্নাল হার্ডডিস্কের দামও তুলনামূলকভাবে অনেক বেশি। আপনি একটি নতুন হার্ডডিস্ক কিনেও এই কাজটি খুব সহজে করতে পারবেন।
পুরাতন হার্ডডিস্ককে ইউএসবি তৈরি করার পূর্বে কয়েকটি বিষয় খেয়াল রাখা অত্যন্ত জরুরী। যেমন : হার্ডডিস্কটি ডেক্সটপের নাকি ল্যাপটপের, হার্ডডিস্কর সাইজ, হার্ডডিস্কটি PATA নাকি SATA। এর ফলে আপনার কাজটি করতে সুবিধা হবে। হার্ডডিস্ক PATA এবং SATA দুটি ভাগে বিভক্ত।
PATA বা IDE হার্ডডিস্কটি অনেক আগের এবং সাম্প্রতিক সময়ের SATA. PATA হার্ডডিস্কে অনেকগুলো পিন দেখতে পাবেন। অপরদিকে SATA হার্ডডিস্কে দুটি ফ্ল্যাট ট্যাব দেখতে পাবেন। এর গঠনও দুই প্রকার। একটি ৩.৫ ইঞ্চির বা ডেক্সটপের জন্য এবং অপরটি ২.৫ ইঞ্চি বা ল্যাপটপের জন্য।
হার্ডডিস্ককে ইউএসবিতে রূপান্তর করতে হলে আপনার লাগবে একটি এক্সটার্নাল হার্ডডিস্ক কেস। এক্সটার্নাল হার্ডডিস্ক কেসটি কিনতে পারেন নিকটবর্তী কম্পিউটার এক্সেসরিজ দোকান থেকে বা কেসটি কিনে নিতে পারেন এখান থেকে (USB 3.0) – HDD Enclosure 1, HDD Enclosure 2 অথবা, USB 2.0 এর জন্য অ্যামাজন থেকে অর্ডার করতে পারেন – USB 2.0 SATA.
অবশ্যই খেয়াল রাখতে হবে যে, ডেক্সটপের ৩.৫ ইঞ্চির হার্ডডিস্কের জন্য অবশ্যই বাড়তি পাওয়ার লাগবে। যা অ্যাডাপটার থেকে দিতে হবে। তবে ল্যাপটপের ২.৫ ইঞ্চির হার্ডডিস্কটি শুধুমাত্র এক্সটার্নাল কেস-এ সেট করে ইউএসবির মাধ্যমে সরাসরি ব্যবহার করতে পারবেন বাড়তি পাওয়ার ছাড়াই। হার্ডডিস্ককে যেভাবে এক্সটার্নাল হার্ডডিস্ক বানাবেন তা দেখে নিতে পারেন নিচের বাটনে ক্লিক করে।
আমরা এখনো অনেকে নতুন মডেলের কম্পিউটার কেনার সময় খেয়াল না করে USB 2.0 পোর্ট লাগিয়ে নিই। সেক্ষেত্রে, কম্পিউটারে USB 3.0 সাপোর্ট করে। আবার অনেকেই কমদামে নতুন ইন্টারনাল USB 3.0 হার্ডডিস্ক কিনে ইউএসবি হিসেবে ব্যবহার করতে চান। তারা নিচের তথ্যগুলো খেয়াল করুন :
যদি আপনার কম্পিউটারটি ডেক্সটপ হয়
আপনার কম্পিউটারটি যদি ডেক্সটপ হয় এবং ইউএসবি ২.০ হয় তবে PCI Express (PCIe) স্লটের মাধ্যমে USB 3.0 অ্যাডাপটার কার্ডটি যোগ করতে পারবেন সহজেই। আপনি যে-কোনো কম্পিউটারের দোকান থেকে কার্ডটি কিনতে পারবেন। অথবা কার্ডটি এখান থেকে কিনে নিতে পারেন –PCI-E to USB 3.0.
তবে আপনার কম্পিউটারটিতে ইউএসবি ৩.০ অ্যাডাপটার কার্ডটি লাগালে কোনো সমস্যা হবে কিনা তা অবশ্যই জেনে নিবেন। কম্পিউটার টেকনিশিয়ানদের কাছ থেকে আপনার মাদারবোর্ডের মডেল নাম্বার বলে কিংবা গুগলে আপনার মাদারবোর্ড ও মডেল নম্বর দিয়ে সার্চ করে এটা জেনে নিতে পারেন। কিভাবে ডেক্সটপে USB 3.0 PCIe স্লট অ্যাড করবেন তা দেখতে নিচের বাটনে ক্লি করুন।
যদি আপনার কম্পিউটারটি ল্যাপটপ হয়
যদি আপনার কম্পিউটারটি ল্যাপটপ হয় তবে চিন্তার কোনো কারণ নেই। ল্যাপটপে ইন্টারনাল PCI Express কার্ড ইনস্টল করতে না পারলেও আপনি এক্সটার্নাল ইউএসবি ৩.০ অ্যাডাপটার (external USB 3.0 Express Card adapter) ব্যবহার করতে পারবেন। আপনি কম্পিউটার এক্সেসরিজের দোকান থেকে অথবা এখানে অর্ডার করে কার্ডটি কিনতে পারেন – USB 3.0 express card. কিভাবে ল্যাপটপে USB 3.0 Express Card অ্যাড করবেন তা দেখতে নিচের বাটনে ক্লি করুন।
উপরের দুইটি নিয়ম শুধুমাত্র ডেক্সটপ এবং ল্যাপটপে যদি USB 3.0 এক্সটার্নাল হার্ডডিস্ক ব্যবহার করতে চান তবেই। কিন্তু যদি আপনার হার্ডডিস্কটি USB 2.0 সাপোর্টেড হয়, তাহলে এর কোনো প্রয়োজন নেই। ভালো স্পিড পাবার আশায় তখন USB 3.0 অ্যাডাপটার কিনে ফালতু খরচ করার দরকার নেই। শুধুমাত্র একটি এক্সটার্নাল কেস কিনে নিয়েই হার্ডডিস্কটি ইউএসবি হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এই কেসটির দাম ১,৫০০ থেকে ২,০০০ টাকা বা তার কমেও পেয়ে যেতে পারেন। বর্তমানে PATA হার্ডডিস্ক ড্রাইভ পাওয়া যায় না বললেই চলে। সুতরাং, PATA ড্রাইভের কেসটির জন্য নিকটস্থ কম্পিউটারের দোকানে খোঁজ নিয়ে দেখতে পারেন।
আশাকরি উপরের নিয়মগুলো মেনে হার্ডডিস্ককে ইউএসবি বানিয়ে ব্যবহার করতে পারবেন। HDD কে USB বানাতে গিয়ে কোন সমস্যায় পড়লে কিংবা কোনো প্রশ্ন থাকলে তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।
Leave a Reply