আর মাত্র ৩২ দিনের মতোই আবেদন করার সুযোগ রয়েছে কমনওয়েলথ পিএইচডি ফুল স্কলারশিপ ২০১৯ এর। যারা পিএইচডির জন্য বিদেশে যেতে চান তাদের জন্য কমনওয়েলথ পিএইচডি ফুল স্কলারশিপ বিরাট একটি সুযোগ। এই স্কলারশিপের মাধ্যমে ব্রিটেনের যেকোন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থাকবে।
প্রতিভাবানরা যাতে নিজেদের মেধাকে কাজে লাগাতে এবং এবং বিশ্ব পর্যায়ে নিজেদের ভূমিকা রাখতে পারে সেজন্যই মূলত কমনওয়েলথ এই স্কলারশিপের ব্যবস্থা করে থাকে। প্রতিবছরের ন্যায় এই বছরেও কমওয়েলথ পিএইচডি পড়ার জন্য ফুল স্কলারশিপ দিচ্ছে।
তাহলে চলুন বিস্তারিত জেনে নেয়া যাক কমনওয়েলথের পিএইচডি ফুল স্কলারশিপ সম্পর্কে।
কমনওয়েলথের পিএইচডি ফুল স্কলারশিপ
এই স্কলারশিপের আন্ডারে মোট ৬ টি বিভাগে পড়ার সুযোগ দেয়া হবেঃ
- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে।
- স্বাস্থ্য বিষয়ে উন্নয়ন নিয়ে।
- গ্লোবালি বিকাশ ও উন্নয়ন।
- সংকট মোকাবেলায় স্থিতিশীল অবস্থা তৈরীতে সুযোগ সুবিধা বিষয়ে।
আবেদন করার যোগ্যতা
এই স্কলারশিপ অর্জন করতে চাইলে যেসব যোগ্যতা আপনার থাকতে হবে তা হলঃ
- আমরা জানি কমনওয়েলথ মূলত ব্রিটিশ উপনিবেশ দেশসমূহ নিয়েই গঠিত। তাই স্কলারশিপ পেতে হলে আপনাকে অবশ্যই কমনওয়েলথের সদস্য দেশগুলোর যেকোন একটির নাগরিক হতে হবে, অথবা আপনাকে সদস্য দেশসমূহর স্বীকৃত শরনার্থী হতে হবে। এছাড়াও ব্রিটিশ সরকার কতৃক আশ্রিত নাগরিক হতে হবে।
- শুধুমাত্র কমনওয়েলথ দেশগুলোর নাগরিক হলেই হবে না। আপনাকে অবশ্যই স্থায়ী নাগরিক হতে হবে।
- দেশের সব কাজ শেষ করে আপনাকে অবশ্যই ২০১৯ সালের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসের শুরু থেকে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক গবেষণা কাজ শুরু করতে হবে।
- আপনার একাডেমিক বছর শুরু শুরু হবে সেপ্টেম্বর অথবা ২০১৯ থেকে। তাই এর আগে কোনভাবেই ব্রিটেনের অন্য কোন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি, এম পিল বিষয়ে আপনার নাম থাকা যাবে না বা ভর্তি হওয়া যাবে না।
- এমনকি ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ইয়ার শুরু হওয়ার আগে আপনার দেশের কোন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অথবা এমফিল শুরু করা যাবে না, এবং নিবন্ধন করাও যাবে না।
- এই স্কলারশিপ ছাড়া আপনি যদি ব্রিটেনের পড়ার কোন আর্থিক সামর্থ্য না রাখেন তাহলেই এই স্কলারশিপ নেয়ার জন্য আপনি যোগ্য বলে গন্য হবেন।
যে সব দেশের নাগরিকরা স্কলারশিপের আবেদন করতে পারবেন
বাংলাদেশ, বেলিজ, বতসোয়ানা, ক্যামেরুন, ডোমিনিকা, এসওয়াটিনি, ফিজি, গম্বিয়া, ঘানা, ভারত, গ্রেনাডা, মালেশিয়া, গায়ানা, জ্যামাইকা, কেনিয়া, জম্বিয়া, উগান্ডা, টুভালু, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, নাউরু, নামিবিয়া, মোজাম্বিক, পাকিস্তান, পাপুয়া নিউ গিনি, রুয়ান্ডা, স্মোয়া, সিয়েরা লিওন, সলোমন দ্বীপপুঞ্জ, শ্রীলঙ্কা, সেন্ট হেলেনা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট।
যে সব ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ আছে
কমনওয়েলথ স্কলারশিপের মাধ্যমে যে সব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে তার ওয়েবসাইট লিংক সহ দেয়া হলঃ
- Aberystwyth University
- Aston University
- Bangor University
- Bath Spa University Birkbeck
- University of London
- Birmingham City University
- Brunel University London
- Cardiff University City
- Coventry University
- Cranfield University
আবেদনের শর্তাবলী
আবেদনকারীকে অবশ্যই কমনওয়েলথের কিছু নিয়ম মেনে আবেদন করতে হবে। তাই আবেদ করার পূর্বে এসব নিয়ম ভালভাবে পড়ে তারপর আবেদন করা উচিত। বিস্তারিত তাদের ওয়েবসাইটে দেয়া আছে।
যোগ্য প্রার্থী বাছাই
আমাদের দেশের মত এখানে কোন কোটা সিষ্টেম নাই। এখানে কোন দেশের জন্য আলাদা কোন সিটও বরাদ্দ নেই। তাই বাছাই করার সময় তিনটি বিষয়কে অধিক প্রাধান্য দেয়া হয়।
- শিক্ষার্থীর একাডেমিক মেরিট।
- শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য উপযুক্ত যোগ্যতা সম্পুর্ণ কিনা।
- এই শিক্ষা তারা তার দেশের উন্নয়নে কোন প্রভাব পড়বে কিনা।
যেভাবে আবেদন করতে হবে
কমনওয়েলথ স্কলারশিপ সরাসরি আবেদন গ্রহণ করে না। আপনি যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই তিনটি মাধ্যম হয়ে আবেদন করতে হবে।
- জাতীয় নমিনেটিং এজেন্সীর মাধ্যমে।
- সিলেকটেড ইউনিভার্সিটির মাধ্যমে।
- সিলেকটেড বেসরকারি অর্গানাইজেশনের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ ১৯ ডিসেম্বর পর্যন্ত। তাই যারা আবেদন করতে চান তারা এই ডেডলাইনের আগেই করে ফেলুন। হয়তো আপনিও পেয়ে যেতে পারেন কমনওয়েলথের পিএইচডি ফুল স্কলারশিপ। অনেকের স্বপ্ন থাকে লন্ডনে পড়ার কিন্তু লন্ডনের বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি অনেক বেশি হওয়ার কারণে তা আর হয়ে উঠে না। তাই আপনার লন্ডনে পড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে কমনওয়েলথ পিএইচডি স্কলারশিপ হতে পারে এক বিরাট সুযোগ।
Leave a Reply