আপনি কি একজন ওয়েব ডিজাইনার? যদি তাই হন তবে আপনি নিশ্চয় জানেন ওয়েব ডিজাইন ফিল্ডে আইকন ফন্টের গুরুত্ব কতটুকু। বর্তমানে ওয়েব ডিজাইনের নিত্য অনুষঙ্গ এই আইকন ফন্ট। এর যথাযথ ব্যবহারে ওয়েব পেজের টাইপোগ্রাফিতে গুণগত পরিবর্তন আসে এবং ওয়েব কন্টেন্ট এর আপীল বেড়ে যায়।
আইকন ফন্ট কি?
আইকন ফন্ট কি তা জানার আগেই হয়তো ব্যবহার করে ফেলেছেন না জেনেই ! যাই হোক এটা আসলে এক ধরনের পিক্টোগ্রাম (চিত্রলিপি) যা নির্দিষ্ট একটি ওয়েব কন্টেন্ট ব্লককে উপস্থাপন করে। পূর্বে আইকন হিসেবে ইমেজকে ব্যবহার করা হতো। বর্তমানে ডেক্সটপ, ওয়েব এবং মোবাইল এপ্লিকেশনে অত্যন্ত চমকপ্রদভাবে আইকন ফন্টকে উপস্থাপন করা হচ্ছে নান্দনিকতার সাথে।
আমার মনে হয় যারা ওয়েব ডিজাইনের সাথে জড়িত, তারা আইকন ফন্ট নিয়ে কমবেশি জানেন ইতোমধ্যেই। তাই তত্ত্বীয় কথা বাদ দেই। আজ আমি চমৎকার কিছু আইকন ফন্ট নিয়ে আলোচনা করবো। অনলাইনের আনাচে কানাচে প্রচুর আইকন ফন্ট রয়েছে। আমি চেষ্টা করছি ফ্রি কিছু আইকন ফন্ট আপনাদের সাথে শেয়ার করতে যেগুলো আমার কাছে বেশ ভাল এবং ব্যবহার উপযোগী মনে হয়েছে। এই আইকনগুলো আপনি আপনার এপ্লিকেশনে SVG ভেক্টর অথবা ওয়েব ফন্ট হিসেবে ব্যবহার করতে পারেন।
CAPTION ICONS
ওয়েব ডিজাইনারদের অনেক পছন্দের আইকন ফন্ট প্যাক হল CAPTION ICON এবং অবশ্যই এটি ওপেন সোর্স। ভেক্টর এবং ওয়েব ফন্ট দুভাবেই এই ফন্ট পাওয়া যায়। ডিজাইনার মারিও ডেল ভ্যালী এর রূপকার। তিনি অত্যন্ত যত্নের সাথে এই ইউনিক আইকন তৈরি করেছেন।
ক্রিয়েটিভ ওয়েবসাইট ডিজাইনে হাতে আঁকা এই আইকনগুলো চমৎকারভাবে কাজে লাগতে পারে। এতে ৩৫০ টিরও বেশি আইকন রয়েছে। EPS, PSD, PNG, SVG এবং ওয়েব ফন্ট আকারে ওয়েবসাইট, ডেক্সটপ ও মোবাইল এপ্লিকেশনে ব্যবহার করা যেতে পারে অসাধারণ এই আইকন প্যাক।
LINEA
৭৩০ এর অধিক আইকনবিশিষ্ট ফ্রি আউটলাইনের এই ফন্ট আপনার ওয়েবসাইটকে চমৎকারভাবে তুলে ধরবে। Dario Ferrando এই আইকন ফন্টের অথর। এই ফন্ট মাল্টিপারপাস। অর্থাৎ আপনি আপনার প্রয়োজনমতো বিশেষ ক্যাটেগরির ফন্ট শ্রেণি ডাউনলোড করতে পারবেন। সম্পূর্ণ ফন্ট ডাউনলোড করতে হবে না। ফলে আপনার তৈরি এপ্লিকেশনের Efficiency বেড়ে যাবে।
বেসিক, মিউজিক, ইকমার্স, সফটওয়্যার, বেসিক ইলেবরেসন, অ্যারো, ওয়েদার এই সাত ক্যাটেগরির ফন্ট শ্রেণি একত্রে অথবা আলদাভাবে আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারেন।
THEMIFY ICONS
ওয়েব ডিজাইন বা এপ্লিকেশনের জন্য একটি কমপ্লিট সেট আইকন ফন্ট হল থিমিফাই আইকন। ৩২০ এর অধিক এই আইকন সেট দিয়ে অনায়াসেই ডিজাইন করুন আপনার পরবর্তী এপ্লিকেশন। আপনি কমার্শিয়াল অথবা পারসনাল যে কোন উদ্দেশেই এটি ব্যবহার করতে পারেন।
FONT AWESOME
অধিকাংশ ওয়েব ডিজাইনারের প্রথম পছন্দ এই আইকন ফন্ট। Dave Gandy এই ফন্টের জনক। ৬৩৪ টি আইকনের বিশাল সংগ্রহ নিয়ে এটি প্রথম সারির একটি ওপেন সোর্স আইকন ফন্ট।
CSS দিয়ে অতি সহজেই এর ডিজাইন প্রোপার্টিগুলো কাস্টমাইজ করা যায়। ঘন ঘন এর নতুন আপডেট আসে, বর্তমান ভার্সন ৪.৭। লম্বা রেসের ঘোড়া এই আইকন ফন্টকে ব্যবহার করতে পারেন নিশ্চিন্তেই।
DEVICONS
টেকনোলজি রিলেটেড লোগো এবং ব্রান্ডিং এর জন্য এখানকার নতুন আইকন সেটটি দেখতে পারেন।
BATCH
ইউজার ইন্টারফেস ডিজাইনের জন্য অত্যন্ত চমৎকার হতে পারে ফ্রি এই আইকন ফন্ট। ৩৪৩ টি আইকন আছে এতে।
FEATHER
Cole Bemis এর সিম্পল আইকন প্যাকটি কিন্তু মন্দ নয়। ১৩০ টি আইকন সম্বলিত এই ফন্ট।
ICOMOON ICONS
৪৯০ টি ভেক্টর আইকন রয়েছে এতে। যে কোন ওয়েব এপ্লিকেশন ব্যবহার উপযোগী এই ফন্ট প্যাক।
MFG LABS
২০০ এর বেশি আইকনের সুন্দর একটি কালেকশন। ইউনিক এই ফন্টকে সহজেই আলাদা করা যায়। আপনার নেক্সট প্রোজেক্ট এর জন্য বেছে নিতে পারেন নতুন এই ফন্ট প্যাক।
MATERIAL DESIGN ICONS
১০০০+ আইকনের ব্যাপক সংগ্রহশালা নিয়ে গুগলের Material Design কে রিপ্রেজেন্ট করছে এই আইকন ফন্ট। ওপেন সোর্স হওয়ার কারণে আপনি যে কোন প্রোজেক্ট ডিজাইন করতে পারেন একদম ফ্রিতে। যারা Material Design নিয়ে কাজ করছেন তাদের জন্য উপযুক্ত হতে পারে এই ফন্ট।
ENTYPO
ফ্রি আইকন খুঁজলে লিস্টে প্রথমের দিকে থাকবে ৪০০+ আইকনের এই ফন্ট প্যাকটি। এর দুই অংশ – মেইন ফন্ট প্যাক এবং সোসাল ফন্ট প্যাক। আপনার চাহিদা অনুযায়ী ডাউনলোড করে নিবেন। এতে করে ফন্ট ফাইল সাইজ কমে আসবে।
OCTICONS
গিটহাবের ওপেন সোর্স আইকন প্যাক। কারেন্ট ভার্সন ৫.০। অত্যন্ত সিম্পল ডিজাইনের প্রচুর আইকন আছে এতে।
TYPICONS
৩৩৬ টি ভেক্টর আইকন সম্বলিত এই ফন্ট আইকন যে কোন ধরণের ওয়েব এপ্লিকেশনের জন্য আদর্শ। এই আইকন প্যাকটি ওপেন সোর্স এবং গিটহাবে এটা পাওয়া যায়, ফলে আইকনগুলো সরাসরি আপনার এপ্লিকেশনে ব্যবহার করতে পারবেন। এমনকি প্রয়োজনে এডিট করেও ব্যবহার করতে পারবেন। এই ফন্টের আরও একটি বিশেষ ফিচার হল সামান্য অ্যাডজাস্ট করে আইকনটি আপনি IOS এপ্লিকেশনেও ব্যবহার করতে পারবেন।
ZONDICONS
Steve Schoyer এই আইকন ফন্টের অথার। প্রায় সব ধরণের এপ্লিকেশনে এই ফন্ট কাজে লাগতে পারে। তবে তুলনামূলক কম জটিল ডিজাইনে আইকনগুলো বেশি মানানসই।
STOCK 7 ICON FONT
Pxiden এর তৈরি ২০২ টি আইকনের অত্যাধুনিক এই আইকন সেট যে কোন ওয়েব প্রোজেক্টকে নান্দনিক করে তুলবে, আপনি নিশ্চিত থাকতে পারেন।
FILLED 7 ICON FONT
Stock আইকনের মতো filled আইকনও তৈরি করেছেন Pixden যার নান্দনিকতা কোন অংশে কম নয়। মোট ১৯৭ টি আইকন আছে এতে। ব্যবহার করে দেখতে পারেন।
আপনার তৈরি এপ্লিকেশন সহজেই এসথেটিক হয়ে উঠবে আইকন ফন্টের সঠিক ব্যবহারে। আমার পছন্দের এসব ফন্ট প্যাক ছাড়াও আরও অনেক ফ্রি ফন্ট অনলাইনে রয়েছে। যাই হোক, ফ্রি আইকন ফন্ট নিয়ে আলোচনা এই পর্যন্তই।
Leave a Reply