ওয়েব ও মোবাইলের জন্য ৩টি কার্যকর ওয়ার্ডপ্রেস পুস নোটিফিকেশন প্লাগিন সম্পর্কে জানুন। আমরা আমাদের মোবাইল ফোনে প্রায় সময়ই অনেক মেসেজ বা নোটিফিকেশন পেয়ে থাকি। তেমনি করে ব্রাউজার পুস নোটিফিকেশন আমাদের ব্যবহৃত ওয়েবসাইটগুলোতে মেসেজ দিয়ে থাকে।
আমরা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করি, তারা কম বেশি সবাই জানি যে ব্রাউজার ওয়েবসাইটের ভিজিটরসদেরকে পুস নোটিফিকেশনের মাধ্যমে মেসেজ দিয়ে থাকে। এই পুস নোটিফিকেশন এতটাই কার্যকর যে, কখনও যদি ওয়েবসাইটের ভিজিটররা আমাদের ওয়েবসাইটে নাও থাকে, তবু এটি মেসেজ পাঠাতে সক্ষম।
এটি এমন একটি প্রক্রিয়া যেটি ব্যবহার করে আমি সফলতা পেয়েছি। তাই, আমি আপনাদেরকে উৎসাহ দিয়ে বলতে পারি, আপনারা আপনাদের নিজস্ব ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস পুস নোটিফিকেশন প্লাগিন্স ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন।
ওয়ার্ডপ্রেস পুস নোটিফিকেশন প্লাগিন
পুস নোটিফিকেশন হলো এক ধরনের মেসেজ যেটা সার্ভার বা অ্যাপ্লিকেশন থেকে ব্যবহারকারীর কাছে আসে। এটি সাধারণত এক ধরণের সতর্কবার্তা বা ব্যবহারকারীর জন্য কমান্ড স্বরুপ এক ধরনের কাজ। পুস নোটিফিকেশন সাউন্ড আকারে ব্যবহারকারীর কাছে আসতে পারে।
এছাড়া পুস নোটিফিকেশন সাউন্ড আকারে ব্যবহারকারীর কাছে আসতে পারে। এছাড়া ইমেজ এবং লিংক আকারেও আসতে পারে। কিছু কিছু নোটিফিকেশন সাধারণত সরাসরি ক্লায়েন্ট এর অ্যাপ্লিকেশন এর সামনে আসে।
পুস নোটিফিকেশনস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
নিচের বিষয়গুলো মনোযোগ দিয়ে পড়লে আপনি পুস নোটিফিকেশনস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন-
সার্ভিসগুলো কোথায় সাপোর্ট করে: বেশিরভাগ সার্ভিসগুলো গুগল ক্রোম এবং ফায়ারফক্স এ সাপোর্ট করে। কিন্তু অ্যাপলের সাফারী ব্রাউজারে এই সকল সার্ভিস ব্যবহার করা যায় না।
আপনার সাব্সক্রাইভার সংখ্যা কত?: আপনার সাব্সক্রাইভার সংখ্যার উপরও এই সার্ভিসগুলো নির্ভর করে। আপনার যদি সাব্সক্রাইভার সংখ্যা বেশি হয়, তাহলে আপনি একটু সস্তায় এই সার্ভিসগুলো পেতে পারেন।
কোন অতিরিক্ত ফিচার সুবিধা দেয় কি না?: আপনাকে অবশ্যই অতিরিক্ত ফিচার পেতে হলে সেগমেন্টেশন (Segmentation), সিডিউলিং (Scheduling), এ/বি টেষ্ট (A/B Test) ইত্যাদি ’র কথা ভাবতে হবে।
২০১৮ সালের উল্লেখযোগ্য কিছু পুস নোটিফিকেশনস প্লাগিন
পুস এনগেজ
পুস এনগেজ ওয়েব এবং মোবাইলের জন্য একটি সতন্ত্র টেকনিক্যাল সার্ভিস। এছাড়া এটার সাহায্যে খুব ভালোভাবে ওয়ার্ডপ্রেস প্লাগিন্স করা যায়। যেটার মানে হলো আপনি যদি পুস বাটন অ্যাড করেন, তাহলে ওয়ার্ডপ্রেসে খুব সহজেই কাজ করতে পারেন। পুস এনগেজ মোবাইল ও ডেস্কটপ এর যে সকল ব্রাউজারে নোটিফিকেশন পাঠিয়ে থাকে:
- ফায়ারফক্স (Mozilla Firefox)
- গুগল ক্রোম (Google Chrome)
- স্যামসাং ওয়েব ব্রাউজার (Samsung Web Browser)
পুস এনগেজ এ আরো কয়েকটি ফিচার রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি সহজেই নোটিফিকেশন পাঠাতে পারবেন-
- অটোমেটিক রেসপোন্ডারস (Automatic Res ponders): এটি কাষ্টমারের ধরণ অনুযায়ী নোটিফিকেশন পাঠিয়ে থাকে।
- ইজি সেগমেন্টেশন(Easy Segmentation): আপনার ওয়েবসাইটের ভিজিটরস যে ধরণের কন্টেন্ট পছন্দ করেন, এটি কেবল সেই ধরণের নোটিফিকেশনই তাদেরকে পাঠায়।
- জিওটারগেটিং (Geo targeting): এটির মাধ্যমে নির্দিষ্ট লোকেশন থেকে ইউজারসকে নোটিফিকেশন পাঠানো যায়।
- কল টু অ্যাকশন বাটনস (Call to action buttons): এটির সাহায্যে একের অধিক অধিক বাটন সংযুক্ত করা যায়।
পুস এনগেজ ২৫০০ সাব্সক্রাইভারের জন্য ফ্রি এবং প্রতি মাসে ১২০টির মতো নোটিফিকেশন এটি থেকে পাঠানো সম্ভব। কিন্তু আপনি যদি বাড়তি নাম্বার বা সাবস্ক্রাইভার নিয়ে কাজ পরিচালনা করতে চান, তাহলে আপনাকে প্রথমাবস্থায় প্রতি মাসের জন্য $২৫ ডলার খরচ করতে হবে।
ওয়ান সিগন্যাল (One Signal)
পুস এনগেজ এর মতো ওয়ান সিগন্যাল খুব কার্যকারিতার সাথে ওয়ার্ডপ্রেস বা অন্যান্য ওয়েবসাইটগুলোতে পুস নোটিফিকেশন সার্ভিস দিয়ে থাকে। ওয়ান সিগন্যাল এবং পুস এনগেজ এর মধ্যে কিছু সাপোর্টেবল অ্যাপ্লিকেশন এ পার্থক্য রয়েছে।
ওয়ান সিগন্যাল নিচের ব্রাউজারগুলোতে সাপোর্ট করে থাকে:
- গুগল ক্রোম – Google Chrome (ডেস্কটপ এবং অ্যান্ড্রয়েড)
- সাফারী – Safari (ম্যাক ও এস এক্স)
- ফায়ারফক্স – Mozilla Firefox (ডেস্কটপ সাপোর্টেড)
ওয়ান সিগন্যালকে পুস এনগেজ এর সাথে তুলনা করলে, আপনি এখানে নতুন হিসেবে সাফারী ব্রাউজারে ওয়ান সিগন্যাল ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি মোবাইল ডিভাইসে ও ফায়ারফক্সে ওয়ান সিগন্যাল ব্যবহার করতে পারবেন না।
ওয়ান সিগন্যাল নিচের ফেচারগুলো অতিরিক্ত প্রদান করে থাকে:
- অটোমেটিক নোটিফিকেশন (Automatic Notification): বিভিন্ন ঘটনার পরিপেক্ষিতে এটি আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে থাকে। ধরুণ, আপনি অনেক দিন থেকে আপনার ওয়েবসাইটে কোন পোষ্ট দেন নি, কিন্তু আপনার ওয়েবসাইটে ভিজিটরস আছে,তখন এটি আপনাকে নোটিফিকেশন পাঠাবে।
- সেগমেন্ট (Segment): এটি একটি নাম্বারের সাহায্যে আপনার ওয়েবসাইটের ভিজিটরসদেরকে নোটিফিকেশন পাঠাবে।
- সিডিউলিং (Scheduling): এটির মাধ্যমে একটা নির্দিষ্ট দিনে নোটিফিকেশন পাঠানো সম্ভব।
আর ওয়ান সিগন্যাল সম্পূর্ণ ফ্রি। কিন্তু বর্তমানে প্রতিষ্টানটি নতুন প্রিমিয়াম প্ল্যান করার চিন্তা করছে।
পুস ক্রু (Push Crew)
পুস ক্রু আরেকটি জনপ্রিয় পুস নোটিফিকেশন সার্ভিস। এটির মাধ্যমে খুব সহজ প্লাগিন করে ওয়ার্ডপ্রেস এ সার্ভিস পাওয়া সম্ভব।
পুস ক্রু (Push Crew) নোটিফিকেশন সার্ভিস নিচের ব্রাউজারগুলোকে সাপোর্ট করে থাকে:
- গুগল ক্রোম-(ডেস্কটপ এবং অ্যান্ড্রয়েড)
- ফায়ারফক্স-(ডেস্কটপ)
যদিও পুস ক্রু নোটিফিকেশন সার্ভিস তুলনামূলকভাবে খুব ছোট ডিভাইস, কিন্তু এটির মাধ্যমে বেশ কিছু চমৎকার সার্ভিস পাওয়া যায়, যেমন-
- সিটিএ বাটন (CPA Button): সিটিএ বাটন এ সাধারণত ১/২টি ডিসপ্লে নোটিফিকেশন বাটন থাকে।
- সিডিউলিং (Scheduling): একটি নির্দিষ্ট সময় বাছাই করে এটি নোটিফিকেশন পাঠিয়ে থাকে।
- এক্সপাইরি নোটিফিকেশন (Expiry Notification): যদি আপনি একটি সময়ের মধ্যে কাজ করতে চান ।
- আর.এস.এস সাপোর্ট (RSS Support): এই বাটনটির সাহায্যে আপনি সয়ংক্রিয়ভাবে আপনার সাবস্ক্রাইভারদেরকে নোটিফিকেশন পাঠাতে সক্ষম হবেন।
পুস ক্রু নোটিফিকেশন ২০০০ সাবস্ক্রাইভারের জন্য সম্পূর্ণ ফ্রি। কিন্তু এখানে কিছু ফিচার দেয়া থাকে না, যেহেতু এটি সম্পূর্ণ ফ্রি। তবে আপনার সাবস্ক্রাইভার সংখ্যা ২০০০ এর বেশী হলে, আপনাকে প্রথমাবস্থায় $১৮ ডলার মাসিক হিসেবে খরচ করতে হবে।
আর সময় যদি কাজ শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায়, তখন এটির সাহায্যে আপনি খুব সহজে আপনার সাবস্ক্রাইভারদেরকে নোটিফিকেশন দেখা থেকে বিরত রাখতে পারবেন।
কোন পুস নোটিফিকেশন সার্ভিসটি ব্যবহার করা উচিত?
আলোচিত তিনটি পুস নোটিফিকেশন সার্ভিস এর মধ্যে পুস এনগেজ নোটিফিকেশন সার্ভিসটি ব্যবহার করার জন্য আপনাদেরকে পরামর্শ দিতে পারি।
পুস এনগেজ ব্যবহার করবেন কেন?
- এটি একটি বিনামূল্য পরিকল্পনা যা অধিকাংশ ব্লগারদের জন্য কাজ করে।
- অটোরেসপন্ডার সার্ভিসটি আপনাকে আপনার দর্শকদের সাথে যোগাযোগ করার সুনিশ্চিত উপায়গুলো দিয়ে থাকে।
- আপনি আপনার বিজ্ঞপ্তিগুলিতে অ্যাকশন বাটনে কল যোগ করতে পারবেন, যেটা একমাত্র পুস এনগেজ এ সম্ভব।
- পুস এনগেজের সহজ সেগমেন্টেশন আছে।
যদি আপনি পুস এনগেজ ব্যবহার করতে আগ্রহী হন, তাহলে বিনামূল্যে কিছু টিউটোরিয়াল দেখে আপনি এটার কার্যবিধি সম্পর্কে জানতে পারেন।
আপনি কি এ বিষয়ে কিছু চিন্তা করেছেন? আপনি আপনার ওয়েবসাইটে এগুলো ব্যবহার করেছেন? এটার ব্যবহার এবং অ্যাক্টিভিটি নিয়ে কমেন্টস এ আমাকে জানান।
Leave a Reply