আপনি ওয়ার্ডপ্রেসে স্ক্রিন অপশন বাটন বন্ধ করতে চান? স্ক্রিন অপশনের বোতামটি আপনাকে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এলাকার বিভিন্ন পৃষ্ঠাগুলির উপাদান দেখায় এবং লুকিয়ে রাখার অনুমতি চায়। এই প্রবন্ধে, ওয়ার্ডপ্রেসে স্ক্রিন অপশন বাটন কীভাবে অক্ষম/ নিষ্ক্রিয় করতে হয় তা আমরা আপনাকে চিত্র সহকারে দেখাবে। আপনি প্লাগিনের সাহায্যে কোন কোডিং ছাড়াই এবং ম্যানুয়ালি এই দুইভাবে স্ক্রিন অপশন বন্ধ করতে পারবেন ।
কেন আপনি স্ক্রিন অপশন বাটন বন্ধ নিষ্ক্রিয় বা বন্ধ করতে চান?
আসুন আগে জেনে নেই কেন এই অপশন বন্ধ করার প্রয়োজন হয়! অথবা কেন আপনি বন্ধ করতে চান!
স্ক্রিন অপশন বোতাম আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন এলাকায় বিভিন্ন পৃষ্ঠাগুলির একদম উপরের ডান দিকের কোণে অবস্থিত। এটি প্রতিটি লগ ইন করা ব্যবহারকারীকে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এলাকার বিভিন্ন ক্যাটাগরির আইটেম প্রদর্শন করবে এবং লুকানোর/ বন্ধ করার জন্য অনুমতি চাইবে।
অনেক ওয়ার্ডপ্রেস সাইটের মালিকগণ একাধিক লেখক দিয়ে ব্লগ চালান। ওয়ার্ডপ্রেসে স্ক্রিন অপশন বাটন এর সাহায্যে, তাদের কোন অদক্ষ লেখক ভুলভাবে কিছু অপশন অচিহ্নিত করতে পারেন যা ব্লগের উপর প্রভাব রাখতে পারে । তাই অনেক সময় এই অপশন কিছু ইউজার রোলের জন্য বন্ধ রাখা গুরুত্বপূর্ণ হয়ে উঠে ।
উদাহরণস্বরূপ, আপনার ব্লগ বা সাইটের পোস্টের এডিটিং করার সময় ব্যবহারকারীরা স্ক্রিন অপশন, লেখার ক্ষেত্র , ফিচার ইমেজ বিভাগ এবং আরও অনেক কিছু দেখাতে / লুকাতে পারে। ধরুন একজন ব্যবহারকারী ফিচার ইমেজ অপশনে টিক চিহ্ন তুলে দিল, তখন ব্লগের সকল পাতা থেকেই ফিচার ইমেজ বন্ধ হয়ে যাবে । যা ক্ষণিকের জন্য হলেও ভিজিটরদের উপর প্রভাব রাখতে পারে। সেজন্য আপনি চাইলে কিছু ব্যবহারকারী রোলের জন্য এটি নিষ্ক্রিয় করে দিলে এ রকম ঝুঁকি আর থাকে না।
স্ক্রিন অপশন বোতাম নিস্ক্রিয় করে আপনি সকল ব্যবহারকারীর জন্য অ্যাডমিন প্যানেল থেকে তা নিয়ন্ত্রণ করতে পারেন। যেন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আসুন ওয়ার্ডপ্রেস এর স্ক্রিন অপশন বাটনগুলো সহজে কিভাবে নিস্ক্রিয় করা যায় তা শিখি।
পদ্ধতি ১: প্লাগইন ব্যবহার করে স্ক্রিন অপশন বোতাম লুকানো
এই পদ্ধতিটি সবচেয়ে সহজ পদ্ধতি এবং সকল ব্যবহারকারীদের জন্য আমরা এটি সুপারিশ করছি। কারণ, এটি সহজেই নিয়ন্ত্রন করা যায় এবং কোন ধরনের কোডিং এর জ্ঞান না থাকলেও চলবে । শুধু প্লাগিন এর নির্দেশনা ফলো করলেই হবে।
প্রথমেই আপনাকে যা করতে হবে তা হল, Adminimize নামক প্লাগইনটি ইনস্টল এবং সক্রিয় করুন। আরো বিস্তারিত জানার জন্য, কীভাবে একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন ইনস্টল করবেন সে বিষয়ে ধাপে ধাপে শেখার কোন নির্দেশিকা দেখুন।
প্লাগিন অ্যাক্টিভেশন করার পরে, প্লাগইন সেটিংস কনফিগার করার জন্য আপনাকে Settings » Adminimize পেজটিতে যেতে হবে। সেখানে আপনি কনফিগার করার সকল অপশন খুঁজে পাবেন।
আপনি ক্যাটাগরিগুলির একটি তালিকা দেখতে পাবেন। এই পৃষ্ঠায়, আপনাকে গ্লোবাল অপশন লিঙ্কটিতে ক্লিক করতে হবে এবং এটি আপনাকে একটি ভিন্ন সেকশন ট্যাবে নিয়ে যাবে। যে ট্যাবে আপনাকে সামনের দিকে এগোতে পুনরায় গ্লোবাল অপশনে ক্লিক করতে হবে।
এটি ট্যাবটিকে প্রসারিত করবে এবং আপনি আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এলাকায় স্ক্রিন অপশন দেখানো এবং লুকানোর জন্য একটি গ্রুপ দেখতে পাবেন। আপনাকে ‘স্ক্রিন অপশন’ এর পাশে চেক বক্সে চেক করতে হবে।
প্লাগইনটি আপনাকে সমস্ত ব্যবহারকারী এবং যে যে ব্যবহারকারী নির্বাচিত করবেন সেই নির্বাচিত ব্যবহারকারীর জন্য এটি “স্ক্রিন অপশন” সুবিধাটি নিষ্ক্রিয় করতে দেয়।
একবার আপনার কাজ শেষ হলে বা কোন চেক বক্সে টিক দিলে সেটিংস সংরক্ষণ করার জন্য আপডেট বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না।
যেখানে “স্ক্রিন অপশন” শো করত সে সকল জায়গায়, আপনি এখন অ্যাডমিন প্যানেল থেকে বিভিন্ন এরিয়া ঘুরে দেখুন। যেমন পেজ/পোস্ট এডিট অপশনে খেয়াল করে দেখুন “স্ক্রিন অপশন” আর দেখাচ্ছে না।
Adminimize সত্যিই একটি শক্তিশালী প্লাগইন যা আপনি সম্পূর্ণরূপে নির্বাচন করতে বা বিভিন্ন আইটেম লুকানোর মাধ্যমে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এলাকায় প্রয়োজনীয় পরিবর্তণ করতে পারবেন।
পদ্ধতি ২: ওয়ার্ডপ্রেসের স্ক্রিন অপশন বোতাম ম্যানুয়ালি নিষ্ক্রিয় করতে
এই পদ্ধতিতে আপনার ওয়ার্ডপ্রেস ফাইল সামান্য একটু কোড যোগ করতে প্রয়োজন। আপনি আপনার ওয়ার্ডপ্রেস থিম এর functions.php ফাইল বা একটি সাইট নির্দিষ্ট স্থানে নিম্নলিখিত কোড যোগ করে স্ক্রিন অপশন বন্ধ করতে পারবেন। আপনি সেটিং থেকে থিম অপশনে গিয়ে এডিটর অপশনে গেলে functions.php পেজটি দেখতে পাবেন । সেখানে পেজের শেষে নিচের কোডটি কপি করে পেস্ট করুন। এবার সংরক্ষণের জন্য সেইভ অপশনে ক্লিক করে বের হয়ে আসুন ।
function wpb_remove_screen_options() { if(!current_user_can('manage_options')) { return false; } return true; } add_filter('screen_options_show_screen', 'wpb_remove_screen_options');
মেইন অ্যাডমিন ব্যতীত অন্যান্য ইউজারদের জন্য এই কোডটি স্ক্রীন বাটনটি সরিয়ে দিবে। আপনি এখন কোনও অন্য ব্যবহারকারীর অ্যাকাউন্টে সুইচ করুন যা অ্যাডমিন নয়। নতুন কোন অ্যাকাউন্ট খুলুন বা পুরনো অ্যাকাউন্টে লগইন করুন, অ্যাডমিন অ্যাকাউন্ট ব্যাতিত। তারপরে, আপনার অ্যাডমিন এলাকা ড্যাশবোর্ড স্ক্রীনে যান। এখানে আপনি লক্ষ্য করে দেখুন যে, স্ক্রীন অপশন বোতাম অদৃশ্য হয়ে গেছে।
আমরা আশা করি, এই নিবন্ধটি আপনাকে কীভাবে সহজেই ওয়ার্ডপ্রেসে স্ক্রিন অপশন বাটন বন্ধ করতে হয় তা শিখতে সাহায্য করবে। আপনি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডপ্রেস টিপস, ট্রিকস, এবং নতুনদের জন্য আমাদের মেগা পোস্ট দেখতে চাইলে নিয়মিত এই ওয়েবসাইটে চোখ রাখতে পারেন।
Leave a Reply