সোশ্যাল মিডিয়ার আগমণ এবং দ্রুত জনপ্রিয়তার কারণে তাবৎ দুনিয়ার মার্কেটিং সিস্টেমই বদলে গিয়েছে। অবস্থা এখন এমন হয়েছে যে, মার্কেটিং বলতেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বোঝায়। কারণ, সোশ্যাল মিডিয়া ছাড়া যে কোনও ধরণের মার্কেটিংই অপূর্ণ।
মার্কেটিং মানেই তো মানুষের কাছে পৌঁছানো, সেটা পণ্য হোক বা সার্ভিস হোক। বর্তমান সময়ে মানুষ পড়ে থাকে সোশ্যাল মিডিয়ায়। তাহলে, মানুষের কাছে কোনও কিছু পৌঁছাতে হলে তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পৌঁছাতে হবে, তাই না?
আপনি নিশ্চয়ই মার্কেটিং এর এই প্রসঙ্গে আমার সাথে একমত। সুতরাং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি ও কেন প্রয়োজন, সেটা আর কাউকে হাতে কলমে বোঝাতে হবে না। তবে, যেটা বোঝানো বা জানানোর প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার কিছু ওয়েবসাইটের লিংক ও পরিচিত।
আসুন, এসএমএম শেখার সেরা কিছু ওয়েবসাইটের সঙ্গে পরিচিত হওয়া যাক।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার ওয়েবসাইট
১. The Beginner’s Guide to Social Media
- হোস্ট: MOZ
- কস্ট: ফ্রি
১২টি চ্যাপ্টারে ভাগ করা MOZ এর The Beginner’s Guide to Social Media শিক্ষার্থীদের জন্যে অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রতিটি চ্যাপ্টারই এমন ইন্টার-অ্যাক্টিভাবে সাজানো হয়েছে যা আপনাকে বুঝিয়ে দেবে আপনার কি শিখতে হবে, কখন শিখতে হবে এবং কিভাবে শিখতে।
২. Content Marketing Stack
- কিউরেটেড বাই: Nicolas Nemni
- কস্ট: ফ্রি
Content Marketing Stack সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিসোর্স এবং টিউটোরিয়াল এর একটি কিউরেটেড ডিরেক্টোরি।
৩. Social Media Calendar
- হোস্ট: Twenty20
- কস্ট: ফ্রি
Twenty20 এর প্রোডাক্ট ম্যানেজার Micah Cohen এর মতে, Twenty20 হাজারো সফল ও প্রতিষ্ঠিত সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজারের ইন্টারভিউ নিয়েছে আর সেগুলো দিয়েই সাজিয়েছে Social Media Calendar। কাজেই, নিজেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং-এ এক্সপার্ট করে গড়ে তুলতে চাইলে ফলো করতে পারেন এই সব সফল মার্কেটারদের অভিজ্ঞতা।
৪. Content Machine
- কিউরেটেড বাই: Dan Norris
- কস্ট: ফ্রি
বিখ্যাত সোশ্যাল মিডিয়া মার্কেটার ও ব্লগার Dan Norris এর একটি গুরুত্বপূর্ণ কোর্স যা কন্টেন্ট মার্কেটিং-এ আপনাকে এক্সপার্ট করে তুলবে। ৯টি প্রমাণিত ফ্রেমওয়ার্কের সাহায্যে কন্টেন্ট মার্কেটিং এর যাবতীয় সব কৌশল তুলে ধরা হয়েছে এই ওয়েবসাইটে।
৫. Social Media Marketing For Businesses
- কিউরেটেড বাই: Social Media Examiner
- কস্ট: ফ্রি
আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং-এ নতুন হয়ে থাকেন অথবা যদি আপনি কনফিউজড্ হয়ে থাকেন অর্থাৎ মনে হয় যে আপনি ঠিক মতো মার্কেটিং করছেন না, তবে এই ওয়েবপেজটি আপনার জন্যে। এটি মূলত ব্যবসার জন্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর হাতেখড়ি।
৬. Social Marketing Success Kit
- কিউরেটেড বাই: Marketo
- কস্ট: ফ্রি
বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল ব্যবহার করে নতুন ব্যবসা রান ও রেভিনিউ জেনারেট করার জন্যে Social Marketing Success Kit একটি অসাধারণ ওয়েবপেজ।
৭. HubSpot Social Media Blog
- কিউরেটেড বাই: HubSpot
- কস্ট: ফ্রি
সোশ্যাল মিডিয়া সম্পর্কে সব ধরণের খবর জানতে, মার্কেটিং স্ট্র্যাটেজি বুঝতে এবং একজন সফল সোশ্যাল মিডিয়া মার্কেটার হতে হলে আপনাকে HubSpot Social Media Blog পড়তে হবে। এখানে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বোঝা ও শেখার জন্যে অসংখ্য রিসোর্স পাবেন।
আশা করি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার উপরোক্ত ওয়েবপেজগুলো আপনার কিছু না কিছু কাজে লাগবে, যদি আপনি এই সেক্টরে ক্যারিয়ার গড়তে চান ও সফলতা পেতে চান।
Siful says
সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে তথ্য তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার আগে এই আর্টিকেলটি সত্যি অনেক কার্যকর। আমি এই আর্টিকেল পড়ে অনেক উপকৃত হয়েছি এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি। আর্টিকেলটি প্রশংসার দাবীদার। সেই সাথে সাধারণ মানুষকে সোশ্যাল মিডিয়া ও এর অপব্যবহার এর বিষয়ে পড়তে উৎসাহিত করি।
Siful says
ধন্যবাদ সোশ্যাল মাকেটিং নিয়ে সুন্দর একটি লেখার জন্যে যা তাদের জন্যে খুবই সহায়ক হবে যারা এটি শিখতে চান এবং ক্যারিয়ার হিসেবে নিতে চান।