অ্যান্ড্রয়েড ফোনের প্রতিটি জিনিষকে বিভিন্ন উইজেটের মাধ্যমে আরও বেশি সুন্দর ও স্টাইলিশ করে তোলা এখন খুব সহজ। বিভিন্ন ধরণের অ্যাপস দিয়ে খুব সহজেই অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনকে আরও বেশি আকর্ষণীয় করে তোলা সম্ভব। সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো টাইম। সেই টাইম অ্যান্ড্রয়েডের হোম স্ক্রিনে শো করে।
তবে, সেই টাইমকে আরও বেশি আকর্ষণীয় এবং তার সাথে ওয়েদার সম্পর্কিত তথ্য। এবার এক অ্যাপস দিয়েই দুই কাজ করা যাবে। এবারের পোস্টে সেরকম অ্যাপস নিয়েই আলোচনা করা হবে।
অ্যান্ড্রয়েড ক্লক উইজেট এবং ওয়েদার উইজেট অ্যাপস্
ক্লক উইজেট অ্যান্ড্রয়েডের জন্য সবচেয়ে জনপ্রিয় একটি উইজেট। তবে সেই ক্লক উইজেটের সাথে যদি ওয়েদার সম্পর্কিত নিউজ পাওয়া যায়, তাহলে তো মন্দ হয় না। ক্লক উইজেট এবং ওয়েদার উইজেট একই সাথে পাওয়া অ্যাপসের কার্যকারিতা বাড়িয়ে দেয়।
এই দুই ক্যাটেগরির কিছু অ্যাপস থেকে সেরা কয়েকটা নিয়েই এবারের আর্টিকেল। তো চলুন অ্যাপগুলো নিয়ে শুরু করা যাক।
১. Chronus
অ্যাভারেজ উইজেট অ্যাপস হিসাবে সুনাম রয়েছে এই অ্যাপসটির। ক্লক এবং ওয়েদারসহ প্রায় সব ধরণের উইজেট রয়েছে এই অ্যাপসে। আরও উইজেটের মধ্যে রয়েছে ক্যালেন্ডার, জিমেইল, মিস কল, টেক্সট এবং অন্যান্য বিভিন্ন ধরনের স্টাফ।
- আরো দেখুন: স্মার্টফোনের জন্যে ৫টি ফ্রি রিংটোন অ্যাপস্
আপনার প্রয়োজনে আরও পাবেন ড্যাশক্লক উইজেট। এই অ্যাপসটি খুব সিম্পল হলেও এটি আপনি সহজেই কাস্টমাইজ করতে পারবেন।
২. Circle Clock
হোম স্ক্রিনে একটি বৃত্তের মধ্যে সময় এবং তারিখ শো করা উইজেট হলো এই অ্যাপসটি। কাস্টমাইজেবল এই উইজেটটিতে কালার, ফন্ট, 12/24 ঘন্টা ঘড়ি সাপোর্ট এবং কিছু অ্যানিমেশন সেটিংস রয়েছে।
অ্যানিমেশন ঘড়িটির বাইরের চারপাশের প্রোগ্রেস বারকে সেকেন্ড হিসাবে শো করে। যা আপনি ইচ্ছা করলে এনাবল কিংবা ডিসেবল করে দিতে পারেন।
৩. Digital Clock Widget Xperia
এই ক্লক উইজেট অ্যাপসটি অনেকটা সনি এক্সপেরিয়া স্টক ঘড়ি উইজেটের মতো। এটি প্রায় সব ডিভাইসের জন্য কাজ করে। এই উইজেটের বেশ কয়েকটি আকার রয়েছে (2×1, 4×2, 4×1, এবং 2×2) এবং সবগুলো রিসাইজেবল।
এছাড়াও আপনি ফন্টের আকার, কালার, সময় এবং তারিখ বিন্যাস, স্বচ্ছতা, এবং আরও অনেক কিছু সমন্বয় করতে পারবেন। তাছাড়া, এতে পাবেন ওয়েদার সম্পর্কিত তথ্য এবং ট্যাপ নেভিগেশনে পাবেন আবহাওয়া পূর্বাভাস।
৪. Sense Flip Clock and Weather
অ্যান্ড্রয়েডের প্রথম দিনগুলিতে এইচটিসির সবচেয়ে আইকনিক ঘড়ি উইজেট ছিল। এখন এইচটিসির ঘড়ি চলে গেলেও এটি স্পষ্টতই ভালো হতে পারে। এই ক্লক উইজেটের অ্যাপসটির রয়েছে তিনটি উইজেট মাপ (4×1, 4×2, এবং 5×2)।
এছাড়াও পাবেন ফ্লিপ ক্লক অ্যানিমেশন, ওয়েদার সাপোর্ট, কাস্টমাইজেশন অপশন, কাস্টম উইজেট ক্লিক এবং আরও অনেক বৈশিষ্ট্য।
৫. Weather and Clock Widget
এই ক্লক উইজেট অ্যাপসটিতে এক গুচ্ছ ওয়েদার উইজেট রয়েছে। কিছু বৈশিষ্ট্যর মধ্যে রয়েছে 10 দিনের পূর্বাভাস, বর্তমান তাপমাত্রা, স্বয়ংক্রিয় বা ম্যানুয়াল অবস্থান, থিম, ওয়্যার OS সমর্থন, এবং আরও কিছু।
এছাড়াও পাবেন ওয়েদার নোটিফিকেশন এলার্ট। এক কথায় বলা যায় যে, ওয়েদার সম্পর্কিত প্রায় সমস্ত তথ্যই আপনি পাবেন এই অ্যাপসটিতে। সাথে ক্লক তো থাকছেই।
৬. KWGT Kustom Widget Maker
আরও একটি চমৎকার ক্লক উইজেটের সাথে ওয়েদার উইজেট পাওয়া যাবে এই অ্যাপসের মাধ্যমে। হোম স্ক্রিনকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তোলা সম্ভব এই অ্যাপসের মাধ্যমে।
কাস্টম ফন্ট, কালার, সাইজ এবং ইফেক্টের সাথে টেক্সট থাকবে। আরও পাবেন 3D ফ্লিপ ট্র্যান্সফরমেশন। মাল্টিপল ওয়েদার প্রভাইডসহ আরও অনেক সুবিধা পাবেন এই অ্যাপসের মাধ্যমে।
সময়ে সময়ে ওয়েদার নিউজ জানা খুবই দরকার হয়ে পড়ে। সেজন্য একটি ওয়েদার অ্যাপস আপনাকে সাহায্য করবে ঠিকই। তবে যদি সেই ওয়েদার সুবিধা পাওয়া যায় একটা মাত্র অ্যাপস দিয়ে যার মাধ্যমে আপনি একইসাথে পাবেন টাইম দেখার সুবিধাও তাহলে তো আরও ভালো।
সেই জন্যই এমন কিছু অ্যাপস নিয়ে এবারে আলোচনা করা হয়েছে যেখানে আপনি ক্লক উইজেটের সাথে পাবেন ওয়েদার উইজেট। তো আর দেরি কেন, ডাউনলোড করে নিন আর পেয়ে যান দারুণ সব বৈশিষ্ট্যগুলো।
Leave a Reply