অনেকেই বলেন প্রেম নাকি আসে স্বর্গ থেকে। ভাললাগা থেকে ভালবাসা এই জিনিষটায় কাজ করে প্রেম করা মানুষগুলোর মধ্যে। একজন মানুষ হিসাবে প্রেমে আপনি পড়তেই পারেন। কিন্তু তা যদি হয় একইসাথে দুইজন তাহলে বিষয়টা একটু গোলমেলে।
একটা ছেলে সিঙ্গেল কিনা সেটা বোঝার উপায় আছে। আবার, একটা মেয়ে সিঙ্গেল কিনা সেটা বোঝারও উপায় আছে। তবে, একটা ছেলে কিংবা একটা মেয়ে একসঙ্গে দুইজনের প্রেমে পড়লে, অন্যদের সেটা বোঝার উপায় অনেক কঠিন। যাইহোক, অন্যদের কথা বাদ দেই। আপনি নিজেই যদি একসঙ্গে দুইজনের প্রেমে পড়েন, তাহলে কি করবেন, কিভাবে সামলাবেন?
একই সময়ে দুজনের প্রেমে পড়ার বিষয়টি সাধারণ নয়। কিন্তু, এটা ঘটতেই পারে এবং এটা সম্ভবও। প্রেম একটা শক্তিশালী অনুভূতির সৃষ্টি করে। আপনার মনের মধ্যে এই ধরণের অনুভুতি কারো জন্য তৈরি হতে পারে এবং তারপর অপ্রত্যাশিতভাবে অন্য কারো জন্যও তৈরি হতে পারে।
আপনি যদি একসঙ্গে দুইজনকে ভালোবাসেন তবে আপনার অনুভূতিগুলো মূল্যায়ন করুন। এবারে চলুন জেনে নিই কীভাবে একসঙ্গে ২ জনের প্রেমে পড়লে তা সামলাবেন।
১.অনুভূতি মূল্যায়ন
যদি আপনি দুটি ভিন্ন ধরনের প্রেমের সম্মুখীন হন তবে এটি নেভিগেট করার উপায় রয়েছে। সম্পর্কের শুরুতে আপনি প্রিয় মানুষটির ব্যাপারে অনেকবেশি উৎসাহী হয়ে থাকেন। এর মধ্যে যদি আপনি নতুন কারো জন্য আবেগ অনুভব করেন, তাহলে আপনার উচিৎ নতুন জনের সাথে যোগাযোগ সীমাবদ্ধ করে দেওয়া।
আপনার নিজেকেই ভাবতে হবে যে একই সাথে দুইজনের প্রেমে পড়া ঠিক কিনা। আপনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন কিনা। আপনি কি একজনের সাথে রিলেশন রাখবেন নাকি দুইজনের সাথেই রাখবেন, সেটা ভাবতে হবে। অর্থাৎ আপনি আসলে কি চান সেটাই মূল বিষয়।
২.আপনার বর্তমান সম্পর্ক নেভিগেট করা
আপনি যদি বর্তমানে কোন রিলেশনে থাকেন, তাহলে আপনার দ্বিতীয়জনকে পছন্দ করা অবশ্যই প্রশ্নবিদ্ধ। যদি আপনি এবং আপনার সঙ্গী ওপেন রিলেশনের সাথে একমত না হন, তাহলে অন্য ব্যক্তির সাথে প্রেমের কারণে একটি ইমোশনাল অ্যাফেয়ার গড়ে উঠতে পারে। যা বর্তমান সঙ্গীকে কষ্ট দেওয়া কিংবা ধোঁকা দেওয়ার সমান।
আপনি যদি এমন কিছু করেন যা আপনার সঙ্গীর কাছে প্রকাশ করতে দ্বিধাবোধ করছেন, এর মানে হতে পারে আপনি ভুল কিছু করছেন। যেমন হতে পারে কারো টেক্সট ম্যাসেজ ডিলিট করে দেওয়া কিংবা অন্য কারো সাথে কাটানো সময় সম্পর্কে মিথ্যা বলা। আপনি যখন একসঙ্গে দুইজনের প্রেমে পড়েন, তা আপনার রিলেশনশিপের জন্য অবশ্যই একটি সংকেত।
৩. বাছাই করুন যেকোনো একজনকে
আপনি যদি এককভাবে কাউকে বেছে নিতে না পারেন, এর মানে আপনি একইসাথে দুইজনের সাথে প্রেম করছেন। আপনার দুইজনের প্রতি একই অনুভুতি কাজ করছে। কিন্তু আপনার অবশ্যই বেছে নেওয়া উচিৎ যেকোনো একজনকে। বেছে নিন কে আপনার জন্য সেরা।
আপনার লক্ষ্যটি নিয়ে প্রথমে ভাবুন। আপনার উপযুক্ত পার্টনারেরও আপনার কাছাকাছি লক্ষ্য থাকবে। আপনার এবং আপনার পার্টনারের নৈতিক মূল্যবোধ হবে একই রকম। কোন ব্যক্তির মাধ্যমে আপনি কতটুকু প্রভাবিত হচ্ছেন, তা বোঝার চেষ্টা করুন। একটি রোমান্টিক সম্পর্কে আপনি অন্য ব্যক্তির দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হবেন।
কোন একজন ব্যক্তি যদি আপনার ব্যক্তিত্বকে আরও বেশি প্রভাবিত করেন, তবে সে ব্যক্তি আপনার পক্ষে সঠিক হতে পারে। যদি আপনি একজনকে বাছাই করে ফেলতে পারেন, তাহলে আপনার উচিৎ অন্যজনকে তা জানানো। যদি আপনি অন্যজনকে তা জানাতে পারেন, তাহলে এবার আপনার উচিৎ সামনে এগিয়ে যাওয়া। যাকে আপনি ভালোবাসেন তার সাথেই সম্পর্কে জোরালো করা।
তবে যেহেতু আপনি একইসঙ্গে দুইজনকে ভালোবেসে ছিলেন, আপনার মনের ভিতর আগের জনের জন্য কোন রকমের ফিলিংস থাকতেই পারে। তবে যোগাযোগ কমিয়ে দেওয়া কিংবা বন্ধ করে দেওয়া এবং নতুন রিলেশনে ফোকাস করলে তা আস্তে আস্তে থাকবে না বললেই চলে।
কোন একটা রিলেশনের মধ্যেও দ্বিতীয় কাউকে পছন্দ হওয়া মানে সেই রিলেশনে একটা কিছুর ঘাটতি থাকা। হতে পারে সেটা ইমোশনাল, মেন্টাল কিংবা অন্য কিছু। সঙ্গীর কাছ থেকে সময় এবং কিছুটা ভালোবাসা হয়তো ঘুচিয়ে দিতে পারে সকল ঘাটতি। খোলাখুলি কথা বলুন। নিজেদের মধ্যের সকল দূরত্ব মিটিয়ে নিন। যদি একই সময়ে দুইজনকে ভালোবেসে ফেলেন, তাহলে গুরুত্ব দিয়ে ভাবুন সবদিকগুলো। আর বেঁছে নিন আপনার উপযুক্ত জনকে।
Leave a Reply