উবুন্টু লিনাক্স অনেক জনপ্রিয় একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। কিন্তু সবাই লিনাক্স শুনলেই মনে করে এটা অনেক কঠিন আর জটিল একটি অপারেটিং সিস্টেম, তার চেয়ে বরং উইন্ডোজই চালাই। কিন্তু সত্যি বলতে উইন্ডোজের চেয়ে উবুন্টু লিনাক্স ব্যবহার অনেক বেশি সহজ।
লিনাক্সকে আরও বেশি সহজ করেছে উবুন্টু যার জনপ্রিয়তা উন্নত দেশে অনেক বেশি। উন্নত দেশের বেশিরভাগ মানুষেই এখন লিনাক্স ব্যবহার করছে। লিনাক্স ব্যবহারকারীরা খুব সহজে হ্যাকিং সমস্যায়ও পড়ে না।
লিনাক্স অনেক বেশি সিকিউরড্ যা উইন্ডোজে আপনি পাবেন না। লিনাক্সে ভাইরাস নিয়ে মাথা ঘামাতে হয় না। আর এই জন্যই লিনাক্সের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আমাদের দেশেও অনেকেই এখন লিনাক্সের দিকে ঝুঁকছে।
চলুন জেনে নেয়া যাক, কেন উবুন্টু লিনাক্স ব্যবহার করা উচিত।
উবুন্টু লিনাক্স ব্যবহার করবেন যে কারণে
উবুন্টু ইউজার ফ্রেন্ডলি
অনেক কম্পিউটার ইউজারই মনে করেন লিনাক্স ব্যবহার করা খুব কঠিন এবং এটি শুধুমাত্র ডেভেলপারদের জন্য। এটা তাদের জন্য খুব বড় একটি ভুল। উবুন্টু লিনাক্স একটি পারফেক্ট বাস্টার হিসাবে কাজ করে। উইন্ডোজ ইনস্টল করার মতই এটিও ইনস্টল করা খুবই সহজ।
একজন কম্পিউটার ব্যবহারকারী যার কিছু সাধারণ নলেজ জানা থাকবে, তিনিই এই অপারেটর সিষ্টেম খুব সহজেই চালাতে পারবেন। কেননিকাল বহু বছর ধরে তাদের উইন্ডোজ ইন্টারফেস তেমন একটা উন্নত করেনি, তাই মানুষ এখন লিনাক্সেই উইন্ডোজের চেয়ে ভাল মনে করছে।
উবুন্টু একেবারেই ফ্রি
এই লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারের সবচেয়ে বড় কারণ হল এটি একেবারেই ফ্রি। ডাউনলোড করা কিংবা ইনস্টল করতে একটা টাকাও আপনার লাগবে না। তাদের ওয়েবসাইট থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারেন আর এক্সপেরিয়েন্স নিতে পারেন একেবারেই সিম্পল অপারেটিং সিস্টেমের।
আর এই লিনাক্সের সাথে শত শত সফটওয়্যার পাবেন একেবারে ফ্রিতে। কয়েক মাস আগেই লিনাক্স তাদের নতুন ১৮.০৪ ভার্সন বের করে। তাদের ওয়েবসাইটে গিয়ে সহজেই উবুন্টু লিনাক্সের নতুন ভার্সণ ডাউনলোড করতে পারবেন।
ভাইরাসবিহীন লিনাক্স
লিনাক্সের সবচেয়ে বেশি এবং খুব ভাল একটি দিক হল ভাইরাসহীনতা। মানে আপনি একেবারে নিশ্চিত থাকুন, এখানে কোন ভাইরাস নাই। ১০০% ভাইরাস নেই এই কথাটি বলা যায় না, তবে উইন্ডোজের তুলনায় একেবারেই ভাইরাস নাই।
ফলে ব্যবহারকারীদের অতিরিক্ত টাকা খরচ করে এন্টিভাইরাস কিনতে হবে না। এটা বানানোর সময়েই ফায়ারওয়াল এবং ভাইরাস প্রটেকশনে বানানো হয়েছে।
কাস্টমাইজ করা যায় ইচ্ছা মতো
এটাই লিনাক্সের একটা বড় স্বাধীনতা, যেটি উইন্ডোজে পাবেন না। এখানে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। আপনার যদি ডেক্সটপের থিম পছন্দ না হয়, পাল্টাতে পারবেন খুব সহজে। এখানে অনেক অপশন পাবেন, নিজের মত করে কাস্টমাইজ করার।
অনেক নতুন ইউজাররাই জানে না জিনোম বেস Ubuntu নিয়ে। আপনার কোন ধরণের ব্যবহারের জন্য আপনি চাচ্ছেন, তার উপর এখানে অনেক ধরণের Ubuntu পাবেন। যদি আপনার ডেক্সটপ লো কনফিগারেশনের হয়ে থাকে, তাহলে আপনি ইউজ করতে পারেন Lubuntu, xubuntu। আবার এডুকেশনাল উদ্দেশ্যে গ্নমে অথবা Ubuntu Mate ইউজ করতে পারেন। হাজার হাজার চয়েস এখানে আপনার জন্য আছে।
উবুন্টু লিনাক্স কমিউনিটি
অন্যান্য লিনাক্সের মতো এই লিনাক্সের আছে শক্তিশালী কমিউনিটি সাপোর্ট। এটা এই লিনাক্সের সবচেয়ে বড় একটি সুবিধাজনক দিক। আপনি অনলাইনে তাদের ফোরামে গিয়ে যে কোন সমস্যা নিয়ে কথা বলতে পারেন এবং আপনি নিশ্চিত থাকুন ২৪ ঘন্টার মধ্যেই আপনি তাদের আন্সার পাবেন। উইন্ডোজের মতোই এই কমিউনিটি অনেক শক্তিশালী এবং স্ট্রং।
নিন্ম সিস্টেমেই চলবে
দুইটা স্পেসিফিক ফ্লেভোর Lubuntu এবং xubuntu এমনভাবে ডেভেলপ করা হয়েছে, যাতে লো কনফিগারেশন হলেও চলে। আপনার পিসির ৭০০ মেগা হার্জ প্রসেসর এবং ৫১২ এম্বি র্যাম আর ৫ জিবি হার্ডডিক্স থাকলেও এই সিস্টেম চালাতে পারবেন। যেখানে উইন্ডোজ এক্সপিও চলবে না। লিনাক্সের এই সুবিধার কারণে সহজেই রাসবেরিফাইতে সমর্থন করে।
সফটওয়্যারের ভান্ডার লিনাক্স
লিনাক্সে মনের মত সফটওয়্যার খুব সহজেই পাবেন। কারণ তাদের আছে নিজস্ব সসফটওয়্যার সেন্টার। ইনস্টল করতে কেবল একটি ক্লিকেই যথেষ্ট আর এই সফটওয়্যারগুলোও ভাইরাসবিহীন সফটওয়্যার। সিম্ফল লাইন কমান্ডের মাধ্যমেও আপনি কিছু সফটওয়্যার ডাউনলোড করতে পারেন।
উবান্টুতে এখন অনেক প্রি-ইনস্টল সফটওয়্যার এসেছে। যেমন গ্লিম্প, ক্রোমিয়াম, ভিএলসি এবং ফায়ারফক্স। লিনাক্সের সফটওয়্যারগুলো একেবারেই ফ্রিতেই থাকে।
উন্নত কম্পাটিবিলিটি
উবান্টুর নতুন ভার্সনে তারা এনেছে লিনাক্সের নতুন কার্ণেল। এখন এই লিনাক্স অনেক পুরানো হার্ডওয়্যার দিয়েও চলবে। উবান্টু অনেক নতুন নতুন প্রি ইনস্টল ড্রাইভার এনেছে যা দ্বারা আপনার টাইমও সেভ হবে। এটাও লিনাক্সের একটি ভাল দিক।
এটি উন্মুক্ত উৎস
উবান্টু লিনাক্স একটি ওপেন সোর্স। এই ওপেন সোর্সের ব্যাখ্যা দিতে গেলে অনেক কিছুই লেখা যাবে কিন্তু বলে শেষ হবে না। তবে এতটুকু বলে রাখি, এই ওপেন সোর্সকে বলা হয় ফস (Foss) এবং এটা দিয়ে অনেক কাজ করা যাবে যা উইন্ডোজ দিয়ে করা যাবে না। প্রোগ্রামার আর হ্যাকার ছাড়াও সাধারণ ইউজারদের জন্যেও এটা খুব কাজে আসার মত একটা উৎস।
উবান্টু লিনাক্স নিয়ে এত সব জানার পর আপনি কি এখনো উইন্ডোজ ব্যবহার করতে চান? আমি বলব যদি আপনার উইন্ডোজ ভাল লাগে তাহলে উইন্ডোজেই ব্যবহার করুন। উইন্ডোজকে আপডেট করুন। এখন কিন্তু উইন্ডোজও লিনাক্সের দেখাদেখি ইউজারদের জন্য অনেক কাস্টমাইজেশন অপশন দিচ্ছে। তবে অনেক বেশি কাস্টমাইজ করতে চাইলে আর স্বাধীনভাবে ইউজ করতে চাইলে লিনাক্সে আপনাকে স্বাগতম। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।
Sohanur Rahman says
আমি প্রথমে Nerdean থেকে গাইড ফলো করেছিলাম, কিন্তু সব কিছু পরিষ্কার ছিলো না, অর্থাৎ বুঝতে অনেক সমস্যা হয়েছিলো, কিন্তু আপনার লেখা পাওয়ার পর এখন সব পানির মত ক্লিয়ার লাগতেছে।