সাধারণত আপনি আপনার ইউটিউব ভিডিও প্রমোট করেন থাকেন টুইটারে শেয়ার করে। তবে আপনি যদি একধাপ এগিয়ে যেতে চান, তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো ইন্সটাগ্রামে শেয়ার করা উচিত, যদিও টুইটার আর ইন্সটাগাম প্রায় একই।
টুইটার মূলত ফোকাস করে ম্যাসেজ টাইপ টুইটের উপর, অন্যদিকে ইন্সটাগামের ফোকাস হলো ছবি, ভিডিও এসবের উপর। এছাড়া ইন্সটাগ্রাম অ্যাপটি এমনভাবে ডিজাইন করা যাতে করে স্মার্টফোন অথবা ট্যাবলেট দিয়ে সহজেই ব্যবহার করা যায়। আবার এটি কম্পিউটার ওয়েব ব্রাউজার দিয়েও ব্যবহার করা যায়।
ফেসবুক এবং ইন্সটাগাম দুইটি আলাদা হলেও আপনি চাইলেই ফেসবুকের সাথে আপনার ইন্সটাগ্রাম জয়েন করে দিতে পারেন। এতে করে আপনি ইন্সটাগামে যে ভিডিওটি শেয়ার করবেন সেটা ফেসবুকেও শেয়ার হয়ে যাবে। একইভাবে টুইটারেও শেয়ার করতে পারেন।
ইউটিউব ভিডিও প্রমোট করুন ইন্সটাগ্রামে
ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট সেট আপ এবং ম্যানেজ করা খুবই সহজ। প্রথমে আপনার স্মার্টফোন অথবা ট্যাবলেট থেকে ইন্সটাগ্রামের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে নিন নিচের লিংকে ক্লিক করে।
এরপর “সাইন আপ” করে আপনার অ্যাকাউন্টের একটি ইউনিক ইউজার নেম দিন। তারপর অ্যাকাউন্টের প্রোফাইলে আপনার কোম্পানির লগো ব্যবহার করুন। যদি পারেন তাহলে আপনার সব সোশাল মিডিয়া অ্যাকাউন্টে একই ইউজার নেম ও কোম্পানির একই লোগো ব্যবহার করুন।
আপনার অ্যাকাউন্ট সেট আপ হওয়ার পর “প্রোফাইল” আইকনে ক্লিক করুন, তারপর “এডিট প্রোফাইল” বাটনে ক্লিক করুন। এখানে আপনার প্রোফাইলে মাত্র একটি ওয়েবসাইট ইউআরএল সেট করা যাবে। আপনি আপনার ইনফো ফিল্ডে ইউটিউব চ্যানেলের ইউআরএল অ্যাড করে দিন। এটি আপনার সম্পর্কে এবং আপনার চ্যানেল সম্পর্কে সবাইকে জানতে সাহায্য করবে।
ইন্সটাগাম দিয়ে ছবি ও ভিডিও শেয়ার করা যায় বলে এটি একটি ইউটিউব চ্যানেলকে সহজেই প্রমোট করতে পারে। মনে করুন আপনি যখন একটি ইউটিউব ভিডিও প্রমোট করতে যাবেন, তখন ইন্সটাগ্রাম আপনার ভিডিওটির একটি ছোট ইমেজ তৈরি করবে। যেখানে একটি ম্যাসেজ লেখা থাকবে যা মানুষকে আপনার নতুন ভিডিওটি দেখতে উৎসাহিত করবে। এছাড়াও, এতে এই ভিডিওটির একটি ইউআরএল অ্যাড করা থাকবে।
এছাড়া, ইউটিউব ভিডিও প্রমোট করতে আপনি আরেকটি কাজ করতে পারেন। তা হলো আপনি আপনার নতুন ইউটিউব ভিডিওটির জন্য আরেকটি শর্ট ভিডিও তৈরি করতে পারেন। মানে আপনার ভিডিওটির একটি রিভিও। তারপর সেটা ইন্সটাগামে শেয়ার করে সাথে আপনার ইউটিউব ভিডিওটির লিংকও অ্যাড করে দিতে পারেন।
এদিকে আপনাকে ইন্সটাগামে আপনার ফলোয়ার সংখ্যা বাড়াতে হবে। ইন্সটাগ্রামে যে ভিডিও বা ছবি শেয়ার করবেন সেটা আপনার ফেসবুক অ্যাকাউন্টেও কানেক্ট করে দিন। এতে আপনার ইউটিউব চ্যানেলে ভিউয়ার বাড়বে। আর অবশ্যই আপনার পোস্টে যারা কমেন্ট করবে বা কোনো প্রশ্ন করবে, তাদের প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবেন।
এছাড়া আপনি পেইড অ্যাডভারটাইজিং করতে পারেন। এতে করে আপনি খুব তাড়াতাড়ি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। অ্যাকাউন্ট ম্যানেজ করা, ইউনিক কনটেন্ট তৈরি করা এসবের মাধ্যমেই আপনার চ্যানেল এগিয়ে যাবে।
শেষ কথা
এই আর্টিকেল পড়ে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউব ভিডিও প্রমোট করবেন এবং আপনার ইউটিউব চ্যানেলের সাবসক্রাইবার বাড়াবেন। এই বিষয়ে আরো কিছু জানার থাকলে কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।
শাহরিয়ার আহমেদ says
তবে যাই বলেন, ফলোয়ার যদি হাজার বা মিলিয়ন না হয় তবে ইন্সটাগ্রাম ব্যবহার করে কোনো লাভ বা ফায়দা নেই 🙂