আপনাদের অনেকেরই ইউটিউব চ্যানেল রয়েছে, নিদেন পক্ষে একটা ফেসবুক পেজ রয়েছে। আর তার জন্যে মাঝে মধ্যেই ভিডিও করতে হচ্ছে। এমনকি, ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ছাড়াও অনেকেই ভিডিও তৈরি করে থাকেন।
আর এ-সব ভিডিওতে টেক্সট্ বা কথা বসানোর প্রয়োজন পড়ে। বিশেষ করে ভিডিও টাইটেল ও ভিডিও বর্ণনা, চ্যানেল সাবস্ক্রাইব করার প্রমোশনাল টেক্সট্ ইত্যাদি ব্যবহার করতে হয়। এ-সব টেক্সট্ যদি অ্যানিমেটেড হয়, তাহলে দেখতে যেমন সুন্দর লাগে, দর্শককেও টানা যায় সহজে।
অ্যানিমেশন টেক্সট্ লেখার অ্যাপ
এখানে আমি এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে আলোচনা করছি যা আপনার তৈরি বা রেকর্ড করা ভিডিওতে অ্যানিমেটেড টেক্সট্ যোগ করতে সাহায্য করবে। অ্যাপটির নাম Legend – Animate Text in Video যা প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে পারেন।
অ্যানিমেটেড টেক্সট্ লেখার অ্যাপটি যেভাবে ব্যবহার করবেন-
- ইনস্টল ও ওপেন করুন।
- যে কোন টেক্সট্ লিখুন।
- টেক্সট্ অ্যানিমেশন স্টাইল ও কালার সিলেক্ট করুন।
- সেভ করুন কিংবা শেয়ার করুন।
ভিডিওতে অ্যানিমেশন টেক্সট্ অ্যাড করার অন্যান্য ফিচার
- ২০টি অসাধারণ অ্যানিমেশন স্টাইল।
- যে কোন ইমেজকে ব্যাকগ্রাউন্ড হিসেবে যোগ করার সুবিধা।
- ব্যাকগ্রাউন্ডের জন্যে অনলাইনে ফ্রি ইমেজ সার্চ করার অপশন।
- ইমোজি সাপোর্ট।
- অ্যানিমেটেড জিপ।
- অটো-প্লেয়িং জিপ।
- ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও বাইনে শেয়ারিং সুবিধা।
দেলোয়ার হোসেন দিহান says
ভিডিও মেকারদের জন্যে দরকারি এই টিউটোরিয়ালটি লেখার জন্যে লেখককে ধন্যবাদ।