অনলাইনে চাকরি করতে চান আর আর্টিকেল লিখে আয় করতে চান, এফিলিয়েট প্রোগ্রামে জয়েন করতে চান আর গুগল অ্যাডসেন্স পেতে চান; ইংরেজীতে দক্ষতা অর্জণ আপনার জন্য অপরিহার্য্য। ভালভাবে ইংরেজী শেখার জন্য আপনার হাতের কাছে প্রচুর রিসোর্চ থাকা চাই। সবচেয়ে সহজলভ্য রিসোর্চ আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন আর ফোনের জন্য সেরা কিছু ইংরেজী শেখার অ্যাপ।
আমরা সবাই হয়তো ইংরেজী শেখার ইচ্ছা রাখি, কিন্তু সময় আর সুযোগের অভাবে ইচ্ছাটা শুধু ইচ্ছাই রয়ে যায়। যদি সময় বাঁচিয়ে অবসর সময়ে যে কোন স্থানে আপনাকে ইংরেজী শেখার সুযোগ দেওয়া হয়, তাহলে হয়তো আপনিও ইংরেজী স্কিল বাড়িয়ে নিতে চাইবেন। আপনাকে ঘরে বসে ইংরেজী শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য গুগল প্লে জুড়ে রয়েছে প্রচুর অ্যাপ। সেখান থেকে বাছাই করা সেরা ১০টি অ্যাপ নিয়ে আজকের আয়োজন।
সেরা ১০টি ইংরেজী শেখার অ্যাপ
পার্কে কিংবা ফাস্টফুডে বসে আছেন, কেউ একজন আসবে, কিন্তু সময় তো আর কাটছে না; কী করবেন? মোবাইল নিয়ে বসে পড়ুন, এই অ্যাপগুলোর যে কোনটি ওপেন করে নিন।
অফিসে যাচ্ছেন কিংবা অফিস থেকে বাসায় ফিরছেন, গাড়িতে বসে থাকছেন ঘন্টার পর ঘন্টা, দিনের সবচেয়ে বোরিং সময় এটি। এই বিরক্তিকর সময়টাকে কাজে লাগিয়ে দিন ইংরেজী শেখায়। সময়টাও ভাল কাটবে, নিজের যোগ্যতায়ও যোগ হবে নতুন মাত্রা।
হ্যা, আপনার এন্ড্রয়েড ফোনটাই আপনাকে নিজের মত করে শিখিয়ে দেবে ইংরেজী। সাথে শিক্ষকের ভুমিকায় থাকবে ইংরেজী শেখার অ্যাপ। তাহলে চলুন, আপনাকে পরিচয় করিয়ে দেই কিছু অ্যাপের সাথে, যেগুলো আপনাকে করে তুলবে ইংরেজীতে পারদর্শী।
Learn English Speak English
ইংরেজী শিখুন, ইংরেজীতে কথা বলুন – এই মোটিভেশনাল মুভমেন্টকে সামনে রেখে SpeakingPal inc আপনার জন্য তৈরি করেছে ইংরেজী শেখার এই দারুণ অ্যাপটি। ইংরেজীর বাইরে ভিন্ন ভাষাভাষীর প্রায় ৫ মিলিয়ন মানুষ প্রতিদিন এই অ্যাপটি ব্যবহার করে গাড়িতে, বাড়িতে, আড্ডায় বসে ইংরেজী শিখছে।
নেটিভ স্পিকার অর্থ্যাৎ যাদের মূল ভাষাই ইংরেজী, তাদের দিয়ে তৈরি করা ১ মিলিয়ন বাক্য আর ২ হাজারেরও বেশি ভিডিও ডায়ালগ জুড়ে দেয়া হয়েছে অ্যাপটিতে। যারফলে, আপনি যেমন ইংরেজী বাক্য গঠন প্রক্রিয়াটা সহজে বুঝতে পারবেন, তেমনি বাক্যগুলোর সঠিক উচ্চারণ শিখে ফেলবেন একদম একজন অ্যামেরিকান কিংবা লন্ডনী লোকজনের মতই।
English Grammar Ultimate
আপনি যদি ইংরজী লেখা কিংবা বলায় গ্রামার মেনে না চলেন, তাহলে আপনার লেখা ও বলা কোনটাই অন্যকে আকৃষ্ট করতে পারবে না। তাই, গ্রামারের সঠিক ব্যবহার শেখার জন্য এই অ্যাপটি ব্যবহার করুন। টেনস্ রুল, ভয়েস চেঞ্জ এবং ডিরেক্ট ও ইন্ডিরেক্ট নেরেশানসহ ইংরেজী গ্রামারের প্রায় সব বিষয়ই শেখার সুযোগ রয়েছে এই অ্যাপে।
ইরেজীতে কোন আর্টিকেল লেখা কিংবা কারো সঙ্গে কথা বলার সময় আমরা সচরাচর যে ছোট-খাট ভুলগুলো করে থাকি, তার সবটিই শুধরে নেয়া যাবে এই অ্যাপটি ব্যবহার করে। উপরন্তু, ইংরেজী শেখার উপর বিভিন্ন ধরণের আর্টিকেল এবং কুইজ রয়েছে অ্যাপটিতে যা আপনার ইংরেজী দক্ষতা বাড়িয়ে দেবে বহুগুণ।
Learn English Vocabulary
ইংরেজীতে কোন কিছু লেখার সময় যদি আপনি প্রায় এই সমস্যায় পড়েন যে, ঠিক সময় ঠিক শব্দটি খুঁজে পাচ্ছেন না। মনে আসছে আসছে করেও আসছে না কিংবা বিকল্প কোন শব্দও মনে করতে পারছেন না। তাহলে বুঝবেন আপনার ভোকাবুলারি কম অর্থাৎ যথেষ্ট পরিমাণ ইংরেজী শব্দ আপনার মাথায় নেই। সেক্ষেত্রে এই অ্যাপটি আপনার জন্য আদর্শ।
যারা ইংলিশে একটু আধটু ধারণা রাখেন এবং ইংলিশে দক্ষতা আরও বাড়াতে চান, তাদের জন্য বেস্ট অ্যাপ এটা। বিশাল শব্দভাণ্ডার আপনার ইংরেজীতে এনে দেবে এক অনন্য আভিজাত্য। ইংরেজীর ভাব গাম্ভির্যে ডুব দিতে আপনাকে অনেক হেল্প করবে। সাথে রয়েছে সুন্দর সুন্দর ছবি আর ছয় হাজার শব্দের মোটা সোটা ডিকসনারি। ভয়েস ট্যান্সলেটারে সুবিধা দিতেও কার্পণ্য করবে না অ্যাপটি।
English Conversation Practice
যদি আপনি ইংরেজীর নতুন শিক্ষার্থী হয়ে থাকেন এবং দ্রুত ইংরেজীতে কথা বলা শিখতে চান, তাহলে আপনার জন্য বেস্ট হবে এই ইংরেজী শেখার অ্যাপ। অ্যাপটির ২০০ কথোপকথন আপনাকে ইংরেজী বলতে সাহস যোগাবে। সাথে রয়েছে আপনার ইংরেজী শিক্ষার সফরকে কমফোর্টেবল করার জন্য মজার মজার কুইজ।
ইংরেজী কথোপকথনে তুখোড় হওয়ার জন্য আপনার প্রয়োজন ইংলিশ লিসেনিং, আন্ডারস্ট্যান্ডিং এবং স্পিকিং পাওয়ারকে উন্নত করা। এই অ্যাপের দারুণ দারুণ ফিচারগুলো আপনার কথোপকথনকে সুন্দর, মার্জিত এবং গতিশীল করতে সাহায্য করবে। এখানে প্রচুর লিসেনিং এক্সারসাইজ রয়েছে, আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য রয়েছে কুইজ প্রতিযোগীতা, স্পিকিং স্কিল বাড়ানোর জন্য রয়েছে কনভারসেশন প্র্যাকটিস। আর এত কিছুর পরও অ্যাপটি ফ্রি।
Hello English
Cultare Alley Education এর ডেভলপ করা Hello English অ্যাপটি স্পিকিং ইংলিশের পাশাপাশি আপনাকে গ্রামারও শিখেয়ে নেবে। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের অ্যান্ড্রয়েড ইউজারদের মধ্যে ২৪ মিলিয়ন শিক্ষার্থী এই অ্যাপটি ব্যবহার করে ইংলিশ শিখছে। এই অ্যাপে থাকা ৪৭৫টি ইন্টারঅ্যাকটিভ লেসন আপনাকে ইংলিশ কথোপকথন, গ্রামারের খুঁটিনাটি রুল, ভোকাবুলারিসহ আরো অনেক কিছু শেখার সুযোগ করে দিচ্ছে একদম ফ্রিতে।
এখানে যে ৫টি ইংরেজী শেখার অ্যাপ নিয়ে আলোচনা করা হয়েছে তার সবটিই আপনাকে যেখানে সেখানে ইংরেজী শিখতে সহায়তা করবে। তবে ইংরেজী শেখার জন্য সবচেয়ে বেশি জরুরী আপনার ইচ্ছা শক্তি। সেটি যদি থাকে তো এই অ্যাপগুলো আপনার ভেতরের শক্তিকে বাইরে নিয়ে এসে আউটসোর্সিং, চাকরিসহ যে কোন সেক্টরে আপনাকে আলোকিত করে তুলবে। যদি সত্যিই আগ্রহী হয়ে থাকেন, যদি সত্যিই চান এগিয়ে যেতে, তবে এখনই ডাউনলোড করে নিন আপনার পছন্দের অ্যাপটি, আর শুরু করে দিন ইংরেজী শেখার নতুন সফর।
Leave a Reply