বর্তমান বিশ্বে উন্নতির জন্য ইংরেজি শেখার কোন বিকল্প নেই। অর্থনৈতিক উন্নতি এবং জ্ঞান অর্জন করতে ইংরেজি জানা আবশ্যক। আমরা প্রাতিষ্ঠানিকভাবে যে ইংরেজি জ্ঞান পাই তা খুবই অপ্রতুল এবং নিয়মিত অনুশীলন না করার ফলে আমাদের ইংরেজি দক্ষতা কমে যেতে থাকে। কিন্তু ইংরেজি শেখার অ্যাপস্ ব্যবহার করে অনায়াসেই সেই দক্ষতাকে বাড়িয়ে নেয়া যেতে পারে।
অনেকে বিভিন্ন ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকে, কিন্তু সুযোগের অভাবে নিয়মিত চর্চা করা হয়ে উঠে না। কিন্তু এটা কেমন হয়, যদি আমরা আমাদের সার্বক্ষণিক সঙ্গী মোবাইল ফোনটিকে ইংরেজি শিক্ষার মাধ্যম হিসেবে পরিণত করতে পারি। বর্তমান যুগে আমরা খুব সহজেই এটা করতে পারি। আজকে ইংরেজি শেখার জন্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপস নিয়ে আলোচনা করব।
ইংরেজি শেখার অ্যাপস্
আপনি যদি ঘরে বসে আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিংবা ভালো কোনও জব পেতে চান, তবে আপনাকে অবশ্যই আপনাকে ইংরেজী শিখতে হবে। ইংরেজী শেখার জন্যে বিভিন্ন ভাষাভাষির মানুষদের জন্যে প্লে-স্টোরে প্রচুর অ্যাপ রয়েছে। তার মাঝে কিছু কিছু অ্যাপ রয়েছে যেগুলো বিশেষভাবে কোন একটি ভাষার জন্যে ডিজাইন করা হয়েছে। আর ওই সব অ্যাপ দিয়ে আমাদের বাংলাদেশের মানুষদের জন্যে ইংরেজী শেখা একটু কঠিন হয়ে যাবে।
যেমন, ফ্রেঞ্চ ভাষার মানুষদের জন্যে ইংরেজী শেখার যে-সব অ্যাপ, সেগুলো আমাদের বাংলা ভাষার মানুষদের জন্যে খুব বেশি কাজে লাগবে না। তাই, আমি এখানে এমন অ্যাপগুলোই বাছাই করেছি যেগুলো বাংলা ভাষাভাষীদের ইংরেজী শেখার জন্যে দারুণ কাজে দেবে।
১. হ্যালো ইংলিশ (Hello English)
Hello English Apps কে ইংরেজি শেখার জন্য আমি লিস্টের প্রথমে রাখবো। ভারতীয় উপমহাদেশের জন্য এই অ্যাপটি সবচেয়ে ভালো একটি apps। এটি বাংলা থেকে ইংরেজি ভাষা শেখা সমর্থন করে। বাংলা ছাড়াও এটা দিয়ে হিন্দি, উর্দু, তামিল, মালায়ালম, পাঞ্জাবি সহ ভারতের সকল ভাষা থেকে ইংরেজি শেখা যায়। এছাড়াও ইন্দোনেশিয়া, থাই, চাইনিজ, এরাবিক, পর্তুগিজ, তুর্কীস ও নেপালি ভাষা থেকে ইংরেজি শেখা যায়। এটা 2016 সালে গুগলের best apps নির্বাচিত হয়েছিল। এই অ্যাপস এ অনেক কার্যকরী কিছু বৈশিষ্ট্য যোগ করা হয়েছে যেগুলো ব্যবহারকারীদেরকে খুব সহজে ইংরেজি শিখতে সাহায্য করবে।
Hello English Apps ইংরেজিতে গ্রামার শেখা এবং কথা বলা শেখার জন্য খুব কার্যকরী একটি apps। এটা সাধারণ ব্যবহারকারীদের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে। এটা beginner এবং advance উভয় ব্যবহারকারীদেরই কাজে আসবে। এতে 475 লেসন রয়েছে, যা MCQ আকারে ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা হয়। ভুল হলে সাথে সাথে সংশোধন করে দেওয়া হয়। সেই সাথে পয়েন্ট এর ব্যবস্থা রয়েছে, যা ব্যবহারকারীদেরকে ইংরেজি শিখতে অধিক মনোযোগী করে।
এতে reading, translation, spelling, grammar ও ভোকাবুলারির উপর ভিত্তি করে অনেক লেসন রয়েছে। যা তাৎক্ষণিক ফলাফল প্রদর্শন করে এবং গ্রামারের অনেক সহায়ক টিপস প্রদান করে থাকে।
এতে ইংরেজি শেখার জন্য যে কোনো বিষয় নিয়ে শিক্ষকদের সাথে আলোচনা করা যায় এবং যে কোন সমস্যার সমাধান পাওয়া যায়। শিক্ষকগণ গ্রামার এবং অনুবাদ বিষয়ক সহায়তা করে থাকেন।
এতে conversation practice game রয়েছে, যা আমরা প্রতিদিনের কথোপকথনে যেসব বাক্য ব্যবহার করে থাকি তা অনুশীলন করার সুযোগ রয়েছে। যাকিনা সহজেই ইংরেজী কথোপকথনের দুর্বলতা কাটিয়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করতে পারে।
এতে 10,000 শব্দ দ্বারা গঠিত dictionary রয়েছে যা আমাদের নতুন শব্দ শিখতে এবং উচ্চারণ শিখতে সহায়তা করে থাকে।
এই apps ব্যবহারকারীদের অর্জিত পয়েন্টের তালিকা প্রকাশ করে। যেটা কিনা নিজ ভাষায় বিভিন্ন ব্যবহারকারীদের অবস্থান প্রদর্শন করে। এতে যে কেউ নিজের ইংরেজি চর্চার অবস্থা সম্পর্কে জানতে পারে এবং নিজেকে আরো তৎপর করতে পারে।
তাই ইংরেজী ভীতি কাটিয়ে উঠতে এখনই এটা ব্যবহার করে দেখতে পারেন। এটা ইংরেজি শেখার জন্য গুরুত্বপূর্ণ একটি অ্যাপস্।
২. Doulingo – Learn languages For Free
এই অ্যাপস টি ইংরেজি শেখার জন্য basic level এর একটি অ্যাপস। এতে ইংরেজি ছাড়াও স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান, রাশিয়ান, পর্তুগিজ, তুর্কিশ, ডাচ্, আইরিশ, ডেনিশ, সুইডিশ, ইউক্রেনিয়ান, স্পেরান্টো, পোলিশ, গ্রীক, হাঙ্গেরিয়ান সহ আরো কিছু ভাষা সমর্থন করে।
এতে মজার কিছু গেমস রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা speaking, writing, reading, listening এ দক্ষ হয়ে উঠতে পারে। এই অ্যাপসটি ব্যবহারকারীদের কথা চিন্তা করে খুব সহজ ভাবে তৈরি করা হয়েছে। এতে প্রশ্ন উত্তর এবং অনুশীলনীর মাধ্যমে vocabulary এবং grammar এর দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করা হয়েছে।
এই অ্যাপসটি 2013-14 সালে গুগল এডিটরস চয়েজ এবং best of the best নির্বাচিত হয়েছিল। ইংরেজি শেখার অ্যাপস্ হিসেবে আমি মনে করি Doulingo অসাধারণ।
৩. Memrise: Learn Languages Free
এই অ্যাপসটি google play এডিটরস চয়েজ 2017 সালে best apps নির্বাচিত হয়েছিল। এই অ্যাপসের মাধ্যমে শুধু ইংরেজি নয় জাপানি ভাষা, কোরিয়ান ভাষা, চাইনিজ ভাষা সহ আরও 15 টি ভাষা শেখার ব্যবস্থা রয়েছে।
এই অ্যাপসটিতে মূলত সহজভাবে vocabulary মনে রাখার কৌশল দেখানো হয়েছে। কিভাবে সহজে vocabulary মনে রাখা যায়, এই অ্যাপসটি মূলত সেই বিষয়ের প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। কারো যদি ভোকাবুলারির দুর্বলতা থাকে তবে এই অ্যাপসটি ব্যবহার করে দেখতে পারেন আশা করি উপকার পাবেন।
Vocabulary ছাড়াও গ্রামার শেখার জন্য এই অ্যাপসটি অধিক কার্যকরী।
৪. Learn English with Babbel
এই অ্যাপসটির মাধ্যমে ইংরেজিতে কথোপকথন দক্ষতা সহজেই বৃদ্ধি করা যাবে। তাছাড়া ইহা vocabulary শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। ইংরেজি বোঝার জন্য এতে ইংরেজি phrase কেউ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে গুরুত্বপূর্ণ চারটি বৈশিষ্ট্য রয়েছে যেগুলো হচ্ছে শব্দ চিহ্নিতকরণ, ছবি চিহ্নিতকরণ, উচ্চারণ, শূন্যস্থান পূরণ।
এতে কার্যকরীভাবে vocabulary শেখার ব্যবস্থা রয়েছে। ইউরোপে বহুল ব্যবহৃত শব্দ সমূহ থেকে vocabulary শেখার তালিকা তৈরি করা হয়েছে।
Learn English with Babbel এর অনুশীলনী সমূহ প্রাত্যহিক জীবনের আলোকে তৈরি করা হয়েছে। কিভাবে নিজেকে উপস্থাপন করতে হয়, কিভাবে রেস্টুরেন্টে খাবার অর্ডার করতে হয়, এ বিষয় সহ আরো অনেক বিষয় সমূহ এর অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অ্যাপসটিতে শেখার জন্য গুণগতমানের প্রতি অধিক নজর দেয়া হয়েছে।
৫. LearnEnglish Grammar
এই অ্যাপসটি মূলত গ্রামার শেখার জন্যই তৈরি করা হয়েছে। এর মাধ্যমে আপনি আপনার গ্রামার দক্ষতাকে সহজেই বৃদ্ধি করতে পারেন। এটা ব্রিটিশ কাউন্সিল কর্তৃক তৈরিকৃত একটি অ্যাপস। এতে ব্যবহারকারীদের দক্ষতা বিবেচনায় চারটি ধাপ রয়েছে। গ্রামারের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে ব্যবহারকারী উপরের ধাপে পদার্পণ করে থাকে।
এতে অনুশীলনের জন্য এক হাজারের মত প্রশ্ন রয়েছে। এর মাধ্যমে grammar চর্চা করা যাবে, সেই সাথে পরীক্ষার ব্যবস্থা রয়েছে।
৬. Improve English: Word Games (Knudge.me)
ইংরেজি শেখার অ্যাপস্ হিসেবে Improve English কিছুটা ভিন্ন কিন্তু কার্যকরী বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই অ্যাপসটিকে তালিকায় আরো উপরে রাখতে চেয়েছিলাম কিন্তু এর অফলাইন ভার্সন না থাকায় তালিকায় নিচে রাখলাম। তবে এটা অনেক কার্যকরী এবং ইহা হিডেন জেম ক্যাটাগরিতে ২০১৭ সালে গুগল প্লে কর্তৃক পুরস্কার পায়।
এতে সহজ থেকে শুরু করে বিভিন্ন স্তরের ভোকাবুলারি চর্চার ব্যবস্থা রয়েছে। দুই শতাধিক phrasal verb নিয়ে আলোচনা করা হয়েছে। আড়াই শতাধিক গুরুত্বপূর্ণ ইংরেজি idioms নিয়ে আলোচনা করা হয়েছে। দুই শতাধিক common confusing ইংরেজি শব্দ নিয়ে আলোচনা করা হয়েছে। ইংরেজি দক্ষতা বৃদ্ধির জন্য দশটা গেমস রয়েছে। এগুলো ছাড়াও আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যোগ করা হয়েছে।
৭. Bussu: Easy language Learning
এর মাধ্যমে ইংরেজি ছাড়াও বারোটি ভাষা শেখা যায়। এতে আশি মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। এই অ্যাপসটি Common European Framework of Reference এর ভাষা রীতি অনুযায়ী তৈরি করা হয়েছে। এতে যারা নতুন ইংরেজি শিখছেন এরং ইংরেজি পারেন তবে আরো ভাল করে শিখতে চান, উভয়ের জন্যই ভালো ব্যবস্থা রয়েছে। এতে সমৃদ্ধ অভিধানসহ সংলাপ অনুশীলনী, লেখা অনুশীলন এর ব্যবস্থা এবং পরীক্ষার ব্যবস্থা রয়েছে।
এই অ্যাপসটি ইংরেজি কথোপকথন শেখার উপর বেশি জোর দেয়া হয়েছে। এই অ্যাপসটি ইংরেজি মাতৃভাষার লোকদের সাথে কথা বলার সুযোগ রয়েছে, যা কিনা ইংরেজিতে কথা বলতে অনেক সহায়ক ভূমিকা পালন করতে পারে।
এর বিশেষ সুবিধাগুলোর মধ্যে রয়েছে, আপনি ম্যাক-গ্রো হিল এডুকেশন থেকে সনদপত্র পাবেন, ইংরেজি মাতৃভাষার লোকদের সহায়তা পাবেন, ভাষা শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে অনুশীলন করতে পারবেন। সম্পুর্ণ কোর্সটি ১৫০ টি বিভিন্ন ভাগে বিভক্ত, গ্রামারের উপর অনেক কার্যকরী টিপস রয়েছে। এটা অফলাইনে ব্যবহার করার সুযোগ রয়েছে।
৮. Rosetta Stone: Speak And Read New Languages
Rosetta Stone এ ইংরেজি ছাড়াও তেইশটি ভাষা শেখার ব্যবস্থা রয়েছে। এই পুরস্কার প্রাপ্ত অ্যাপসটি আপনাকে ছবির সাথে শব্দের সমন্বয়ের মাধ্যমে ইংরেজি শিখতে সহায়তা করবে। নতুন পদ্ধতি ব্যবহার করে আপনি ইংরেজিতে কথা বলা এবং পাঠ করতে পারবেন। গ্রামার এবং ভোকাবুলারি ব্যবহার করে স্বতঃস্ফূর্তভাবে ইংরেজিসহ যে কোন ভাষা শেখার ব্যবস্থা রয়েছে। শব্দ সনাক্তকরণের মাধ্যমে গল্প পাঠ করে উচ্চারণ শেখার ব্যবস্থা রয়েছে।
এতে ভাষার গঠনপ্রণালী নিয়ে আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন প্রকাশভঙ্গি সমূহ উপস্থাপন করা হয়েছে। এতে খাবার এবং পানীয় কিভাবে ফরমায়েশ করতে হয়, কিভাবে পথের নির্দেশনা করতে হয়, কিভাবে পণ্যের দরকষাকষি করতে হয়, কিভাবে নতুন বন্ধু তৈরি করতে হয়, সবই উপস্থাপন করা হয়েছে।
আপনারা যারা ইংরেজির পাশাপাশি অন্য ভাষা শিখতে চান তাদের জন্য বিশেষ সহায়ক হতে পারে।
৯. Magoosh Vocabulary Builder
এই অ্যাপসটি GRE, SAT, TOEFL শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে। এই অ্যাপসটি গুরুত্বপূর্ণ 1200 শব্দ নিয়ে গঠিত হয়েছে। তবে সাধারণ শিক্ষার্থীরাও এর থেকেও অনেক উপকৃত হবে। ইংরেজি শেখার অ্যাপস্ ক্যাটেগরিতে Magoosh Vocabulary Builder অনন্য বলে আমি মনে করি।
এটার শব্দ তালিকা Magoosh এর বিশেষজ্ঞ শিক্ষক Chris Lele দ্বারা তৈরি করা হয়েছে। যারা scholarship নিয়ে বাইরে যেতে চান, তাদের অনেক বেশি ইংরেজি শব্দ জানার প্রয়োজন পড়ে। এই অ্যাপসটি তাদের জন্য অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে।
এতে নৈর্ব্যক্তিক পদ্ধতিতে পরীক্ষা ব্যবস্থা রয়েছে, আপনি কোন শব্দ ভুল করলে সেটি বারবার অনুশীলনের মাধ্যমে শব্দটিকে আয়ত্ত করার ব্যবস্থা রয়েছে।
১০. Root Words
কোন শব্দ শেখার জন্য সেই শব্দের উৎপত্তি কোথা থেকে তা জানা জরুরি। সেই জন্য শব্দের root word জানা খুব জরুরী। এই অ্যাপসটির মাধ্যমে কোন ইংরেজি শব্দের root word জানতে পারবেন।
এতে root word জানার জন্য flash card এর ব্যবস্থা করা হয়েছে। এতে পরীক্ষার ব্যবস্থা রয়েছে, যা শব্দ শেখার জন্য অনেক সহায়ক।
এখানে যে অ্যাপসগুলোর বর্ণনা দেওয়া হয়েছে সেগুলো ইংরেজি শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু অ্যাপস্। আপনি যদি ইংরেজি শিখতে আগ্রহী হন, তাহলে এই অ্যাপসগুলো অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন।
আশা করবো, এগুলো থেকে অনেক সহায়তা পেয়ে থাকবেন। কিন্তু যে কথা না বললেই নয়, ইংরেজি শেখার জন্য আপনার চেষ্টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যত বেশি ইংরেজি চর্চা করবেন, ততবেশি ইংরেজিতে দক্ষ হয়ে উঠবেন।
আসলে যে কোনও কিছু শেখার জন্যেই পড়াশুনা করা প্রয়োজন, সেটা অনলাইনে হোক আর অফলাইনে হোক। অনলাইনে পড়াশুনা করার গুরুত্বপূর্ণ কিছু ওয়েবসাইট থেকে আপনি সব ধরণের শিক্ষাই পেতে পারেন, নিজেকে ভালভাবে গড়ে তুলতে পারেন।
Leave a Reply