বিগত ৮ই মে হতে ১০ই মে পর্যন্ত গুগল তাদের ২০১৮ সালের মধ্যে সকল অর্জন ও সম্ভাবনার কথা তুলে ধরেছে সারা বিশ্বে। গুগল আই/ও তে অনেক বড় ধরণের কিছু ঘোষণা পরিবেশন করার মাধ্যমে ইলন মাস্কের মতো ব্যাক্তিত্বকেও চিন্তার মুখে ফেলে দিয়েছে গুগলের ডেভ্লপাররা।
কি কি পরিবর্তণ এনেছে বা আনছে গুগল তাদের ২০১৮ সালের প্রজন্মের জন্য? চলুন ঘুরে আসি Google Innovation In The Open 2018 এর গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা থেকে।
গুগল ইনোভেশন ইন দ্যা ওপেন ২০১৮
মূলত পুরো আয়োজন ছিলো গুগলের বাজারে ছাড়া অ্যাপ্লিকেশনগুলোর নতুন কিছু ফিচার এবং তাদের নতুন প্রজেক্ট Android P এর অফিশিয়াল রিলিজ ঘোষণা দেয়া। অনেক ছোট ছোট ফিচার নিয়ে আলোচনা করা হয়েছে যার প্রত্যেকটিই আশ্চর্যজনক। তবে উল্লেখযোগ্য তিনটি ফিচার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো আজ।
Google Assistant Features
গুগল এসিস্টেন্ট আমাদের অনেক পরিচিত একটি সফটওয়্যার। এই ফিচার চালু করা অবস্থায় স্মার্টফোনে “ওকে গুগল” বললেই এসে যায় গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যা আপনার জন্য কাউকে ফোন করতে পারবে, যে কোনো গান শোনাতে পারবে এবং করতে পারবে আরো অনেক কিছু।
কিন্তু এই বছরের দেখানো এসিস্টেন্ট এর ভার্সনটিতে ছিলো আশ্চর্যজনক এক ফিচার। আপনি যদি আপনার এসিস্টেন্টকে বলে রাখেন আপনার জন্য একটি হেয়ার কাটিং এপয়েন্টমেন্ট ঠিক করে রাখতে, তাহলে এসিস্টেন্ট আপনার আশে-পাশের সেলুন খুঁজে নিজে থেকেই সেলুনের কর্মচারীদের ফোন দিয়ে সম্পূর্ণ মানুষদের মতো ফোনে আলাপ করে এপয়েন্টমেন্ট সেট করে ফেলবে।
Google Innovation In The Open 2018 এর সবচেয়ে বড় চমক এটাই ছিলো। কারণ গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তাৎক্ষনিকভাবে ফোন দেয়া একটি সেলুনের কর্মচারীর সাথে কথা বলার রেকর্ড দেখানো হয়। আর ডেভলপাররা দাবী করছেন যে যার সাথে এসিস্টেন্ট ফোনে কথা বলেছে, তিনি এখনো টের পাননি তিনি মানুষের সাথে কথা বলেননি। গুগল এসিস্টেন্টে ছয়টি ভয়েস দেবে এবং এটি শীঘ্রই বাজারে ছাড়ার আশ্বাস দিয়েছে গুগল।
Android P Beta
লোগোটি দেখে কিছুটা পিক্সার্ট ফটো ইডিটর এর লোগো এর মতো লাগলেও এটিই গুগলের নতুন প্রস্তাবিত অপারেটিং সিস্টেম ‘অ্যান্ড্রয়েড পি’ এর লোগো। অ্যান্ড্রয়েড পি এর যুগান্তকারী ফিচার হিসেবে অ্যাড করা হচ্ছে ফিউচার প্রেডিক্টিং একটি নতুন ফিচার। এটির কিছু উল্লেখযোগ্য ফিচার এর মধ্যে পড়ে ব্যবহারকারীর পূর্ববর্তী কাজের রেকর্ড অনুযায়ী পরবর্তী কাজের সম্ভাবনা তুলে ধরা এবং ব্যবহারকারীদের প্রতিক্রিয়া মনে রাখা।
এছাড়াও বিভিন্ন উন্নত মাত্রার ফিচার যেমন, ফোন ফ্লিপ করে রাখলে সাইলেন্ট মোডে চলে যাবে ফোন। এছাড়াও অ্যান্ড্রয়েড এসিস্টেন্ট এর সংযোজন তো রয়েছেই। বেটা ভার্সন থেকে খুব শীঘ্রই মুক্তি পাবে এই নতুন অপারেটিং সিস্টেম।
Google App Updates
গুগলের আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষনা ছিলো তাদের জনপ্রিয় কিছু অ্যাপ্লিকেশন এর নতুন মাত্রার কিছু ফিচার তুলে ধরা যা অ্যান্ড্রয়েড পি এর সাথে পাওয়া যাবে। এর মধ্যে গুগলে এর Photos, Lens, Maps এ বিশেষ কিছু পরিবর্তণ আসছে আর নতুন অ্যাপ হিসেবে আসছে গুগল নিউজ।
Introducing Waymo Transportation
টেকনোলজি আর যাতায়াত ব্যবস্থার যুগান্তকারী এক আবিষ্কার Waymo ব্র্যান্ড এর গাড়ি। কয়েক দিনের মধ্যেই বাজারে আসবে তাদের নতুন ফিচার নিয়ে যা একমাত্র গুগলের প্রচেষ্টায় সম্ভব হয়েছে। নির্দিষ্ট একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে গাড়ির সার্ভিস এর জন্য ফোন করলেই গাড়ির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফোন পিক করবে এবং কিছুক্ষনের মধ্যেই গাড়ি কাস্টমারের দুয়ারে পৌঁছে যাবে কোনো ড্রাইভার ছাড়া।
গাড়ির ডিজাইনাররা দাবী করেছেন তারা সেন্সর এর মাধ্যমে গাড়ির এক্সিডেন্ট এর সম্ভাবনা শুধু ১০০ শতাংশই নয়, বরং একশ গুণ কমিয়ে ফেলবেন। তবে গাড়ি চুরি হওয়া থেকে এড়াতে কি ব্যবস্থা নেয়া হবে তা যদিও জানা বাকি রয়ে গেছে, তাও খুব শীঘ্রই এই ব্র্যান্ডের উবার রাইড বাইরের দেশে লঞ্চ করা হবে।
Leave a Reply