অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহার করার সবচেয়ে ভাল দিক হল ডিভাইসের পোর্টেবিলিটি। আপনি যেখানেই যান সেখানে এটি বহন করতে পারেন এবং এটি বিনোদনের একটি সম্পূর্ণ নতুন জগৎ উন্মোচন করে। এখন আমরা অনেকেই অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করি টিভি বা মুভি দেখার জন্য। আর তাই আজকে আলোচনা করবো সেরা ১০টি ফ্রি টিভি অ্যাপস নিয়ে ।
সেরা ১০টি ফ্রি টিভি অ্যাপস
আপনি কি আপনার প্রিয় টিভি শো উপভোগের স্বপ্ন দিনরাত দেখছেন? এমনি কিছু ফ্রি টিভি অ্যাপস দিয়ে আপনার এই স্বপ্ন পুরনে সহায়তা করবে গুগল প্লে স্টোর। ইতোমধ্যে আপনি হয়ত কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করেছেন বা করছেন। তবে আমরা এখানে আলোচনা করব সেরা ১০টি ফ্রি টিভি অ্যাপস নিয়ে যেগুলো আপনার স্মার্টফোন ব্যবহারের আনন্দ বাড়িয়ে দেবে বহুগুণে।
স্মার্টফোনেই টিভি দেখুন
স্মার্টফোনে টিভি দেখার প্রয়োজন মেটাতে ডাউনলোড করুন পছন্দের অ্যাপটি। একাধিক অ্যাপ ডাউনলোডেও কোন অসুবিধা নেই, ইচ্ছে মত ডাউনলোড করতে পারেন অ্যাপের বর্ণনা আর ছবির নিচে দেয়া লিংকে ক্লিক করে। আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসের জন্যই লিংক দেয়া হল।
১। কোডি (Kodi)
কোডি অতি জনপ্রিয় একটি ফ্রি টিভি অ্যাপস যা একটি সফটওয়্যার মিডিয়া প্লেয়ার এবং সেন্ট্রাল লোকেশন হাব হিসাবে কাজ করে। এটির একটি গ্রাফিকাল ইউজার ইন্টারফেস আছে যা ন্যাভিগেট করা সহজ। একবার সেট আপ করার পরে ব্যবহারকারীরা সহজেই ভিডিও, ফটো, পডকাস্ট এবং মিউজিকের অপশনগুলো দেখতে পারবেন।
তবে এটি জেনে রাখা জরুরি যে, এই অ্যাপটি একচুয়াল কনটেন্ট সরবরাহ করে না, তাই আপনাকে আপনার নিজস্ব কনটেন্ট দিতে হবে।
২। ইউটিউব (YouTube)
স্মার্টফোন ব্যবহারকারী আমরা সবাই মোটামোটি ইউটিউব নামটির সাথে পরিচিত। এটি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেটে থাকা একটি চমৎকার স্ট্রিমিং ভিডিও অ্যাপ্লিকেশন এবং এটি আপনার পছন্দের উপর ভিত্তি করে বিনোদন, সংবাদ এবং মিউজিক ভিডিওসহ বিভিন্ন ধরণের কনটেন্ট দেখার সুযোগ দেয়।
আপনি আপনার পছন্দের চ্যানেলগুলোতে নতুন কি আছে তা ট্র্যাক রাখতে, প্লেলিস্ট তৈরি করতে, বিভিন্ন ডিভাইসগুলোতে নজর রাখতে, মন্তব্য যোগ করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিতে সাবসক্রাইব করতে পারবেন।
৩। এসপিবি টিভি (SPB TV)
এসপিবি টিভি অ্যান্ড্রয়েডের একটি ফ্রি টিভি অ্যাপস যা আপনাকে অ্যান্ড্রয়েডের একাধিক ভাষায় ২০০টির বেশি টিভি চ্যানেল দেখতে দেয়। এর ইন্টারফেস খুব ইউজার ফ্রেন্ডলি, যার কারণে আপনি চ্যানেলের তালিকাটি দ্রুত স্ক্রোল করতে পারবেন এবং দ্রুত অ্যাক্সেসের জন্য কিছু পছন্দ হিসাবে মার্ক করতে পারেন। এটি আপনার মোবাইল ডিভাইস থেকে অনলাইন টিভি দেখার জন্য নিঃসন্দেহে সেরা অপশনগুলোর মধ্যে একটি।
৪। এইচবিও নাও (HBO Now)
এইচবিও নাউ একটি ফ্রি অ্যাপ্লিকেশন, একটি বিখ্যাত টিভি চ্যানেল। এইচবিও নাউ এর মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড থেকে এইচবিও এর মূল সিরিজের অ্যাক্সেসও পাবেন এবং আপনি আপনার সমস্ত পছন্দনীয় এইচবিও টিভি সিরিজ উপভোগ করতে পারবেন।
আপনি সেবাটি ৩০ দিনের জন্য বিনামূল্যে পরীক্ষা করতে পারবেন এবং আপনি যদি সেবাটি চালিয়ে যেতে চান তবে আপনাকে মাসে ১৪.৯৯ ডলার পে করতে হবে।
৫। হিস্টোরি (HISTORY)
অ্যাপটি ঠিক এর শিরোনামের মতই ইতিহাস প্রেমীদের টার্গেট করে তৈরি করা হয়েছে এবং ইতিহাস সম্পর্কিত বিভিন্ন শো এবং ক্লিপ দেখায়। এটি বিনামূল্যে ব্যবহার করা যাবে, কিন্তু আপনার টিভি প্রোভাইডার যদি সাপোর্ট করে তবে আপনি আরও অনেক কনটেন্ট অ্যাক্সেস করতে পা্রবেন।
এই অ্যাপ্লিকেশনের প্রধান বৈশিষ্ট্য হল আপনার প্রিয় শোগুলোর একটি ওয়াচলিস্ট কাস্টমাইজ করা। হিস্টোরি অ্যাপের একটি অন্যতম হাইলাইট হল এমন কিছু এক্সক্লুসিভ শোয়ের ক্লিপগুলোর অ্যাক্সেস দেয়া যা আগে কখনও টিভিতে দেখা যায় নি।
৬। কার্টুন নেটওয়ার্ক অ্যাপ (CARTOON NETWORK APP)
আপনার ঘরে কি বাচ্চা আছে অথবা আপনার পছন্দগুলো কি বাচ্চাদের মত, তাহলে কার্টুন নেটওয়ার্ক ফ্রি টিভি অ্যাপসটি আপনার জন্য একটি সলিড চয়েস হবে। এই এপ্লিকেশনের একটি চমৎকার দিক হল টিভিতে সম্প্রচারিত হওয়ার আগেই কিছু এপিসোড দেখে নেয়ার সুযোগ।
ফুল লেন্থ এপিসোডগুলো দেখার জন্য লগইনের প্রয়োজন হয় না এবং আপনি এমন এপিসোডগুলো দেখতে পারবেন যা সরাসরি কোনো কী দিয়ে মার্ক করা হয় না। বিকল্পহিসেবে, আপনার টিভি প্রোভাইডারের তথ্য প্রদান করে, আপনি একটি কী দিয়ে এপিসোডগুলো দেখতে পারবেন ।
৭। শোবক্স (SHOWBOX)
অন্যান্য অ্যাপসগুলোর মত এখনও এটি Google Play Store এ পাওয়া যায় না। এর পরিবর্তে, আপনাকে লিংক প্রোভাইডার থেকে খুঁজতে হবে এবং ShowBox- এর জন্য সর্বশেষ অ্যাপ APK ডাউনলোড করতে হবে। আপনার সুবিধার জন্য অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের জন্য ডাউনলোড লিংক দেয়া হল।
ডাউনলোড কিভাবে করতে হয় তার সম্পূর্ণ নির্দেশিকা লিঙ্কটিতে পাওয়া যায় এবং একবার আপনি এই সহজ প্রসেডিউরটি সম্পন্ন করলে, অবিলম্বে বিভিন্ন টিভি শো এবং মুভিগুলো দেখতে পাবেন। সবকিছুই পাবেন কোনও প্রকার অর্থ প্রদান বা সাবস্ক্রিপশন চার্জ ছাড়াই।
৮। ওয়ান্ডারশেয়ার প্লেয়ার (WONDERSHARE PLAYER)
যদিও ওয়ান্ডারশেয়ার একটি মিডিয়া প্লেয়ার। কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটিকে সহায়তা করতে চ্যানেল লিস্ট যোগ করতে পারেন। লিস্টটি ডাউনলোড করা আবশ্যক এবং অ্যাপ্লিকেশানে ইমপোরট করতে হবে।
উপরন্তু, আপনি ওয়াইফাই এর মাধ্যমে আপনার স্মার্টফোন থেকে আপনার টিভিতে ভিডিও এবং মিউজিক পাঠাতে পারবেন। অ্যাপ্লিকেশনটি ভাল কাজ করে, কোনও ক্র্যাশ নেই, তবে সবগুলো চ্যানেল ২৪ ঘণ্টা পাওয়া যায় না।
৯। পপকর্ন টাইম (POPCORN TIME)
পপকর্ন টাইম নিয়মিত বিভিন্ন ডিভাইসের জন্য HD তে মুভি এবং টিভি শো (সাবটাইটেল সহ) কনটেন্টের ক্যাটালগ খুঁজতে ওয়েব পেজগুলোকে ঝারামোছা করে। ওয়েবপেজের ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে আপনাকে বিভিন্ন ডিভাইসের লিঙ্ক দেখানো একটি পেজে নিয়ে যাবে। সেই সাথে আপনি অ্যান্ড্রয়েডের ডাউনলোডের পাশাপাশি ম্যাক এবং উইন্ডোজ ডিভাইসগুলোর জন্য একটি বিভাগ দেখতে পাবেন।
এই কাজের জন্য আপনার একটি ভালো ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে এবং তারপর আপনি নির্দিষ্ট কিছু কনটেন্ট যতবার ইচ্ছা দেখতে পারেন এবং এই সব কিছুই পাবেন বিনামূল্যে। আর আপনাকে ডাউনলোড সুবিধা দিতে নিচে দু’টি অপারেটিং সিস্টেমের জন্যই ডাউনলোড লিংক দেয়া হল।
১০। আইএমডিবি মুভি এবং টিভিভ(IMDB MOVIES & TV)
না, এই অ্যাপ্লিকেশনটি আপনাকে আপনার অ্যান্ড্রয়েড থেকে টিভি চ্যানেলগুলো দেখাবে না। কিন্তু এটি একটি বিশাল ডাটাবেজ প্রদান করে যেখানে আপনি টিভি সিরিজ এবং মুভির উপর আপডেট হওয়া ডাটা সার্চ করতে পারবেন।
সাম্প্রতিক বছরগুলোতে ব্লকবাস্টার বা পরবর্তী মাসে নতুন কি আসতে চলেছে তাও জানতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। শুধু তাই নয় যে কোনো সম্প্রচারিত টিভি সিরিজের প্লটগুলো জানতে পারবেন। সেই সাথে ছবি দেখতে পারবেন এবং সর্বশেষ টেলিভিশন সংবাদগুলোর মাধ্যমে আপ টু ডেট থাকতে পারবেন।
আমাদের বাছাই করা সেরা ফ্রি টিভি অ্যাপসগুলোর মাধ্যমে আপনি টিভির সামনে না থেকেও আপনার পছন্দের মুভি বা টিভি প্রোগ্রামগুলো উপভোগ করতে পারবেন। তাই আর দেরি না করে এখনই আপনার পছন্দের অ্যাপটি ডাউনলোড করে নিন আর উপভোগ করুন আপনার প্রিয় অনুষ্ঠান আপনার স্মার্টফোনেই।
শাহরিয়ার আহমেদ says
প্রায়ই আমাদের স্মার্টফোনে টিভি দেখার প্রয়োজন পড়ে, বিশেষ করে যখন বাইরে থাকি আর টিভিতে গুরুত্বপূর্ণ খেলা চলতে থাকে। টিভি দেখার সমস্যা দূরীকরণে দারুণ একটি পোস্ট, লেখিকাকে ধন্যবাদ।
সানজিদা জামান says
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।