বর্তমান সময়ে গোটা বিশ্বই ইন্টারনেটের মাধ্যমে নিজেকে তুলে ধরছে। বিশেষ করে ব্যবসায়ীক কাজের জন্য সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ইন্টারনেটের। প্রতিটি প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও সেবা একটি ওয়েবসাইটের মাধ্যমে সবার সামনে নিয়ে আসছে। কিন্তু সমস্যাটি তখন শুরু হয় যখন বিজনেস ওয়েবসাইটের জন্য ডোমেইন নির্বাচন করার চিন্তা করা হয়।
একটি ব্যক্তিগত ব্লগের ডোমেইন নেম কেমন হওয়া উচিৎ সেটা হয়তো অনেকেই জানেন। ব্লগের নাম নির্বাচনের ক্ষেত্রে সেখানে যদিও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তবু ব্যবাসায়ীক ডোমেনইনের ক্ষেত্রে বিষয়গুলো আরো গুরুত্বপূর্ণ।
আসলে আমার মতে একটি ভালো ডোমেইন নেম নির্বাচন করা আর নিজের সন্তানের নাম রাখার মধ্যে তেমন কোন পার্থক্য নেই। উভয় ক্ষেত্রেই আমাদের মাথায় থাকা কিছু সাধারণ বিষয় থেকেই প্রথমে নাম নির্বাচনের জন্য কিছু প্রাথমিক ধারণা আসে। কিছু কিছু আসে মা এবং বাবার মধ্যে নাম বাছাইয়ের লড়াইয়ের মধ্য থেকে এবং সর্বশেষে অর্থবহ সুন্দর একটি নাম বেছে নেওয়া হয় যাকে অন্যান্য সাধারণ নামগুলোর চাইতে যথেষ্ট আলাদা রাখার চেষ্টা করা হয়।
ওয়েবসাইটের জন্য ডোমেইন নির্বাচনের ক্ষেত্রেও এমনটাই হয়। আমাদের দেখা অনেক ওয়েবসাইটের নাম প্রথমে মাথায় আসে। সেগুলি নিয়ে অনেক চিন্তা ভাবনা বিশ্লেষনের পর একটি অর্থবহ ভালো ডোমেইন নির্বাচন করতে হয়। কিন্তু আপনি এ প্রক্রিয়ায় যে ওয়েবসাইটের জন্য ডোমেইন নির্বাচন করতে চলেছেন, তা যদি একটি সাধারণ ওয়েবসাইটের পরিবর্তে একটি বিজনেস ওয়েবসাইট হয়ে থাকে, তাহলে উপরোক্ত বিষয়গুলি ছাড়াও আপনাকে আরো কিছু দিকে লক্ষ্য রাখতে হবে।
বিজনেস ওয়েবসাইটের জন্য ডোমেইন
অনেকেই ডোমেইন বিজনেস অর্থাৎ ডোমেইনের নাম কেনা-বেচা করে আয় করছেন। একটি ডোমেইন যখন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি বহন করে, তখন সেটি নির্বাচনের প্রক্রিয়াকে মোটেও সহজভাবে নেওয়া উচিত নয়। একটি ডোমেইনের ইউআরএল শুরু হয় www. দিয়ে। সার্চ ইঞ্জিন ক্রলারের প্রথম খাদ্য হিসেবে এটিই বিবেচিত হয় আর ভিজিটরের চোখেও এটি সর্বপ্রথমে আসে যা একটি সাধারণ ব্যাপার।
কিন্তু এরপর যে শব্দটি আপর্নি নির্বাচন করবেন সেটিই আপনার ওয়েবসাইটটিকে ভিজিটর এবং সার্চ ইঞ্জিনের কাছে গুরুত্বপূর্ণ করে তুলবে। তাই এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই নিচের বিষয়গুলো বিবেচনা করুন:-
নিজেকে অন্যের চাইতে আলাদা করে তুলুন
আমি এমন অনেক বিজনেস কোম্পানীকে দেখেছি যারা তাদের ওয়েবসাইটে খুব বড় এবং লম্বা নাম ব্যবহার করে থাকেন। এটি পুরোপুরি ভাবে বর্জনীয়। কিছু বড় বড় ব্র্যান্ড বাদে এখন নতুন কোন বিজনেস ওয়েবসাইটের জন্য ডোমেইন নির্বাচনের ক্ষেত্রে বড় নামকে প্রাধান্য দেওয়া হয় না। কারণ আপনাকে বুঝতে হবে যে, যে-সব বড় বড় ব্র্যান্ডগুলিকে আমরা উদাহরণ হিসেবে ভাবছি, তাদের ওয়েবসাইটের জন্ম এমন সময়ে যে সময় গোটা ইন্টারনেটে হয়তো তিন হাজারের মত ওয়েবসাইট ছিল যেটা বর্তমানে কোটিরও বেশি।
আর ভিড়ের মধ্যে থেকে যদি নিজের বিজনেস আলাদা করতে তুলতে হয় তাহলে অবশ্যই এমন কোন নাম নির্বাচন করা জরুরী যা থেকে শুধু মাত্র আপনাকেই বোঝায়। আজ থেকে বিশ বছর আগেও যে কোন সাধারণ নাম নির্বাচন করলেও সেই ওয়েবসাইটটিকে সবার সাথে পরিচিত করতে খুব বেশি কষ্ট করতে হতো না। কিন্তু বর্তমানে আপনি যতই সাধারণভাবে ভাবুন না কেন আপনার ওয়েবসাইটের জন্য ডোমেইন নির্বাচনের ক্ষেত্রে একটি ছোট এবং আকর্ষণীয় নাম নির্বাচন করাটাই আপনার ব্যবসায়িক উদ্দেশ্যকে পরিপূর্ণ করার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।
.COM ডোমেইনকে মূল্যায়ন করুন
ডোমেইন এক্সটেনশন হিসেবে পুরো বিশ্বে সবচেয়ে জনপ্রিয় হলো .COM। ইন্টারনেটে যত ওয়েবসাইট রয়েছে তার ৫২ শতাংশই .COM ডোমেইন নিয়ে করা হয়েছে। তার মানে হল মানুষ সাধারণভাবেই এটি ভেবে থাকেন যে যে কোন ওয়েবসাইট একটি .COM ডোমেইন এক্সটেনশন দিয়ে শেষ হয়। এমনটি জনপ্রিয় কিছু ব্রাউজারেও স্বয়ংক্রিয়ভাবে ডোমেইন এর নামের শেষে .COM যুক্ত করার মত সুবিধা দেওয়া থাকে।
আরো অনেক ডোমেইন এক্সটেনশন বর্তমানে জনপ্রিয়তা লাভ করছে। কিন্তু তার মধ্যেও .COM ডোমেইন নিজের রাজত্ব ধরে রেখেছে। তাই আমার মতে, যদি আপনার সুযোগ থাকে তাহলে .COM ডোমেইন ব্যবহার করাই আপনার জন্য সঠিক হবে।
ডোমেইনকে ফিঙ্গার ফ্রেইন্ডলি রাখুন
মানুষের অলসতা এবং কোন কিছু সহজে পাওয়ার প্রবণতাকে কখনো এড়িয়ে যাওয়া উচিৎ নয়। একজন মানুষের এই সাধারণ প্রবৃত্তিকে কাজে লাগিয়ে আপনি আপনার ব্যবসায়িক ওয়েবসাইটকে জনপ্রিয় করে তুলতে পারেন। উদাহরণ স্বরুপ যদি আপনাকে গিটার স্ট্রিং এর প্রয়োজন হয় তাহলে আপনি www.guitarstrings.com ও www.supergroovyguitarstringsandotherstufftoo.com এর মধ্যে কোন ওয়েবসাইটটিতে যাবেন? অবশ্যই প্রথমটিতে, কারণ এটি আপনার হাত ও চোখের কাছে অধিক গ্রহণযোগ্যতা পাচ্ছে।
মনে রাখুন, আপনাকে আপনার বিজনেস ওয়েবসাইটের জন্য ডোমেইন নির্বাচনের সময় অবশ্যই এমন ডোমেইন নির্বাচন করতে হবে যা আপনার ভিজিটরদের জন্য মনে রাখা, উচ্চারণ করা এবং সেটির অ্যাড্রেস টাইপ করা সহজ।
ডোমেইনকে স্পেশ্যাল ক্যারেক্টার ফ্রি রাখুন
আমরা অনেকেই একটি জনপ্রিয় ওয়েবসাইটের নামের অনুকরণে ডোমেইন নেম নির্বাচন করতে যেয়ে সেখানে একটি ডট বা হাইফেনের মত স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করি। এ ধরনের সিদ্ধান্ত আপনার ওয়েবসাইটের জন্য প্রানঘাতি প্রমানিত হতে পারে।
আপনি নিজেই ভেবে দেখুন আপনি যদি একটি সিলিং ফ্যান বিক্রয়কারী প্রতিষ্ঠানের প্রতিনিধি হন, তাদের গ্রাহককে নিজেদের ওয়েবসাইট অ্যাড্রেস বলার সময় www.Tiny-Cieling-Fans.com বলতে বেশি স্বাচ্ছন্দ বোধ করবে না www.TinyCielingFans.com বলতে বেশি স্বাচ্ছন্দ বোধ করবে। তাই আপনার ডোমেইনকে অবশ্যই স্পেশ্যাল ক্যারেক্টার ফ্রি রাখাটা গুরুত্বপূর্ণ।
ডোমেইন নির্বাচন সঠিক ভাবে হয়ে গেলেই আপনার ওয়েবসাইটের সব কাজ শেষ হয়ে যায় না। তবে এ প্রক্রিয়াটির মাধ্যমে আপনার ব্যবসার একটি শক্ত ভিত্তি স্থাপিত হয় যা গ্রাহকের মনে জায়গা করে নেয়।
আমি আগেও বলেছি যে, ব্যক্তিগত ওয়েবসাইটের চাইতে বিজনেস ওয়েবসাইটের জন্য ডোমেইন নির্বাচনের ক্ষেত্রে অধিক সতকর্তা অবলম্বন করতে হয়। আর সেটা করতে পারলেই আপনার ব্যবসায়ের প্রসারে একটি ওয়েবসাইট যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হয়।
ইন্টারনেটে প্রতিটি ওয়েবসাইটেরই আলাদা আলাদা পরিচিতি আছে যার প্রকাশ ঘটা শুরু করে ওয়েবসাইটের জন্য ডোমেইন নাম নির্বাচন প্রক্রিয়াটির মধ্য দিয়ে। আপনাকে যদি ব্যবসায়িক ওয়েবসাইটটিকে সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য করে তুলতে হয়, তাহলে অবশ্যই আপনাকে অনেক ছোট ছোট বিষয়ের দিকেও নজর দিতে হবে।
মনে রাখতে হবে একটি সহজে বলা যায়, সহজে মনে রাখা যায় এবং সহজে টাইপ করা যায় এগুলি একটি আদর্শ ব্যবসায়িক ডোমেইনের প্রধান বৈশিষ্ট।
Leave a Reply