ফেসবুকে আপনি একা নন, আপনার মত কোটি কোটি মানুষ প্রতিনিয়ত ফেসবুকে ব্যবহার করছে। এই কোটি কোটি মানুষের সবাই ভালো, এ রকম চিন্তা করা বোকামী। অনেকে ফেসবুকে ছদ্মবেশ ধারণ করে থাকে। এসব ছদ্মবেশী লোক ঢুকে আপনার ফেসবুক প্রোফাইল পিকচার চুরি করে এবং তা দিয়ে নিজেরা একটি ফেইক ফেসবুক অ্যাকাউন্ট খোলে।
পরবর্তীতে এই ফেইক একাউন্টগুলো দিয়ে, আপনার পরিচিত লোকদের লক্ষ্য করে বিভিন্ন ভাবে ব্লাকমেলিং করার চেষ্টা করে। এছাড়া অনেকে আবার আপনার ছবি দিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ এবং অশ্লীল কাজ করে থাকে। তাই আপনার প্রোফাইলে পিকচার গার্ড অন করে রাখুন।
ফেসবুক প্রোফাইল পিকচার গার্ড
ফেসবুকের ফটো অ্যালবামের ছবিগুলো Only Me করে রাখলে নিজে এবং Friends করে রাখলে শুধু মাত্র বন্ধুরা আপনার ফটো দেখতে পারবে। তবে সমস্যা হলো, প্রোফাইল পিকচারে Only Me করে রাখলেও সবাই এটা দেখতে পারে এবং ডাউনলোড করতে পারে।
ফেসবুক প্রোফাইল পিকচার চুরি বন্ধের উপায়
ফেসবুক ব্যবহারকারীদের ফেসবুকে আকৃষ্ট এবং তাদের নিরাপত্তাকে উন্নত করার জন্য সব সময় নতুন কিছু আইডিয়া নিয়ে আসে। বরাবরের মতো গত বছর ফেসবুক প্রফাইল পিকচার চুরি রোধ করার জন্য বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন ফেসবুক ফ্রেম এবং প্রোফাইল পিকচার গার্ড অপশন চালু করে।
ফেসবুকের এই ফিচারটি ব্যবহারের ফলে আপনার ছবিতে একটি নতুন ফ্রেম যুক্ত হবে, যার ফলে কেউ স্ক্রিনশট দিয়ে হাই কোয়ালিটির ছবি ডাউনলোড করার অপশন পাবে না।
এর আরও কয়েকটি সুবিধাঃ
- কেউ আপনার ফেসবুক প্রোফাইল পিকচার ডাউনলোড বা শেয়ার করতে পারবেন না।
- যারা আপনার বন্ধু না, তারা আপনার প্রোফাইল পিকচার ট্যাগ করতে পারবে না।
- একটি নীল সীমানা আপনার প্রোফাইল পিকচারে যোগ করা হবে।
অনেক বেশি বকবক হয়েছে, এখন আসুন জানি কিভাবে আপনি প্রোফাইল পিকচার গার্ড চালু অথবা বন্ধ করবেন।
অ্যান্ড্রয়েড ফোনের চালুর উপায়
নিচের এই পদ্ধতিটি কেবল ফেসবুক অ্যাপে রয়েছে, এটা আপনি ফেসবুকের ওয়েব সংস্করণে পাবেন না। তাই নিচের নিয়মটি কেবল ফেসবুক অ্যাপে প্রয়োগ করবেন।
- প্রথমে আপনি ফেসবুক অ্যাপটি চালু করুন।
- আপনার ফেসবুক প্রোফাইল খুলুন এবং আপনার প্রোফাইল পিকচারের Edit বাটনে ক্লিক করুন।
- তারপর দেখুন লেখা আছে Turn on profile picture guard.
- এখনে ক্লিক করুন।
- তারপর আপনাকে Next এবং Save বাটনে ক্লিক করে কাজটি সম্পন্ন করতে হবে।
সফলভাবে কাজটি সম্পন্ন করার পর আপনি আপনার প্রোফাইলে একটি নীল রং এর সীমানা প্রাচীর দেখতে পারবেন। আপনার কাজ শেষ।
কম্পিউটারে বা ওয়েব সাইটের মাধ্যমে চালুর উপায়
আপনি যে কোন ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইটে গিয়ে প্রোফাইল পিকচার গার্ড চালু করতে পারেন।
- আপনার ডেস্কটপ ব্রাউজার থেকে ফেসবুকে ঢুকুন এবং আপনার প্রোফাইলে যান।
- আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করুন।
- ছবির নিচের ডানদিকে Option এ ক্লিক করুন।
- তারপর আপনি Turn on profile picture guard নামে লেখা পাবেন, ঐখানে ক্লিক করুন।
উপরের কাজ গুলো সফল ভাবে সম্পন্ন করতে পারলে, আপনি আপনার প্রোফেইল পিকচারে নীল রং এর প্রাচীর দেখতে পাবেন।
শেষ কথা
অপশনটি একবার চালু করতে পারলে আপনার বন্ধু এমনকি আপনার কোন আত্মীয় আপনার প্রোফাইল পিকচার ডাউনলোড করতে পারবে না। যতক্ষণ আপনার ফেসবুক প্রোফাইলে এই গার্ড থাকবে, ততখন পাবলিক আপনার প্রোফাইল পিকচার দেখতে পারবে কিন্তু ডাউনলোড করতে পারবে না।
যাই হোক ফেসবুকের এই ফিচারটি আপনার প্রোফাইল ফটোর কিছুটা নিরাপত্তা দিলেও, অনেকের দাবি ফেসবুক এর মাধ্যমে ব্যবহারকারীদের প্রকৃত ফটো আপলোড এর জন্য চাপ প্রয়োগ করে এবং এর প্রধান টার্গেট দক্ষিণ এশিয়া।
Leave a Reply