আপনার ফেসবুক প্রোফাইলের জন্ম তারিখ পরিবর্তণ করার কথা ভাবছেন? যদি ভেবে থাকেন, তো এখনই পরিবর্তণ করে নিতে পারেন। ফেসবুক প্রোপাইলের নাম পরিবর্তণ করা যেমন সহজ, তেমনি জন্ম তারিখ পরিবর্তণ করাও তেমন কোন ঝামেলার কাজ নয়।
ফেসবুক আইডি খোলার সময় অনেকেই জন্ম তারিখ নিয়ে তেমন একটা সিরিয়াস থাকেন না। তাৎক্ষনিকভাবে মাথায় আসা একটা তারিখ দিয়ে রাখেন। অনেকের আবার অরিজিনাল জন্ম তারিখের সঙ্গে সার্টিফিকেটের জন্ম তারিখের মিল থাকে না।
অল্প বা বেশি বয়সে স্কুলে ভর্তি হওয়ার ফলে প্রায়ই টিচাররা আমাদের অরিজিনাল জন্ম তারিখ না লিখে, নিজেদের খুশি মতো একটা লিখে দেন। ফলে, আমাদের অনেকেরই জন্ম তারিখ হয়ে যায় দুইটা।
এটা তেমন একটা সমস্যা না হলেও, সমস্যা হয় যখন আমরা ফেসবুকে সার্টিফিকেটের জন্ম তারিখ না দিয়ে আসলটা দিয়ে দেই। চাকরির জন্যে আজকাল ফেসবুক প্রোপাইলের তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি ফেসবুক ব্যবহার করে চাকরি পাবার চেষ্টা করেন, তবে অবশ্যই আপনার সার্টিফিকেটের জন্ম তারিখ এবং ফেসবুক আইডির জন্ম তারিখ এক হওয়া বাঞ্চনীয়।
যদি এক না হয়ে থাকে, আপনি যদি ইচ্ছে মত একটি তারিখ ব্যবহার করে থাকেন, তবে সময় এখন সেটি পরিবর্তণ করে নেয়ার। আসুন, জেনে নেই, পরিবর্তণ করবেন কিভাবে।
কিভাবে ফেসবুক প্রোফাইলের জন্ম তারিখ পরিবর্তণ করবেন
ফেসবুকে লগইন করে আপনার প্রোপাইল নেম বা ছবির উপর ক্লিক করুন। লাল রঙ্গের অ্যারো চিহ্ন দিয়ে নিচের ছবিতে দেখানো হয়েছে কোথায় ক্লিক করতে হবে।
আপনার প্রোপাইলের কাভার ফটোর নিচে দেখুন, Timeline, About, Friends, Photos ইত্যাদি বাটন রয়েছে। About লেখা বাটনটির উপর ক্লিক করুন।
ক্লিক করার পর আপনার About পেজটি ওপেন হবে এবং বামপাশে দেখবেন Works & Education, Places you lived, Contact & basic info এবং Details about you সহ আরো অনেক তথ্য রয়েছে। নিচের ছবির দিকে তাকালেই বুঝবেন।
এখন এই লিস্ট থেকে Contact & basic info তে ক্লিক করুন। উপরের ছবিতে দেখুন রেড কালার অ্যারো দিয়ে দেখানো হয়েছে। যাইহোক, ক্লিক করার পর ডানপাশে ঠিক নিচের ছবিটির মত আপনার বেসিক ইনফর্মেশন দেখতে পাবেন। স্ক্রল করে নিচে গিয়ে দেখুন বামপাশে Date of Birth এবং Year of Birth লেখা আছে আর ডান পাশে আছে Edit বাটন। Date of Birth এর উপর মাউস রাখুন, Edit অপশনটি দেখা যাবে। এরপর Edit এ ক্লিক করুন, নিচের ছবির মত পরিবর্তণের অপশন আসবে।
এবার প্রয়োজনীয় পরিবর্তণ করে নিন। মানে আপনার জন্মদিনের তারিখটি দিন, মাসের ঘর থেকে মাস সিলেক্ট করে দিন এবং বছরের ঘরে বছর সিলেক্ট করে দিন। সবশেষে, Save Changes লেখা নীল বাটনটিতে ক্লিক করে সেভ করে নিন।
ব্যস্, আপনার ফেসবুক প্রোফাইলের জন্ম তারিখ পরিবর্তণ হয়ে গেল। এবার, এ লেখাটি শেয়ার করে আপনার বন্ধুদেরও জন্ম তারিখ পরিবর্তণ করার এই সিম্পল উপায়টি জানিয়ে দিন। উল্লেখ্য, অনেকেই ফেসবুকে ফেক নাম দিয়ে আইডি খুলেছেন এবং এখন চাইছেন সেটি পরিবর্তণ করতে। তারা আমার আগের লেখা থেকে জেনে নিন কিভাবে ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তণ করবেন।
Leave a Reply