বর্তমানে কম্পিউটার আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। অনান্য ডিভাইসের মত দাম ভেদে পিসিরও মানের ও বৈশিষ্ট্যের রকমফের ঘটে থাকে। সে যাই হোক, পিসি তো পিসিই। প্রচলিত পদ্ধতিতে This PC অথবা My PC থেকে Properties এ গিয়ে পিসির ডিটেইলস বা বিস্তারিত তথ্য দেখা হয়ে থাকে।
কিন্তু Properties থেকে পিসি সম্পর্কিত যে তথ্য পাওয়া যায় তা অনেক সীমিত। অনেক তথ্যই (যেমন পিসির গ্রাফিক্স কার্ডের ধরণ; ইন্টিগ্রেটেট নাকি ডেডিকেটেট; মডেলের নাম, সিপিউর সংখ্যা, গ্রাফিক্স কার্ডের মেমোরি ইত্যাদি) এখান থেকে পাওয়া যায় না। তবে আপনি চাইলেই কিন্তু বিশেষ এক জায়গা থেকে কোনো সফটওয়্যার ছাড়াই নিমিষেই আপনার পিসির বিস্তারিত সকল তথ্যই জেনে নিতে পারেন।
পিসির বিস্তারিত তথ্য
সফটওয়্যার ছাড়া পিসির সম্পূর্ণ তথ্য জানতে আমরা একটি বিল্ট ইন টুল ব্যবহার করব। প্রথমে ডেস্কটপ হোমে থাকা অবস্থায় win+r কী এক সাথে চাপুন। বাটনগুলো প্রেস করার পর রান কমান্ড আসবে। এখানে dxdiag টাইপ করে এন্টার প্রেস করুন।তারপর নতুন একটি উইন্ডো আসবে। আর নতুন আসা এ উইন্ডো থেকেই আপনি আপনার পিসির সকল প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। নিচের ছবিটি লক্ষ্য করুন-
আসলে এটি হল Direct X Diagnostic টুল। মোট চারটি ট্যাবে আপনাকে সকল তথ্য দেখিয়ে দেওয়া হবে। ট্যাবগুলো হল-System, Display, Sound এবং Input. এখান থেকে System ট্যাবের আন্ডারে আপনি আপনার সিস্টেম সম্পর্কিত দরকারি সকল তথ্য (যেমন উইন্ডোজের ভার্সন, পেইজ ফাইল, সিস্টেম মডেল, প্রসেসরের সম্পূর্ণ ডিটেইলস, এমনকি বাইওস পর্যন্ত) জানতে পারবেন।
শুধু তাই নয়, এখান থেকে ডাইরেক্ট এক্সের ভার্সন সম্পর্কে যেমন জানতে পারবেন, তেমনি আপনার পিসির গ্রাফিক্স মেমোরি, তার ধরণ, প্রস্তুতকারকের নাম সম্পর্কেও জানতে পারবেন Display ট্যাব থেকে।
আবার Sound ট্যাব হতে আপনার অডিও আউটপুট (সাউন্ড স্পিকার) আর Input ট্যাব হতে কী বোর্ড ইনপুট, মাউস সম্পর্কেও জানতে পারবেন। একইসাথে এগুলো যথাযথভাবে কাজ করছে কিনা তাও আপনাকে জানিয়ে দেওয়া হবে। বলতে গেলে এখান থেকে আপনি এ টু জেড সকল তথ্যই জেনে নিতে পারবেন। আর এ কাজের জন্য আমাদের কোন অতিরিক্ত সফটওয়্যারের প্রয়োজন হবে না।
বুঝতেই পারছেন আপনি Properties থেকে কখনোই এত সব তথ্য পাবেন না। তাই বিস্তারিত তথ্য জানতে আপনি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন।
আশা করি, আর্টিকেলটি আপনাদের কাজে দিবে। যদি আর্টিকেলটি আপনার কাছে সহায়ক মনে হয় তবে শেয়ার করবেন। আর কোন সমস্যা হলে নিচে কমেন্ট করে আমাকে জানাবেন।
Leave a Reply