ফ্রি-ল্যান্সারদের জন্য যতগুলো অনলাইন মার্কেটপ্লেস আছে তার মধ্যে আপওয়ার্ককেই এখন পর্যন্ত সেরা হিসেবে ধরা হয়। ইকোনোমি অব দ্যা ওয়ার্ল্ড এর রিপোর্ট অনুযায়ী উন্নত বিশ্বে, বিশেষ করে ইউরোপের দেশগুলোতে প্রতি ৩ জন মানুষের একজন ফ্রি-ল্যান্সিং এর মত স্বাধীন পেশায় নিয়োজিত। আর এদের মাঝে বেশিরভাগই করে আপওয়ার্কে। জেনে নিন আপওয়ার্কে ফ্রি-ল্যান্সিং কাজ এর তালিকা।
আপওয়ার্কে ফ্রি-ল্যান্সিং কাজ
আপওয়ার্কে অসংখ্য ফ্রি-ল্যান্সিং কাজ রয়েছে যেখান থেকে আপনি খুঁজে নিতে পারেন আপনার পছন্দের কাজটি। চলুন, জেনে নেই আপওয়ার্কে কি কি কাজ রয়েছে যা পৃথিবীর যে কোন প্রান্তে বসে করা যায়।
রাইটিং – লেখালেখি
- আর্টিকেল রাইটিং
- ব্লগ রাইটিং
- ক্রিয়েটিভ রাইটিং
- অ্যাকাডেমিক রাইটিং
- বিজনেস রাইটিং
- নিউজ রাইটিং
- প্রেস রিলিজ রাইটিং
- রিসার্চ রাইটিং
- ওয়েব কন্টেন্ট রাইটিং
- গোস্ট রাইটিং
- কপি রাইটিং
- কপি এডিটিং
- গ্র্যান্ট রাইটিং
- এডিটিং ও প্রুপ রিডিং
- রিজিউম ও কাভার লেটার রাইটিং
ট্রান্সলেশন – অনুবাদ
- জেনারেল ট্রান্সলেশন
- মেডিকেল ট্রান্সলেশন
- লিগ্যাল ট্রান্সলেশন
- টেকনিক্যাল ট্রান্সলেশন
অ্যাডমিন সাপোর্ট
- ডাটা এন্ট্রি
- ডাটা এন্ট্রি স্পেশালিস্ট
- ডাটা মাইনর
- ওয়েব রিসার্চ
- পার্সোনাল অ্যাসিসটেন্ট
- ভার্সুয়াল অ্যাসিসটেন্ট
- প্রোজেক্ট ম্যানেজমেন্ট
- সেলস্ ও মার্কেটিং
- ডিসপ্লে অ্যাডভারটাইজিং
- অ্যাড কনসাল্টিং
- লিড জেনারেশন
- বিটুবি মার্কেটিং
- ডিরেক্ট মার্কেটিং
- লিংক বিল্ডিং
- মার্কেটিং স্ট্র্যাটেজি
- ইমেল ও মার্কেটিং অটোমেশন
- মার্কেট ও কাস্টোমার রিসার্চ
- পাবলিক রিলেশন
- টেলি মার্কেটিং ও টেলি সেলস্
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং (এসএমএম)
- সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (এসইও)
- সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (এসইএম)
- অনপেজ এসইও
ওয়েব, মোবাইল ও সফট্ওয়্যার ডেভেলপমেন্ট
- ওয়েব ডেভেলপমেন্ট
- গেম ডেভেলপমেন্ট
- ওয়েব ও মোবাইল ডিজাইন
- ডেস্কটপ সফট্ওয়্যার ডেভেলপমেন্ট
- কিউএ ও টেস্টিং
- ই-কমার্স ডেভেলপমেন্ট
- মোবাইল ডেভেলপমেন্ট
- স্ক্রিপ্ট ও ইউটিলিটিজ
- প্রোডাক্ট ম্যানেজমেন্ট
- সফট্ওয়্যার ডেভেলপমেন্ট
ইনফরমেশন টেকনোলোজি ও নেটওয়ার্কিং
- ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন
- ইনফরমেশন সিকিউরিটি
- নেটওয়ার্কিং ও সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
- আইটি ও নেটওয়ার্কিং
- ইআরপি সফট্ওয়্যার
- সিআরএম সফট্ওয়্যার
ডাটা সায়েন্স ও অ্যানালিটিক্স
- এ/বি টেস্টিং
- ডাটা এক্সট্রাকশন/ ইটিএল
- মেশিন লার্নিং
- ডাটা ভিজুয়ালাইজেশন
- কোয়ানটিটেটিভ অ্যানালাইসিস
- ডাটা মাইনিং ও ম্যানেজমেন্ট
ইঞ্জিনিয়ারিং ও আর্কটেকচার
- থ্রিডি মডেলিং ও ক্যাড
- সিভিল ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং
- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
- আর্কিটেকচার
- ইন্টেরিয়র ডিজাইন
- কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
- প্রোডাক্ট ডিজাইন
- কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
ডিজাইন ও ক্রিয়েটিভ
- অ্যানিমেশন
- টু-ডি অ্যানিমেশন
- থ্রি-ডি অ্যানিমেশন
- থ্রি-ডি ডিজাইনিং
- থ্রিডি মডেলিং
- থ্রিডি রেন্ডারিং
- লোগো ডিজাইন ও ব্র্যান্ডিং
- অডিও প্রোডাকশন
- ফটোগ্রাফি
- ফটো এডিটর
- আফটার ইফেক্ট
- গ্রাফিক ডিজাইন
- পিএসডি টু এসটিএমএল কনভার্টিং
- ফ্লাশ ডিজাইন
- বুটস্ট্র্যাপ ডিজাইন
- ইউআই ডিজাইন
- ইউএক্স ডিজাইন
- ইন ডিজাইন
- প্রেজেন্টেশন
- পাওয়ার পয়েন্ট প্রডিসিং
- ইলাস্ট্রেশন
- ভয়েস টেলেন্ট
- ভিডিও প্রোডাকশন
কাস্টোমার সার্ভিস
- অনলাইন কাস্টোমার সার্ভিস
- প্রোডাক্ট সেলিং কাস্টোমার সার্ভিস
- টেকনিক্যাল সাপোর্ট
লিগ্যাল
- ক্রিমিনাল ল
- কন্ট্রাক্ট ল
- ফ্যামিলি ল
- কর্পোরেট ল
- প্যারালিগ্যাল সার্ভিস
- ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ল
অ্যাকাউন্টিং ও কনসাল্টিং
- অ্যাকাউন্টিং
- হিউম্যান রিসোর্সেস
- ম্যানেজমেন্ট কনসাল্টিং
- ফিন্যান্সিয়াল প্ল্যানিং
প্রোগ্রামিং ও ডেভেলপিং
- এইচটিএমএল ডেভেলপিং
- এইচটিএমএল ৫ ডেভেলপিং
- সিএসএস ডেভেলপিং
- জাভা ডেভেলপিং
- জাভাস্ক্রিপ্ট ডেভেলপিং
- ডটনেট ডেভেলপিং
- এপিআই ডেভেলপিং
- ফেসবুক এপিআই ডেভেলপিং
- টুইটার এপিআই ডেভেলপিং
- বুটস্ট্র্যাপ ডেভেলপিং
- অ্যাজাক্স ডেভেলপিং
- এপিআই ডটনেট ডেভেলপিং
- অ্যান্ড্রয়েড ডেভেলপিং
- আইওএস ডেভেলপিং
- সিশার্প ডেভেলপিং
- জেকুয়েরি ডেভেলপিং
- মাইস্কুয়েল ডেভেলপিং
- পিএইচপি ডেভেলপিং
- মেজেন্টো ডেভেলপিং
- রুবি ডেভেলপিং
- পাইথন ডেভেলপিং
- ওয়ার্ডপ্রেস ডেভেলপিং
- এসকিউএল প্রোগ্রামিং
- এসকিউএল সার্ভার ডেভেলপিং
অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট
- অ্যাপয়েন্টমেন্ট সেটিং
- বিপিও কল সেন্টার সাপোর্ট
- চ্যাট সাপোর্ট
- অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট
- ক্যালেন্ডার ম্যানেজমেন্ট অ্যাসিস্টেন্ট
- ভার্সুয়াল কম্পিউটার অপারেটিং
- আর্টিকেল সাবমিশন কন্ট্রাক্টিং
- গুগল সার্চ অ্যাজেন্ট
- গুগল ডকস্ এক্সপার্ট
- ই-মেল হেন্ডেলিং
- হেল্প ডেস্ক সাপোর্ট
- স্কাইপি অ্যাসিস্টেন্ট
- রিসার্চ অ্যাসিস্টেন্ট
- ইন্টারনেট রিসার্চ
আপওয়ার্কে ফ্রি-ল্যান্সিং কাজ করে আপনি আয় করতে পারেন চাকরির থেকেও অনেক বেশি। জানলেন তো কি কি কাজ রয়েছে আপওয়ার্কে, এবার ঠিক করুন কোনটি কাজটি করবেন। চাইলে এক সঙ্গে অনেক কাজই করতে পারেন এখানে। সুতরাং আজই প্রস্তুতি নিন, আপওয়ার্কে এখনই একটি অ্যাকাউন্ট খুলে নিন।
Leave a Reply