দিন দিন টেকনোলজি যত উন্নত হচ্ছে সেই সাথে ভিডিও কোয়ালিটিও উন্নত হচ্ছে। HD, Full HD, 4K –র ফলে ভিডিও কোয়ালিটি হচ্ছে সুন্দর এবং আরও পরিষ্কার। কিন্তু ভিডিও কোয়ালিটি উন্নত হওয়ার সাথে সাথে ভিডিওর আকার বেড়ে যাচ্ছে অনেক। এ সমস্যা সমাধানে রয়েছে অ্যান্ড্রয়েড ভিডিও কনভার্টার অ্যাপস্ যা ফরমেট পরিবর্তণের মাধ্যমে ভিডিওর সাইজ কমিয়ে দেবে, সেই ভিডিওর মানও রাখবে অক্ষুন্ন।
ফোনের স্টোরেজ এবং ভিডিও কোয়ালিটি দুই দিক বিবেচনায় রেখে নিজের পছন্দের ভিডিওগুলো ফোনে রাখা কঠিন হয়ে যায়। কোয়ালিটি হাই হলে স্টোরেজে জায়গা বেশি লাগবে, আবার কোয়ালিটি খারাপ হলে ভালোভাবে দেখা সম্ভব হয় না। এক্ষেত্রে প্রয়োজন ভিডিওর ফরমেট পরিবর্তণ আর এর জন্যে দরকার ভিডিও কনভার্টার।
অ্যান্ড্রয়েড ভিডিও কনভার্টার অ্যাপস্
কোয়ালিটি এবং স্টোরেজ দুই দিক বিবেচনায় রেখে যদি আপনি আপনার ফোনে পর্যাপ্ত ভিডিও রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই ভিডিও কনভার্টার অ্যাপস্ সম্পর্কে জানতে হবে। অ্যান্ড্রয়েডের জন্য এমন কিছু ভিডিও কনভার্টার অ্যাপস্ রয়েছে, যেগুলো দিয়ে আপনি ভিডিও কনভার্ট করে সাইজ কমাতে পারবেন। এক্ষেত্রে কোয়ালিটিও লস হবে না, নিশ্চিত থাকুন। তো চলুন জেনে নেওয়া যাক অ্যান্ড্রয়েডের জন্য সেরা ৫টি ভিডিও কনভার্টার অ্যাপস্ সম্পর্কে।
১. Video Dieter 2 – Trim & Edit
অ্যাপটির মাধ্যমে খুব সহজেই আউটপুট ভিডিওর জন্য ভিডিও কোয়ালিটি এবং রেজুলেশন সেট করা যায়। চমৎকার বৈশিষ্ট্যসহ এই অ্যাপটির রয়েছে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। এর সাহায্যে আপনি কোন ভিডিওর অবাঞ্ছিত অংশও মুছে ফেলতে পারবেন।
Video Dieter 2 দিয়ে যে কোন ভিডিওতে অ্যাড করতে পারবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক। সেই সাথে ইমেল, YouTube এবং অন্যান্য অ্যাপ্লিকেশনের মাধ্যমে দ্রুত ভিডিও ট্র্যান্সফার করতে পারবেন। এছাড়াও এই অ্যাপটির মাধ্যমে আপনি যে কোনো ভিডিও যে কোনো মুহূর্ত ক্যাপচার করতে পারবেন।
২. Video Compress
খুব সহজেই লো, নরমাল এবং হাই কোয়ালিটিতে যে কোনো ভিডিও কনভার্ট করতে পারবেন Video Compress দিয়ে। আবার অ্যাপটি দিয়ে কনভার্ট করা যে কোনো ভিডিও আপনি শেয়ার করতে পারবেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, ইমেইল এবং আরও অন্যান্য চ্যানেলে। এ সব বৈশিষ্ট্য এটিকে অ্যান্ড্রয়েড ভিডিও কনভার্টার অ্যাপস্ এর তালিকায় অনন্য স্থান করে দিয়েছে।
প্রায় সব ধরণের ভিডিও ফরম্যাট সাপোর্ট করে Video Compress অ্যাপটি। মূল ভিডিওটি নিয়ে কাজ করার সময় একটি অনুলিপি তৈরি করা যায়। কোন ভিডিও যদি আবার কম্প্রেশ করতে চান, তাহলে এটি আপনাকে অডিও অপসারণের একটি অপশনও দিবে। কম্প্রেশন অনুপাতটি ভিডিওটির দৈর্ঘ্য অনুযায়ী বৃদ্ধি করা হয়।
৩. Vidcompact
অপেক্ষাকৃত নতুন ভিডিও কনভার্টার অ্যাপ হলো ভিডকম্প্যাক্ট। যার রয়েছে একাধিক ফাংশন এবং একইসাথে এটি একাধিক ফরম্যাট এবং দ্রুত ভিডিও কনভার্ট এবং কম্প্রেশন সমর্থন করে। অ্যাপটির মাধ্যমে খুব সহজেই অডিও ফ্রিকোয়েন্সি পরিবর্তণ করা যায়।
অ্যাপটির বড় সুবিধা হলো এটির মাধ্যমে যখন ভিডিও কনভার্ট করে ফেইসবুক, Google+, Instagram, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য জায়গায় শেয়ার করা হয়, তখন ভিডিওটি সেই প্ল্যাটফর্মের রিকোয়ারমেন্ট অনুযায়ী সরাসরি অ্যাডজাস্ট হয়ে যায়। ভিডিও কনভার্টারের সাথে সাথে এর মাধ্যমে বিভিন্নভাবে ভিডিও এডিটও করা যায়।
৪. Flip Compress
ভিডিও কনভার্টারটি বহু সংখ্যক ভিডিও এবং অডিও ফরম্যাট সমর্থন করে। এই অ্যাপটি লো, মিডিয়াম, হাই এবং কাস্টম মোড বৈশিষ্ট্য প্রদান করে। যার ফলে আপনি বিভিন্ন আকারে সেগুলো পরীক্ষা করতে পারবেন। অ্যাপটির মাধ্যমে আপনি কোন একটি মুভির কোন একটি নির্দিষ্ট অংশ ট্রিম করে সেটিকে কনভার্ট করতে পারবেন।
এছাড়াও ভিডিও কনভার্টারের প্যারামিটার সেটিংস, যেমনঃ ভিডিও কোডেক পরিবর্তণ, ফ্রেম রেট পরিবর্তণ, রেজুলেশন পরিবর্তণ, বিটরেট পরিবর্তণ করতে পারবেন। এছাড়াও অডিও প্যারামিটার সেটিংস, যেমনঃ অডিও কোডেক পরিবর্তণ, অডিও বিট রেট পরিবর্তণ, নমুনা রেট পরিবর্তণ এবং চ্যানেলের সংখ্যা পরিবর্তণের মতো কাজ করা যাবে এই অ্যান্ড্রয়েড ভিডিও কনভার্টার অ্যাপস্ এর মাধ্যমে।
৫. Video Compressor And Cutter
এই অ্যাপটি ভিডিও কনভার্টারের আরও একটি দারুণ অ্যাপ। যার মাধ্যমে আপনি বিভিন্ন ফরম্যাটে ভিডিও কনভার্ট করতে পারবেন। কম্প্রেস করা হয়েছে এমন ভিডিওগুলি ওপেন, শেয়ার, রিনেম এবং ডিলিট করতে পারবেন।
এছাড়াও এর নোটিফিকেশন বৈশিষ্ট্যের মাধ্যমে আপনি কম্প্রেশন অগ্রগতি নিরীক্ষণ করতে পারবেন। তাছাড়াও মূল ফরম্যাটে থাকা অবস্থায়ও ব্যবহারকারীরা সহজেই একটি ভিডিও ট্রিম করতে পারবেন।
এখানে যতগুলো অ্যান্ড্রয়েড ভিডিও কনভার্টার অ্যাপস্ নিয়ে আলোচনা করা হয়েছে তার সবগুলো দিয়েই আপনি খুব সহজে এবং সুন্দরভাবে যে কোনো ভিডিও বিভিন্ন ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। এছাড়াও নির্দিষ্ট কোন অংশ থেকে ট্রিম করে তাও কনভার্ট করতে পারবেন। অ্যাড করতে পারবেন অডিও কিংবা মিউজিক। কনভার্ট হওয়ার ফলে আপনার ডিভাইসের স্টোরেজ বেঁচে যাবে।
অ্যাপগুলো দিয়ে আপনি ভিডিও কনভার্ট করলে ভিডিও সাইজ কমে যাবে ঠিকই কিন্তু রেজুলেশন কমবে না। যার ফলে কনভার্ট করা ভিডিওটির রেজুলেশন ঠিক থেকেই আপনার ফোনের অতিরিক্ত জায়গা দখল না করেই স্টোর হবে আপনার ফোনে। ফলে আপনি পছন্দের ভিডিওটি দেখতে পাবেন ভালো রেজুলেশনে আবার খরচ হবে কম স্টোরেজ।
Leave a Reply