অ্যান্ড্রয়েড এন্টিভাইরাস অ্যাপ আপনার স্মার্টফোনের জন্য খুবই দরকারি। কারণ, একটি অ্যান্ড্রয়েড ডিভাইসে থাকতে পারে ভাইরাস, ট্রজানস, ক্ষতিকর URLs, আক্রান্ত মেমোরি এবং বিভিন্ন প্রকারের মোবাইল মেলওয়্যার।
মোবাইলে যদি থাকে একটি ভালো মানের এন্টিভাইরাস অ্যাপ, তাহলে আপনি এ-সবের হাত থেকে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটিকে সুরক্ষিত রাখতে পারেন। এছাড়াও একটি এন্টিভাইরাস বিভিন্ন স্পাইওয়্যার থেকেও দূরে রাখতে সাহায্য করবে আপনার অ্যান্ড্রয়েড ফোনকে।
কাজেই, আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সুরক্ষার জন্যে সন্ধ্যান নিয়ে এলাম দু’টি এন্টিভাইরাস অ্যাপের।
অ্যান্ড্রয়েড এন্টিভাইরাস অ্যাপ
কিছুদিন আগে আমরা কম্পিউটারের জন্যে ১০টি ফ্রি অ্যান্টিভাইরাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজ আলোচনা করতে যাচ্ছি মোবাইলের জন্যে এন্টিভাইরাস অ্যাপ নিয়ে। প্লে স্টোরে থাকা আর অসংখ্য ইউজারের রিভিউ পাওয়া সেরা ২ টি এন্টিভাইরাস অ্যাপ দিয়ে আজকের আর্টিকেল সাজিয়েছি।
এখানের দুটি এন্টিভাইরাস অ্যাপের রয়েছে নিজস্বতা। আমি এই বিশেষ এন্টিভাইরাস দুটি সিলেক্ট করেছি এদের জনপ্রিয়তা, ইউজার রিভিউ , ফিচার এবং সিস্টেম রিসোর্স রিকোয়ারমেন্টস এর ভিত্তিতে।
Avira Antivirus Security
Avira Antivirus Security অ্যাপটি অন্যান্য এন্টিভাইরাসের মতো সব কাজ করতে পারে। যেমন- সয়ংক্রিয়ভাবে অ্যাপ স্ক্যান করে ম্যালওয়্যার খোঁজার জন্য, এসডি কার্ডের সমস্যাগুলো খুঁজে বের করার জন্য, যে অ্যাপগুলোর আপনার ব্যক্তিগত তথ্যে এক্সেস আছে সেগুলোকে খুঁজে বের করে সিকিউরিটি চেক করে রাখার জন্য। বলতেই হবে যে এটি ব্যবহার করা খুবই সহজ।
Avira আপনার ফোনটিকে প্রতিদিন স্ক্যান করবে যতবার আপনি মোবাইল স্টার্ট করবেন, রিস্টার্ট করবেন, কম্পিউটার থেকে বিচ্ছিন্ন করবেন। এসব যদি আপনার যথেষ্ট না মনে হয় তাহলে আপনি সবসময় একটি ম্যানুয়াল স্ক্যান শুরু করতে পারেন যখন আপনি কোনো এডওয়্যার, র্যানসমওয়্যার এবং অবাঞ্চিত কিছু খুঁজতে চান আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে।
যখন এন্টিভাইরাসটি কোনো ভাইরাস খুঁজে পাবে তখন আপনি একটি এলার্ট নোটিফিকেশন পাবেন, সেক্ষেত্রে আপনাকে ইগনোর অথবা ডিলিট এই দুটো অপশন দেয়া হবে।
এখানে Avira Antivirus Security এর কিছু ক্ষমতা তুলে ধরা হলোঃ-
- আপডেটেড অ্যাপসগুলো রি-স্ক্যান হবে। যখন আপডেট শেষ হবে তখন এটি সয়ংক্রিয়ভাবে খুঁজে বের করবে যে নতুন করে আপডেট হওয়া অ্যাপে কোনো ভাইরাস আছে কি না।
- নতুন করে স্ক্যান করার নির্দেশ শুধু চালনাকারীর কাছে থাকবে।
- যখন কোনো ভাইরাস খুঁজে পাবে তখনই নোটিফিকেশন আসবে, অন্য কোনো সময় নয়। এরকম একটা সেটিংস থাকবে ব্যবহারকারীর হাতে।
- Avira Connect account এর সাহায্যে আপনি চুরির হাত থেকেও বাঁচতে পারবেন। ডিভাইসটিকে যে কোনো সময় লক করে দেয়া যাবে এই ফিচারের সাহায্য নিয়ে।
- একটা হিস্টোরি লিস্ট পাওয়া যাবে এর ভাইরাস স্ক্যানের এবং ভাইরাসগুলো লাল রঙের চিহ্নিত করা থাকবে অবশ্যই !
- আরো একটি অসাধারণ ফিচার রয়েছে, আপনি নাম্বার ব্লক করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। এছাড়াও প্রাইভেট কল এবং অপরিচিত নাম্বার ও ব্লক করা যাবে এর দ্বারা।
এই এন্টিভাইরাসটি সম্পূর্ণ ফ্রি ডাউনলোড করা যাবে প্লেস্টোর থেকে।
Security Master
দুই নাম্বারে রয়েছে Security Master যার আগের নাম ছিল CM Security। এটি একটি অবিশ্বাস্য জনপ্রিয় অ্যাপ যেটা শুধু এন্টিভাইরাসই না আরো কিছু টুলসের সমন্বয় ও বটে। এই অ্যাপ চেক করে ভাইরাস, ক্ষতিকর বিজ্ঞাপন, ট্রজানস, হুমকি, হেকিং টুলস এবং আরো অনেক কিছু।
আপনি হয়তো আমাদের আগের লেখা ৫টি পাওয়ারফুল হোম সিকিউরিটি অ্যাপস্ থেকে কোন না কোনটি ব্যবহার করে নিজের বাড়িকে সুরক্ষিত করেছেন। এবার, Security master অ্যাপটি ব্যবহার করে আপনার স্মার্টফোনকে সুরক্ষিত করে নিন।
এটি শুধু ভাইরাস স্ক্যানই করে না, সর্বোপরি একটা সিকিউরিট বেজ তৈরী করে অনেকগুলো টুলসের সাহায্যে।
চলুন দেখে নেয়া যাক Security Master এর কিছু ফিচারঃ-
- অটো স্ক্যান শুরু করে যে কোনো অ্যাপের জন্য এবং অটো ব্লক করে দেয়।
- যে কোনো সময় একটি ম্যালওয়্যার স্ক্যান স্টার্ট করা যায়।
- এর মাধ্যমে যেকোনো সময় ভিপিএন এ কানেক্ট হওয়া যাবে এবং ২০০ এমবি ফ্রি ডাটা ব্যবহার করা যাবে।
- এর মধ্যে থাকা একটি ক্লিনার টুলস আপনাকে সাহায্য করবে আপনার স্টোরেজ ক্লিন করার জন্য। জাংক এবং কেস ক্লিয়ার রাখবে সব সময়।
- আরো একটি অসাধারণ টুলস আছে সেটি হলো লক করা অবস্থায় যদি কেউ আপনার মোবাইল নিয়ে লক খোলার চেষ্টা করে সেক্ষেত্রে সেলফি ক্যামেরার সাহায্যে ওই ব্যক্তির একটি ছবি উঠে যাবে, যতোবার সে ভুল পাসওয়ার্ড ট্রাই করবে ততবারই।
- প্রত্যেকটি অ্যাপের পারমিশন চাওয়ার সময় আপনার কাছে Security Master একটি নোটিফিকেশন পাঠিয়ে দেবে।
- একটি safe browsing tool আপনাকে সাহায্য করবে যে কোনো কিছু ব্রাউজিং করার পর হিস্ট্রি ডিলিট করতে।
- আরেকটা সুন্দর টুল হচ্ছে যেটা আপনার মোবাইলকে গরম হওয়ার হাত থেকে বাঁচাবে এবং একটা নোটিফিকেশন পাঠিয়ে দেবে মোবাইল অতিরিক্ত গরম হয়ে গেলে। এমনকি কোন অ্যাপগুলো মোবাইল গরম করছে তা চিহ্নিত করার সাথে সাথে অফ ও করা যাবে।
- একটা পাওয়ার ইউসেজ এনালাইজার ব্যাটারী সেইভিং করতে যথেষ্ট সাহায্য করবে এবং কোন অ্যাপগুলো বেশি ব্যাটারী ইউজ করছে সেগুলোকে সাময়িক বন্ধ করতেও সাহায্য করবে।
- একটা ওয়াইফাই সিকিউরিটি টুল থাকছে যেটা আপনাকে অনিরাপদ ওয়াইফাই চিহ্নিত করতে সাহায্য করবে এবং ইন্টারনেট স্পিড মিটার তো থাকছেই।
- এছাড়াও থাকছে মোবাইল নাম্বার ব্লক ফিচার, যে কোনো প্রাইভেট কল, আননোন কল ব্লক করে দেওয়া যাবে সহজেই।
তাহলে বলাই যায় যে এই অ্যাপটি আসলেই সিকিউরিটি মাস্টার। এই এন্টিভাইরাস অ্যাপটিও পাচ্ছেন একদম ফ্রি, প্লে স্টোরে।
পরিশেষে বলতে হয়, আপনি যদি সত্যিই বিভিন্ন প্রকার ভাইরাস, ট্রজানস এবং ম্যালওয়্যার থেকে নিরাপদ থাকতে চান তাহলে একটি এখানকার যে কোন অ্যান্ড্রয়েড এন্টিভাইরাস অ্যাপ সত্যিই জরুরী ভুমিকা পালন করবে আপনার জন্য।
Leave a Reply