রমজান প্রায় আগত। মুসলিমদের অন্য বরকতের একটি মাস হলো রমজান মাস। সেহরী, তারাবী, ইফতারের মধ্যে দিয়ে একটি মাস অতিক্রম করবেন মুসলমানরা। একটি নির্দিষ্ট সময়ে করতে হয় সেহরী ও ইফতার। সে সময়টা জানার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে সময়সূচীর ক্যালেন্ডার জোগাড় করি। তাতে সারাদেশের সেহরী, ইফতারের সময়সহ আরও অনেক দো’আ থাকে। কিন্তু স্মার্টফোনের এই যুগে এখন আর সময়সূচীর জন্য ক্যালেন্ডার জোগাড় করা লাগে না। অ্যাপসের মাধ্যমেই জানা সম্ভব রমজানের সেহরী ও ইফতারের সময়সূচী।
সেহরী ও ইফতারের সময়সূচী
শুধু যে সেহরী আর ইফতারিতেই রমজান সীমাবদ্ধ তা নয়। একইসাথে রয়েছে বিভিন্ন আমল, দো’আ ইত্যাদি। গুগল প্লে স্টোরে এমন কিছু অ্যাপস রয়েছে যার মাধ্যমে আপনি জানতে পারবেন সেহরী ও ইফতারের সময়সূচী এবং একইসাথে বিভিন্ন দো’আও। তো চলুন জেনে নেওয়া যাক অ্যান্ড্রয়েডের জন্য সেহরী ও ইফতারের সময়সূচীর বিভিন্ন অ্যাপস সম্পর্কে।
১. সেহরি ও ইফতারের সময়সূচী ২০১৮
রমজান ক্যালেন্ডার ২০১৮ নিয়ে এই অ্যাপটি। এই অ্যাপটি ব্যবহার করে আপনি ইফতারের সময়সূচী থেকে শুরু করে সেহরির সময়সূচী সম্পর্কে জানতে পারবেন। আপনারা রমজানের সময়সূচী, ইফতার ও সেহেরীর সময়সূচীর সাথে আরও জানতে পারবেন রমজান মাসের গুরুত্বপূর্ণ কিছু আমল। যা আমাদের সকলের জন্য খুবই উপকারী।
এছাড়াও রমজানের জন্য দরকারি এই অ্যাপটিতে থাকছে- রমজানের সময়সূচী, ইফতারের দোয়া, রোযার নিয়ত, তারাবীহ নামাজ, রোযা ভঙ্গের কারণ, রোজার ফজিলত, রোজার হাদিস, রোজার বিধানসহ সেহরীর শেষ সময়।
২. রমজান ক্যালেন্ডার ২০১৮ ও দুআ
এই অ্যাপসটি সেহরী, ইফতারের সময়সূচীর সাথে ইফতারের দো’আ, রোজার হাদিস, রোজার বিধানসহ আরও অনেক উপকারি বিষয় নিয়ে ইসলামি সেবা প্রদান করে। এছাড়াও আরও পাবেন রমজান মাসের গুরুত্বপূর্ণ কিছু আমল। তাছাড়া আরও যেসব বৈশিষ্ট্য এই অ্যাপসটির রয়েছে তাহলো- ইফতারের দোয়া, রোযার নিয়ত, রোযা ভঙ্গের কারণ, তারাবীহ নামাজ, রোজার ফজিলত, রোজার হাদিস, রোজার বিধান এবং সেহরীর শেষ সময়।
৩. রমজান ক্যালেন্ডার ২০১৮ (আযান)
অন্যান্য রমজান ক্যালেন্ডারের মতোই এতেও আপনি জানতে পারবেন সেহরী, ইফতারের সময়সূচীসহ বিভিন্ন দো’আ ও আমল। তবে অন্যান্য অ্যাপস থেকে এই অ্যাপসটির পার্থক্য হলো এই অ্যাপসটিতে আপনি অটোমেটিক আযান সেট করতে পারবেন। যার ফলে আপনি সময় মত আযান শুনতে না পেলেও অ্যাপসটি আপনাকে আযান দিয়ে জানিয়ে দিবে।
এই অ্যাপসটিতে আরও পাবেন- সেহেরীর অ্যালার্ম, অটোমেটিক আযান, রমজানের দোয়া, রোজা ফরজ হবার শর্ত সমূহ, রোজা ভঙ্গের কারণ সমূহ, রমজান ২০১৮ এর সকল জেলার সময়সূচী, তসবিহ পড়ার ব্যবস্থা, রমজান ২০১৮ বানী ইত্যাদি। এছাড়াও কাউন্টডাউন টাইমার সেট করতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে।
৪. মাহে রমজান ক্যালেন্ডার ২০১৮
আরও একটি সুন্দর এবং ইফতার ও সেহরীর সময়সূচী সম্বলিত অ্যাপস হলো রমজান ক্যালেন্ডার ২০১৮। এতে আপনি ইফতারের দোয়া পাবেন। রোযার নিয়ত জানতে পারবেন। তারাবীহ নামাজ সম্পর্কিত সবকিছুই পাবেন।
যে-সব কারণে রোযা ভঙ্গ হয় সেগুলোও রয়েছে এই অ্যাপে। রয়েছে রোজার ফজিলত, রোজার হাদিস ও রোজার যাবতীয় বিধানসমূহ। সেই সাথে সেহরীর শেষ সময় দেয়া হয়েছে অ্যাপটিতে। এছাড়াও এতে সকল বিভাগের সাহরী ও ইফতারের সময়সূচী যোগ করা হয়েছে এবং সাথে রমজানের গুরুত্বপূর্ন মাসালা-মাসায়েল যোগ করা হয়েছে।
৫. রমজানের ক্যালেন্ডার ২০১৮
রমজানের ক্যালেন্ডার তথা রমজানের সময় সূচি নিয়ে এই অ্যাপটিও আপনাকে রমযান সম্পর্কিত সকল তথ্য জানাবে।
এখন আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই আপনি জানতে পারবেন ইফতার ও সেহরীর সময়সূচী। আরও জানতে পারবেন বিভিন্ন মাসলা-মাসায়েল, হাদিসসহ আরও অনেক কিছু। এখানে পাঁচটি অ্যাপস নিয়ে আলোচনা করা হয়েছে। যার মাধ্যমে আপনি সেহরী ও ইফতারির সময়সূচী আপনার ফোনের মাধ্যমেই জেনে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে ডাউনলোড করে নিন অ্যাপসগুলো আর নিশ্চিন্তে নিয়ে নিন রমজানের জন্য সময়সূচীর তালিকা।
সানজিদা জামান says
সময়ের উপযোগী আর্টিকেল, রোযার আগেই দারুণ এই লেখাটি সবার বেশ উপকারে আসবে, ধন্যবাদ লেখককে।