অ্যান্ড্রয়েড ফোনের জন্য গ্যালারির প্রয়োজনীয়তা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। অ্যান্ড্রয়েড ফোনের সাথে বিল্ট-ইন গ্যালারি থাকে, আবার কিছু ফোনে বিল্ট-ইন কোনও গ্যালারি থাকে না। ফোনে গ্যালারি থাকুক কিংবা না থাকুক, অনেকেই নতুন গ্যালারি অ্যাপের জন্য গুগল বা প্লে-স্টোরের সার্চ করে থাকেন। কিন্তু অধিকাংশ সময়ে কাঙ্ক্ষিত অ্যাপ খুঁজে না পেয়ে হতাশ হয়ে যান। আর যদিও খুঁজে পান, গ্যালারি অ্যাপ ইন্সটল করার পর অ্যাডের যন্ত্রণায় বিরক্ত হয়ে যান।
যাই হোক, আজকের এই লেখায় আমি অ্যান্ড্রয়েডের জন্য সেরা ৫টি গ্যালারি অ্যাপ নিয়ে আলোচনা করবো। আরও মজার ব্যাপার হল, এসব অ্যাপে কোন ধরণের অ্যাড নেই, তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। আর একটা কথা যারা অ্যান্ড্রয়েড ফোনে অ্যাড দেখতে দেখতে বিরক্ত, তারা অ্যান্ড্রয়েডের সেরা ৪টি অ্যাড ব্লকার সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন এবং পছন্দেরটি ডাউনলোড করে অ্যাডের ঝামেলা থেকে মুক্ত হতে পারেন।
গ্যালারি অ্যাপ
এখানে আমি যে ৫টি অ্যাপ সম্পর্কে আলোচনা করেছি এবং ডাউনলোড লিংক দিয়েছি, এগুলোর প্রত্যেকটিই গ্যালারির জন্যে সেরা অ্যাপ। প্রতিটি অ্যাপের ফিচার সম্পর্কে জেনে নিয়ে নিজের পছন্দ মতো যে কোনটি ব্যবহার করতে পারেন আর উপভোগ করতে পারেন ফটো ও ভিডিওর অসাধারণ কিছু সুবিধা।
১. Simple Gallery: Photo Manager & Editor
এক নজরে এর ফিচার:
- ফটো এবং ভিডিও প্যাটার্ন, পিন বা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে লক করার সুবিধা
- ফটো এডিটিং সুবিধা
- প্রায় সব ধরণের ইমেজ ও ভিডিও সাপোর্ট করে
- ডিলিট করা ফটো রিকোভার করার সুবিধা
- ৩২ টি ভাষা ব্যবহারের সুবিধা
নামে সিম্পল হলেও কাজ করে একদম অ্যাডভান্স লেভেলের। সম্পূর্ণ ওপেন সোর্স অ্যান্ড্রয়েড অ্যাপ এটি। অ্যাপটিকে আপনি আপনার ইচ্ছামত কাস্টমাইজড করতে পারবেন। খুব দ্রুত আপনি আপনার ছবি, ভিডিও বা ফাইল সার্চ করতে পারবেন। এর বিল্ট ইন এডিটরের মাধ্যমে আপনি আপনার ছবিকে ইচ্ছামত এডিট করতে পারবেন।
কোন ছবি ডিলিট করে ফেললে সেই ছবিকে আবার পুনরায় ফেরত আনার অসাধারণ এই সুবিধা পাবেন এই অ্যাপে। এছাড়া আপনার ছবি বা ভিডিওকে নিরাপদ রাখতে লক করে রাখতে পারবেন। সর্বোপরি গ্যালারির জন্য আদর্শ অ্যাপ এটি।
২. F-Stop Gallery
এক নজরে এর ফিচার:
- আকর্ষণীয় ইউজার ইন্টারফেস
- ফাস্ট সার্চ করার সুবিধা
- ছবিকে অ্যালবাম, ট্যাগ, ম্যাপ এবং ফোল্ডার ভিত্তিক সাজানোর সুবিধা
- স্লাইড শোর সুবিধা
আপনি যদি আকর্ষণীয় ডিজাইনের কোন গ্যালারি অ্যাপ খুঁজে থাকেন, তবে এই অ্যাপকে পছন্দের তালিকায় স্থান দিতে পারেন। এর সার্চ ফিচারটি বেশ শক্তিশালী। GIFs ফাইল প্লে করার সুবিধা পাবেন এই অ্যাপে। এছাড়া আপনার ছবিকে পছন্দমত সাজানোর জন্য এই অ্যাপ বেশ পারদর্শী।
এই অ্যাপের মাধ্যমে ম্যাপ অনুযায়ী আপনি আপনার ছবি যোগ করতে পারবেন। এছাড়া প্রত্যেক ছবিতে আলাদা আলাদা ট্যাগ যোগ করতে পারবেন যাতে করে পরবর্তীতে ছবি খুঁজে পেতে সহজ হবে।
৩. Gallery
এক নজরে এর ফিচার:
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর অ্যাপ
- ভিডিও প্লে করার সুবিধা
- ফটো এবং ভিডিও এডিটিং সুবিধা
- অ্যালবাম ভিত্তিক অ্যাপ
- সরাসরি ছবি প্রিন্ট করার সুবিধা
এটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর অ্যাপ, ফলে মানুষ এবং প্রাকৃতিক দৃশকে স্বয়ংক্রিয় ভাবে আলাদা করতে সক্ষম। কাজেই, ছবিকে সাজানো এবং খুঁজে পেতে আপনাকে খুব বেশী কষ্ট করতে হবে না। এছাড়া ফেসবুক, টুইটার, জিমেল সহ প্রত্যেক অ্যাপের ছবি আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করার সুবিধা আছে এতে। এর বিল্ট ইন ফটো এবং ভিডিও এডিটর বেশ ফিচার সমৃদ্ধ।
৪. Camera Roll – Gallery
এক নজরে এর ফিচার:
- ফাস্ট এবং সিম্পল ডিজাইন
- ফটো এডিটিং সুবিধা
- অ্যানিমেশন ভিত্তিক গ্যালারি অ্যাপ
- ভার্চুয়াল অ্যালবাম সুবিধা
- হিডেন ফোল্ডার দেখা এবং ডিলিট করার সুবিধা
ওপেন সোর্স অ্যাপ এটি। আপনি যদি কম সাইজের মধ্যে ফাস্ট কোন গ্যালারি অ্যাপ খুঁজে থাকেন তবে এই অ্যাপকে আপনার তালিকায় রাখতে পারেন। অ্যাপের সাইজ ছোট হলেও একটি আদর্শ অ্যাপে যেসব ফিচার থাকার কথা তার সব ফিচার পাবেন এই অ্যাপে। এই অ্যাপের বিল্ট ইন ফটো এডিটর রয়েছে। এছাড়া অ্যাপটি দিয়ে দ্রুত ছবি কপি, মুভ কিংবা ডিলিট করতে পারবেন।
৫. Focus Go
এক নজরে এর ফিচার:
- কম সাইজ
- হাই কোয়ালিটির জুম সুবিধা
- ওএলইডি থিম
- ফটো এবং ভিডিও প্লে করার সুবিধা
অ্যাপটি এখনো পুরোপুরি রিলিজ হয়নি। তবে অ্যাপটি ব্যবহার করলে কোন ক্ষতি হবে না। এই অ্যাপের সবচেয় আকর্ষণীয় বিষয় হলো এর জুমিং সুবিধা। আপনি ছবিকে জুম করার পরেও ছবির কোয়ালিটি একটুও কমবেনা। এছাড়া এই অ্যাপটিতে আপনি ফটো এবং ভিডিও প্লে করার সুবিধা পাবেন। ওএলইডি থিম থাকার কারণে ডার্ক মোডে ব্যবহারে সুবিধা পাবেন। ফলে আপনার চোখের ক্ষতি এবং ব্যাটারির চার্জ দুটিই রক্ষা করবে।
শেষ কথা
এই ছিল অ্যান্ড্রয়েডের গ্যালারি অ্যাপ নিয়ে আজকের লেখা। যেহেতু এই লেখায় শুধু অ্যাড ফ্রি অ্যাপ নিয়ে আলোচনা করা হয়েছে তাই প্লে-স্টোরের অনেক ফিচার সমৃদ্ধ অ্যাপ তালিকায় যোগ করা হয় নি। তাই আপনার পছন্দের তালিকায় যদি অন্যকোন গ্যালারি অ্যাপ থেকে থাকে তবে কমেন্ট করে জানাতে পারেন।
Leave a Reply