আমাদের সবার হাতে হাই-এন্ডের ডিভাইস নেই। ফলে, লো-এন্ডের ডিভাইসে হাই-এন্ডের গেম খেলতে গিয়ে প্রায়ই ডিভাইসটি হ্যাং করে বসে। মেজাজটা যা খারাপ হয় না তখন! না, ভাই মেজাজ খারাপ করার দরকার নেই, প্লে-স্টোরে এমন অনেক লো-এমবি গেম রয়েছে যেগুলো যে কোন অ্যান্ড্রয়েড ডিভাইসে দারুণ চলবে।
আপনি আবার এটা ভাববেন না যে লো-এমবি গেম মানে লো কোয়ালিটি। প্লে-স্টোরে অনেক ফাটাফাটি গেম রয়েছে যেগুলো তৈরি করার সময় এটা মাথায় রাখা হয়েছে যাতে সেগুলো যে কোন লো-এন্ড ডিভাইসেই দারুণভাবে চলতে পারে। কিন্তু কোয়ালিটির ক্ষেত্রে কোন রকম কম্প্রোমাইজ করা হয়নি। এ রকমই লো-এমবি কিন্তু হাই-কোয়ালিটির ৭টি গেমের খোঁজ নিয়ে এসেছি আপনাদের জন্য।
সেরা ৭টি লো-এমবি গেম
আপনারা যারা নিয়মিত নতুন নতুন গেইম ট্রাই করতে পছন্দ করেন, তাদের জন্য বিভিন্ন ক্যাটেগরির এই গেমগুলো হতে পারে একটি চমৎকার কালেকশন। লো-এমবি শুনে হয়তো চিন্তা কতটা লো-এমবি কনজিউমিং অফলাইন গেইম এগুলো! এখানকার ৭টি গেমের সবক’টিই ১০ এমবির নিচে। আসুন, গেমগুলো সম্পর্কে জানি আর পছন্দ হলেই ডাউনলোড করে খেলতে শুরু করি।
সিঙ্গুলারিটি (singularity)
গেইমটির পুরো নাম Singularity – Minimalist time killer! আইডিয়া ক্রাঞ্চার স্টুডিওসের সিঙ্গুলারিটি গেইমটা অন্যান্য গেইমগুলোর চেয়ে একটু আলাদা। সম্পূর্ণ সাদা কালো রঙে ডিজাইন করা ইউআই এর এই গেইমটায় একটি বল থাকবে। আপনাকে প্লেয়ার হিসাবে বলটিকে নিচে নেয়ার রাস্তা খুঁজতে হবে। ফিংগার ট্যাপের মাধ্যমে আপনি বলটির ডিরেকশন পরিবর্তন করতে পারবেন। মোটামোটি সব অ্যান্ড্রয়েড ভার্শনেই খেলা যায় এই গেইমটি।
১০ এমবির এই গেইমটির আরেকটি সুবিধা হল, এই গেইমটিতে বিজ্ঞাপনের মাত্রা খুব কম। সুতরাং, গেইমটা খেলতে গিয়ে বিজ্ঞাপনের জন্য বিরক্ত হওয়ার সম্ভাবনাও বেশি না। আর এরপরও যদি বিরক্ত হন, ইন অ্যাপ পার্চেসের মাধ্যমে পরিত্রান পেতে পারেন বিজ্ঞাপনের ঝামেলা থেকে। গুগোল প্লে-স্টোরে এর রেটিং 4.7 ।
অরবিট নেভিগেটর (orbit nevigator)
অরবিট নেভিগেটর হল আরেকটি অসাধারণ টাইম কিলিং লো-এমবি গেইম। সার্ভাইভাল টাইপের এই গেইমে আপনার স্ক্রিনে অনেকগুলো প্লেইটের মত অরবিট থাকবে। আপনাকে একটা অরবিট থেকে আরেকটা অরবিটে লাফ দিয়ে দিয়ে যেতে হয়। যতগুলো অরবিটাল লাফিয়ে যেতে পারবেন আপনার স্কোরও তত বাড়বে।
ভ্যানিলা ওয়েব কোম্পানীর ডেভেলপারদের বানানো এই গেইমে আছে খুব সাধারণ কিন্তু সুন্দর ইন্টারফেইস। সুন্দর ব্যাকগ্রাউন্ড এবং থিমের এই গেইমটির গুগোল প্লেস্টোরে বর্তমান রেটিং 4.5। এন্ড্রয়েড ভার্শন ২.৩ এবং তার উপরের ভার্শনের যে কোন এন্ড্রয়েড সেটে খেলতে পারবেন এই গেইমটি।
পলি পাথ (Poly Path)
পলি পাথ – আরেকটি টাইম কিলিং অসাধারণ লো-এমবি গেইম। এই গেইমে ভাল স্কোর করতে আপনার লাগবে তীক্ষ্ণ ফোকাস করার ক্ষমতা এবং অসাধারণ রিফ্লেক্স। গেইমের শুরুতে একেবারে সহজ থাকে গেইমটি। গেইমটিতে আপনাকে একটি পথ ধরে এগোতে হবে, যেখানে আপনি কতগুলো বলকে কাউন্টার করতে থাকবেন। আপনার লক্ষ্য থাকবে বলগুলো সেইম রং-এর রিং-এর মধ্যে ফেলা। শুরুতে গেইমের পথগুলো ফিক্সড থাকে, আর তাই গেইমটাও যথেষ্ট সহজ থাকে। আপনার এগোতে থাকার সাথে সাথে গেইমের পাথগুলো পরিবর্তন হতে শুরু করে আর ডিফিকাল্টি লেভেল বাড়তে থাকে।
এখানে আমরা আগেই বলেছিলাম, আমরা আলোচনা করছি ১০ এমবি বা তার চেয়ে কম স্টোরেজ কনজিউমিং গেইম নিয়ে। মজার ব্যাপার হল, এই গেইমটির সাইজ মাত্র ৫ এমবি। কোডব্রিউ কোম্পানির ডেভেলপারদের তৈরি এই গেইমটির গুগোল প্লেস্টোরে বর্তমান রেটিং হল ৪.৬।
নো ওয়ান ডাইজ (No One Dies)
নো ওয়ান ডাইজ গেইমটা অন্যান্য গেইমগুলোর চেয়ে অনেকটাই আলাদা একটা গেইম। আলাদা বলছি, কারণ এই গেইমটাতে আপনাকে হিরো নিয়ে খেলতে হবে। আপনি নিশ্চয়ই ভাবছেন এর মধ্যে আলাদার কি আছে। আলাদা হল, এই গেইমটিতে আপনি একটি নয় বরং একই সময়ে ২ থেকে ৩৬টা পর্যন্ত স্টিকম্যান হিরোকে কন্ট্রোল করবেন।
“মাইন্ড টুইস্টিং” এই গেইমটি মূলত ডেভেলপ করাই হয়েছে আপনার হাত এবং মাথার কন্ট্রোল স্কিলকে টেস্ট করার জন্য। ৫টি আলাদা আলাদা গেইম মোড আছে এই গেইমটিতে। কি মনে হয়? মাত্র ১০ সেকেন্ড কি সার্ভাইভ করতে পারবেন গেইমটিতে? একবার চেষ্টা করেই দেখুন। রিঞ্জ কোম্পানি লিমিটেডের ডেভেলপারদের ডেভেলপ করা এই গেইমটির রেটিং ৩.৯। রেটিং ৪ এর নিচে বলে একটু কম মনে হতে পারে। তবে, আপনি যদি আসলেই চ্যালেঞ্জিং গেইম পছন্দ করে থাকেন, তবে আমি বলব, এই গেইমটি আপনার জন্যই ডেভেলপ করা হয়েছে।
মডার্ণ স্নাইপার (Modern Sniper)
চলুন এবার একটা শ্যুটিং গেইম নিয়ে কথা বলি। মডার্ণ স্নাইপার যে একটি শ্যুটিং গেইম তা আশা করি আলাদা করে বলার কিছু নাই। ট্র্যাডিশনাল শ্যুটিং গেইমের মজাই পাবেন এই লো-এমবি গেইমটিতে। ৫০ টি দুর্ধর্ষ মিশন, অসাধারণ থিডি গ্রাফিক্স, ৬টা ইউনিক ম্যাপ, ৭টা রিয়াল ওয়ার্ল্ড স্নাইপার রাইফেল আর আপনার সময় এবার স্নাইপার হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করার।
তো আর বসে কেন? প্লেস্টোরে যান, ইন্সটল করে ফেলুন আর রেডি হয়ে যান একের পর এক হেড শট করার জন্য। ক্যান্ডি মোবাইল কোম্পানির ডেভেলপারদের ডেভেলপ করা এই গেইমটির রেটিং ৪.২। এ ধরণের গেম যদি আপনার খুব পছন্দ হয়ে থাকে, তবে আরো খেলতে পারেন অ্যান্ড্রয়েডের জন্য সেরা ৫টি ফার্স্ট পারসন শ্যুটার গেম।
ইন্ডলেস ফলিং (Endless Falling)
নাম শুনেই নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন, গেইমটা কেমন হতে পারে। হ্যা, একদম ঠিকই ধরেছেন। এই গেইমের ক্যারেক্টার একটা পাহাড় চূড়া থেকে লাফ দেয়। সমস্যা হল গেইমের অবস্ট্যাকল্গুলো শান্তিতে নিচেও নামতে দিবে না আপনাকে। আপনার কাজ হল যতক্ষন পর্যন্ত অবস্ট্যাকল থেকে বাচিয়ে রাখা যায় ক্যারেক্টারটিকে। আর একই সংগে হার্ট কালেক্ট করার চেষ্টা করবেন এক্সট্রা লাইফের জন্য। সবগুলো লাইফ শেষ হওয়ার আগে কত স্কোর করে নিতেন পারেন, সেটাই দেখার বিষয়।
রিকার্ডো ম্যাটাভ্যালির ডেভেলপ করা এই গেইমটির রেটিং ৩.৬। রেটিং ৩.৬ যদিও দেখতে কম মনে হচ্ছে। তবে, আমার মতে এটা একটা আন্ডাররেটেড গেইম।
সেভেন ইনটু সেভেন (7×7)
সেভেন ইনটু সেভেন গেইমটি 7×7 নামে পরিচিত হলেও এর সম্পূর্ণ অফিসিয়াল নাম হল 7×7 বেস্ট কালার স্ট্র্যাটেজি গেইম। কিপ কোম্পানীর ডেভেলপারদের ডেভেলপ করা এই গেইমটি মূলত একটি কালার ম্যাচিং গেইম। এখানে আপনাকে একটা ৭*৭ ব্লকের গ্রিড দেয়া থাকবে। যার কয়েকটি গ্রিডে থাকবে আলাদা আলাদা রঙ। আপনার কাজ হবে, এই রঙ্গিন ব্লকগুলোর থেকে ৪টি করে একই রং-এর ব্লক নিয়ে মিলানো। আপনার প্রতিটি নন-স্কোরিং দানে একটা করে নতুন রঙ্গিন ব্লক এড হবে। সবগুলো গ্রিড রঙ্গিন হওয়ার আগে কত বেশি স্কোর করতে পারছেন, সেটাই এই গেইমটার মূখ্য বিষয়।
মাল্টিলেভেল এই লো-এমবি গেইমটিতে আপনার জন্য থাকছে এচিভমেন্ট আনলকের অপশন। গুগোল প্লে-স্টোরে এই গেইমটির রেটিং ৪.১। তো আর দেরি কেন? আজই ইনস্টল করে নিন গেইমটা আর দেখুন কত স্কোর করতে পারেন।
যাই হোক, আজকের মত এ পর্যন্তই, ৭টা লো-এমবি গেম নিয়ে কথা হয়ে গিয়েছে, এগুলো খেলতে থাকুন। সামনে আবার কোন একদিন লিখব অন্য কিছু নিয়ে ইনশাআল্লাহ।
আরএসট্রিক২১ says
লো এমবি গেমগুলো তাদের জন্যে খুবই উপকারি যারা ইন্টারেনেটের ভাল স্পিড পান না।