স্মার্টফোন, ল্যাপটপ এবং কম্পিউটারের মত ডিজিটাল ডিভাইসগুলি আমাদের জীবনে অপরিবর্তণীয় স্থান তৈরি করেছে এবং বিশ্বব্যাপী কোটি কোটি গ্রাহক নিয়মিত ব্যবহার করছে। নতুন অ্যাপ্লিকেশন ইন্সটল করা, ওয়েবসাইট ব্রাউজিং করা কিংবা অনেক ফটো ও ভিডিও থাকার ফলে খুব সহজেই কমে যেতে পারে অ্যান্ড্রয়েড ফোনের গতি। এজন্য প্রয়োজন হয় বিভিন্ন অ্যান্ড্রয়েড অপ্টিমাইজার অ্যাপস্ যেগুলো ব্যবহার করে খুব সহজেই বাড়িয়ে নেয়া যায় স্মার্টফোনের গতি।
অ্যান্ড্রয়েড অপ্টিমাইজার অ্যাপস্
বিভিন্ন অ্যাপ্লিকেশনের ব্যবহারের ফলে তৈরিকৃত জাঙ্ক ফাইলের কারণে স্লো হয়ে যায় সাধের স্মার্টফোনটি। এমন অবস্থায় আপনার অ্যান্ড্রয়েড ফোনটি অপটিমাইজ করা জরুরী। তাই জেনে নিন কোন কোন অ্যাপস্ ব্যবহারের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড ফোনের গতি বাড়াতে পারবেন।
১. Clean Master
অ্যান্ড্রয়েডের জন্য ক্লিন মাস্টার ক্লিনার অ্যাপ্লিকেশনটি সেরা এবং অত্যন্ত উপযোগী একটি ইউটিলিটি টুল যা আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাটারি লাইফ সংরক্ষণ এবং র্যাম ও স্টোরেজ স্পেস ফ্রি করে দেয়। মূলত এই অ্যাপ্লিকেশনটি আপনার অ্যান্ড্রয়েড ফোনের জাঙ্ক ফাইল, ব্রাউজিং হিস্টোরি, বাড়তি ফাইল, ক্যাশ এবং আপনার অ্যান্ড্রয়েড ফোনের সব অ্যাপ্লিকেশনের হিস্টোরি মুছে ফেলে।
Clean Master আপনার স্মার্টফোনকে শুধু ক্লিনই করবে না, একই সাথে আপনার সব ধরণের গোপনীয়তা রক্ষা করবে। এটি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের গতি বাড়ানোর জন্য খুবই কার্যকরী একটি অ্যাপ্লিকেশন। সুতরাং, দেরী না করে নিচের লিংকে ক্লিক করে প্লে-স্টোরে যান আর এটি ডাউনলোড করে উপভোগ করুন স্মার্টফোনের স্মার্ট গতি।
২. Advanced Task Manager
এই অ্যাপসটি আপনাকে র্যামে চলমান প্রসেসগুলি দেখতে সাহায্য করবে। অবাঞ্ছিত বা অপ্রয়োজনীয় প্রসেসগুলি অপসারণ করে আপনার স্মার্টফোনকে আরো স্মার্ট করে তুলবে। এভাবে, অ্যাপটি যে কোন অ্যান্ড্রয়েড ফোনের গতি বাড়ায় এবং ব্যাটারির শক্তি সংরক্ষণ করতে সাহায্য করে।
Advanced Task Manager এর একটি টাস্ক ম্যানেজার অ্যাপসও রয়েছে যার মাধ্যমে আপনি আপনার ফোনে ইনস্টল করা সমস্ত অ্যাপ্লিকেশন পরিচালনা করতে পারেন। প্রোগ্রামটি আপনাকে দেখাবে যে, কোন প্রোগ্রামগুলো চলমান, কোনগুলো বন্ধ করে রাখা এবং কোনগুলো ব্যাকগ্রাউন্ডে জেগে আছে। অ্যাপ্লিকেশনটির মধ্যে অনেকগুলি প্রয়োজনীয় বৈশিষ্ট্য রয়েছে, যেমনঃ অ্যান্ড্রয়েড অপ্টিমাইজার, স্টার্টআপ কিল, অটো-কিল প্রসেস, রেগুলার কিল ইত্যাদি।
৩. Android Booster
আরও একটি টপ রেটেড অপ্টিমাইজেশন অ্যাপস Android Booster, যা আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটিকে সর্বোচ্চ কর্মক্ষম করে তোলে। এটি আপনার ডিভাইসটিকে দ্রুততর করার জন্য প্রসেসগুলো শেষ করে দেয়, মেমরি পুনরুদ্ধারে সাহায্য করে, ব্যাটারি সংরক্ষণ এবং পুরোপুরি অবাঞ্ছিত অ্যাপ্লিকেশন আনইনস্টল করে দেয়।
এছাড়াও, Android Booster অ্যাপসটির একটি টাস্ক ম্যানেজার অ্যাপ্লিকেশনও রয়েছে। যা আপনাকে ম্যানুয়ালি সিস্টেমের মধ্যে প্রবেশ করতে দেয় এবং অপ্রয়োজনীয় আইটেমগুলো নির্বাচন করে মুছে ফেলতে সাহায্য করে।
৪. 1Tap Cleaner
অ্যান্ড্রয়েডের জন্য এই ক্লিনার অ্যাপসটি সফ্টওয়্যার ক্যাশ, ওয়েব ব্রাউজিং হিস্টোরি এবং বিভিন্ন বাজে জিনিস মুছে ফেলতে সাহায্য করে। যার ফলে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর কার্যক্ষমতা বেড়ে যায় বহুগুণে। নামেই বুঝতে পারছেন, এটি একটি ওয়ান ট্যাপ ক্লিনার, যার মানে এটি দিয়ে স্মার্টফোন ক্লিন করতে মাত্র একটি ট্যাপ দিতে হবে।
1Tap Cleaner অ্যাপ্লিকেশনটির একটি ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস আছে। যার ফলে আপনি ডিফল্টভাবে চালানো প্রোগ্রামগুলি ক্লিন করা, ক্যাশ ক্লিন করা এবং স্টোরিস ক্লিন করতে পারবেন খুব সহজেই।
৫. Android Assistant
এটি সবচেয়ে শক্তিশালী এবং বিস্তৃত ব্যবস্থাপনা টুলসগুলোর মধ্যে একটি। যা আপনার অ্যান্ড্রয়েড ফোনের পারফরম্যান্স সহজেই এবং দক্ষতার সাথে বাড়াতে সাহায্য করবে। এটির সাহায্যে আপনি সমস্ত সক্রিয় প্রসেস দেখতে পাবেন, CPU ব্যবহার দেখতে পারবেন, মেমরি এবং ব্যাটারি দেখতে পারবেন।
Android Assistant অ্যাপটি ব্যবহার করে বিভিন্ন প্রোগ্রামের ডেটা থেকে ক্যাশ পরিষ্কার করতে পারবেন। এমনকি, ইনস্টল করা অ্যাপ্লিকেশনগুলি রিমুভ করতে পারবেন, যারফলে আপনার কাজ আরও সহজ হয়ে যাবে।
৬. Systweak Android Cleaner
এই অ্যাপ্লিকেশনটি যে শুধুমাত্র আপনার ফোনের যাবতীয় জাঙ্ক ফাইল মুছে ফেলে তা নয়, একইসাথে ব্যাটারির খরচ কমাতেও সাহায্য করে। এছাড়াও এই ক্লিনার অ্যাপসটির ডুপ্লিকেট ফাইল ক্লিনারের একটি বৈশিষ্ট্য রয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে আপনার ডুপ্লিকেট ফাইলগুলো স্ক্যান করে এবং আপনি মাত্র এক ক্লিকেই সব মুছে ফেলতে পারেন।
৭. App Tuneup Kit
আপনার ফোন থেকে সমস্ত জাঙ্ক ফাইল ক্লিয়ার করার পরও নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করার সময় ফোনটি স্লো কাজ করতে পারে। এই ধরনের প্রযুক্তিগত সমস্যাগুলো মোকাবেলা করার জন্য সর্বোত্তম সমাধান হলো এই ক্লিনার অ্যাপসটি। জাস্ট সিঙ্গেল ক্লিকেই মাত্র ৬০ সেকেন্ডের মধ্যে বিশেষ অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে বিভিন্ন প্রস্তাব দেবে অ্যাপটি। একই সাথে সব অ্যাপসের বিকল্প সাজেস্ট করবে যা সিস্টেম পারফরম্যান্সকে প্রভাবিত করবে না।
৮. DU Speed Booster
আরও একটি সেরা স্পিড বুস্টার অ্যাপস্ DU Speed Booster যা আপনার ফোনের র্যামকে পরিষ্কার করতে এবং ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন থেকে ফোনকে ফ্রি করতে সাহায্য করে। এক সেকেন্ডের মধ্যে আপনার ফোনের সমস্ত জাঙ্ক ফাইল স্ক্যান করে দিতে পারে এটি এবং আপনি মাত্র এক ক্লিকেই তাদের ডিলিটও করে দিতে পারেন। এছাড়াও কোন ভাইরাস বা ম্যালওয়ারকে আপনার ডিভাইসে প্রবেশেও বাধা প্রদান করে এই DU Speed Booster।
৯. All-In-One Toolbox
এই অ্যাপসটির মাধ্যমে আপনি জাঙ্ক ফাইল পরিষ্কার করা, র্যাম বুস্ট করা, CPU ঠাণ্ডা রাখারা কাজগুলো করতে পারেন। এছাড়াও, ব্যাচ অ্যাপ ইনস্টলার / আনইনস্টলার, ব্যাকআপ টুল, বুট স্পীডআপ, লক অ্যাপস, গেম পারফরম্যান্স বাড়ানোসহ আরও অনেক সুবিধা পাবেন এই অ্যাপে। এই ফাংশনগুলো ছাড়াও স্যুইপ কন্ট্রোল, ভলিউম সেটিংস, কোড স্ক্যানার, টর্চলাইট ইত্যাদি বৈশিষ্ট্য রয়েছে All-In-One Toolbox এ।
১০. CCleaner
পিসি এবং ল্যাপটপ ব্যবহারকারীরা ইতিমধ্যেই এই ক্লিনার অ্যাপসটির সাথে পরিচিত। বর্তমানে এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও অন্যতম একটি সেরা ক্লিনার অ্যাপস। এটি আপনার ফোন থেকে সমস্ত জাঙ্ক ফাইল এবং ডেটা মুছে ফেলবে যা আপনার আর প্রয়োজন নেই। এছাড়াও এই অ্যাপসটি সিস্টেম ল্যাগ করে অ্যাপ্লিকেশনগুলোকে নিরাপদে আনইনস্টল করতে সহায়তা করে।
হাজারো অ্যাপ্লিকেশনের ভিড়ে আপনার স্মার্টফোনটি স্লো হয়ে যাওয়াটাই স্বাভাবিক। সেটাকে যে অ্যাপসগুলো ব্যবহারের মাধ্যমে ফাস্ট করতে পারেন তার মধ্যে থেকে সেরা দশটি নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করা যায় অ্যাপসগুলোর ব্যবহার আপনার স্লো ফোনটিকে ফাস্ট করতে সাহায্য করবে।
Leave a Reply