বন্ধু এবং পরিবারের সাথে যোগাযোগ রক্ষা এখন আরো সহজ এবং দ্রুত করে দিয়েছে অ্যানড্রয়েড স্মার্টফোন। তবে আমাদের ফোনে প্রতিদিন যারা কল দেয় তারা সবাই কিন্তু এমন না যদেরকে আমরা ভালোবাসি বা যাদের সাথে আমরা কথা বলতে ইচ্ছুক। অপরিচিত নতুন কেউ, টেলিমার্কেটার এবং এমন আরো অপ্রত্যাশিত অনেকের কাছ থেকেই আমরা রোজ কল পেয়ে থাকি যা রীতিমত বিরক্তিকর। তবে আশার বাণী এই যে, এই বিরক্তি থেকে চাইলেই আমরা মুক্তি পেতে পারি। অ্যানড্রয়েড ফোনে কল ব্লক করার সুবিধা তো আছেই!
কল ব্লকের জন্য প্রত্যেকটি অ্যানড্রয়েড ফোনেরই নিজস্ব পদ্ধতি আছে। অ্যানড্রয়েড ফোনে কল ব্লকের জন্য প্রত্যেক কোম্পানিই নিজস্ব সফটওয়্যার ব্যবহার করে। তাই একেক ফোনের নিয়ম একেক রকম। প্রত্যেকটা অ্যানড্রয়েড ফোনে কল ব্লক এর আলাদা আলাদা বর্ণনা দেয়া সম্ভব নয়। তাই সবচেয়ে জনপ্রিয় অ্যানড্রয়েড ফোনগুলো নিয়ে এখানে আলোচনা করা হলো।
অ্যানড্রয়েড ফোনে কল ব্লক করবেন যেভাবে
প্রতিদিনের অপ্রত্যাশিত নাম্বারগুলোকে ব্লক লিস্টে ফেলে পুনরায় সেই নাম্বার থেকে বিরক্তিকর কল আসা সহজেই বন্ধ করে দেয়া যায়। অ্যানড্রয়েড ফোনে কল ব্লক এর এই সুবিধাটি উপভোগ করতে পারেন সহজেই।
আরো পড়ুন:
- ৫টি ফ্রি মোবাইল ক্লিনিং অ্যাপস্
- মোবাইলের জন্য সেরা ৫টি ব্যাটারি সেভার অ্যাপস্
- ফ্রিতে মুভি দেখার সেরা ৫টি অ্যাপস্
- মোবাইলে ভিডিও তৈরির ৫টি ফ্রি অ্যাপস্
স্টোক অ্যানড্রয়েড
Google Pixel অথবা Nexus 6P এর মতো স্টোক অ্যানড্রয়েড ফোনে কল ব্লক এর জন্য দুটো পদ্ধতি আছে। সবচেয়ে সহজটা হচ্ছে আপনার ফোনে অ্যাপ খুলে রিসেন্ট কল লিস্টে যান। যে নাম্বারটি ব্লক করতে চান সেটার ওপর কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখুন এবং ‘ব্লক নাম্বার’ সিলেক্ট করুন।
অপরটি হচ্ছে ফোন অ্যাপ খুলে ওপরের ডান পাশের কোণার থ্রি-ডট ম্যানু আইকনে ট্যাপ করে সেটিং সিলেক্ট করা এবং ‘কল ব্লকিং’ এ গিয়ে যে নাম্বারটা ব্লক করতে চান সেটা অ্যাড করা।
স্যামসাং ফোনে কল ব্লক
স্যামসাং একটি বহুল জনপ্রিয় অ্যানড্রয়েড কোম্পানি। স্যামসাং অ্যানড্রয়েড ফোনে কল ব্লক করতে :-
- ফোন অ্যাপ খুলুন
- যে নাম্বারটা ব্লক করতে চান সেটা সিলেক্ট করে More এ ক্লিক করুন (উপরের ডানপাশের কোণায়)
- Add to auto reject list সিলেক্ট করুন
- রিমোভ বা আরো এডিটিং এর জন্য সেটিংয়ে যান→ Call Setting → All Calls → Auto Reject
এলজি ফোনে কল ব্লক
আপনার হাতের অ্যানড্রয়েড সেটটি যদি এলজি হয় তবে দেখে নিন কীভাবে এলজি অ্যানড্রয়েড ফোনে কল ব্লক করবেন। এখানেও অন্যান্য ফোনগুলোর মতই। তবে সামান্য পরিবর্তন আছে।
- ফোন অ্যাপ খুলুন
- থ্রি-ডট আইকনে ট্যাপ করুন (ওপরের ডান কোণায়)
- সিলেক্ট Call Setting
- সিলেক্ট Reject Calls
- ‘+’ বাটনটা ট্যাপ করুন এবং যে নাম্বারটা ব্লক করতে চান সেটা ট্যাপ করুন
এইচটিসি ফোনে কল ব্লক
- ফোন অ্যাপ খুলুন
- ফোন নাম্বারটা চাপ দিয়ে ধরে রাখুন
- সিলেক্ট Block Contact
- সিলেক্ট OK
- পিপল অ্যাপে আপনি আবার চাইলে নাম্বারগুলো রিমোভও করতে পারেন
কল ব্লকের জন্য থার্ড পার্টি অ্যাপ
আপনার ব্যবহৃত অ্যানড্রয়েড ফোনে যদি কল ব্লক সুবিধা না থাকে বা সেই সুবিধা নিয়ে আপনি যদি সন্তুষ্ট না থাকেন তবে কল ব্লকের জন্য অন্য আরেকটি পদ্ধতি রয়েছে। থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে সহজেই বিরক্তিকর ফোনকল থেকে মুক্তি পেতে পারেন। গুগল প্লে স্টোরে এমন অনেক থার্ড পার্টি অ্যাপ আছে যেগুলো দিয়ে কল ব্লক করা যায়। যেমন : Mr. Number, Call Blocker, Calls Blacklist ইত্যাদি।
Mr. Number
Mr. Number একটি ফ্রি অ্যাপ যেটা থেকে আপনি অপ্রত্যাশিত ফোন কল এবং টেক্সট মেসেজ ব্লক করে দিতে পারবেন। এই অ্যাপটি আপনার ফোনকে স্পাম থেকে রক্ষা করবে, চিহ্নিত নাম্বারগুলোর রিংটোন সাইলেন্ট রাখবে এমনকি চাইলে সারা পৃথিবীর সবার সাথে আপনি আপনার যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখতে পারেন এই অ্যাপের মাধ্যমে।
যেভাবে ব্যবহার করবেন Mr. Number :-
- Mr. Number অ্যাপটি ডাউনলোড, ইন্সটল এবং লাঞ্চ করুন। চালু করার জন্য OK ক্লিক করুন।
- আপনার দেশ ভেরিফাই করুন। দেশের কোড দিয়ে আপনার দেশ চিহ্নিত করুন এবং নিজের ফোন নাম্বার অ্যাড করুন। তারপর OK ক্লিক করুন।
- কোন নাম্বারকে ব্লক করার জন্য No ক্লিক করুন। অথবা উপরের ডান পাশের অংশে থাকা বাধা চিহ্নে ক্লিক করুন।
ব্লকলিস্টে ৩টা ট্যাব থাকে : Hang up, Voicemail এবং Exception
আপনি যদি নাম্বারটাকে Hang up লিস্টে ফেলেন তবে ওই নাম্বার থেকে কল আসলেই সেটা স্বয়ংক্রিয় ভাবে Hang up হবে। Voicemail এ লিস্ট করলে কলটি আপনার ভয়েসমেইল বক্সে চলে যাবে। আপনি Hang up এবং Voicemail ট্যাবে বিভিন্নভাবে নাম্বার অ্যাড করতে পারেন।
Exception লিস্টে আপনি যাদের সাথে যোগাযোগ রাখতে চান, অর্থাৎ আপনার পরিবার ও বন্ধুদের নাম্বার অ্যাড করে নিন। তাহলে আপনার নির্বাচিত লিস্টের বাইরে অন্য কেউ আপনাকে কল দিয়ে বিরক্ত করতে পারবে না।
Call Blocker
Call Blocker অ্যাপের ফ্রি এবং পেইড দুটো ভার্সন আছে। আপনি যদি পেইড ভার্সনটি নির্বাচন করেন তাহলে আপনার ব্যক্তিগত মেসেজ এবং কল লিস্ট আলাদা করে রাখার নিরাপত্তা পাবেন।
যেভাবে ব্যবহার করবেন :-
- Call Blocker অ্যাপটি ডাউনলোড, ইন্সটল এবং লাঞ্চ করুন। চালু করার জন্য Agree ক্লিক করুন।
- অ্যাপের মেইন ম্যানু থেকে Blocked Calls ক্লিক করুন।
- অ্যাড বাটন ক্লিক করুন ( X মার্ক যুক্ত একটা আইকন)
- স্ক্রিনে ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট ট্যাব পাবেন। কনট্যাক্ট অ্যাড করার জন্য Add number ক্লিক করুন। আপনার কল লগ, এসএমএস লগ থেকে অথবা সরাসরি নাম্বার টাইপ করেও আপনি অ্যানড্রয়েড ফোনে কল ব্লক করতে পারেন এই অ্যাপটি দিয়ে। যে নাম্বারগুলো ব্ল্যাকলিস্টে ফেলবেন ওগুলো ব্লক হয়ে যাবে, মানে ওগুলো থেকে আর কল আসবে না। আর হোয়াইটলিস্টে থাকা নাম্বার থেকে ফোন পাবেন আগের মতই।
Calls Blacklist
Call Blacklist অ্যাপটি আপনি ফ্রি পাবেন গুগল প্লে স্টোরে। অবশ্য এটার পেইড ভার্সনও আছে।
ঠিক আগেরগুলোর মতই অ্যাপটি লাঞ্চ করে ব্ল্যাকলিস্টে নাম্বার অ্যাড করে দিন। কল লগ, এসএমএস লগ অথবা সরাসরিই আপনি এখানে নাম্বার অ্যাড করতে পারেন। ব্ল্যাকলিস্টে রাখা নাম্বারগুলো আর কখনোই আপনাকে ফোন দিয়ে বিরক্ত করতে পারবে না।
ওপরের আলোচনা থেকে আপনি এখন নিশ্চিত যে কীভাবে অ্যানড্রয়েড ফোনে কল ব্লক করবেন। সরাসরি আপনার ফোন থেকে বা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে সহজেই আপনার অ্যানড্রয়েড ফোনে কল ব্লক করে বিরক্তিকর ফোনকলগুলো এড়িয়ে থাকতে পারেন নিশ্চিন্তে।
Leave a Reply