আমি আবারো হাজির হয়েছি আপনাদের সামনে নতুন আরো একটি ফোনের বিস্তারিত নিয়ে। আজ বলবো অপ্পো এ৭১ (২০১৮), (Oppo A71 (2018)) স্মার্টফোনের আদ্যপান্ত।
২০১৮ সালের জানুয়ারি মাসে অপ্পো এ৭১ (২০১৮) স্মার্টফোন লঞ্চ হয়েছে। অপ্পো এ৭১ (২০১৮) সালের শুরুতে বাজারে আসলেও কয়েক মাস আগে ২০১৭ সালে অপ্পো বাজারে এনেছিল এ৭১ নামে একটি স্মার্টফোন।
এ৭১ (২০১৮) মূলত এ৭১ এর আপডেট ভার্সন। নতুন এ৭১ এ ৭২০ পিক্সেল বাই ১২৮০ পিক্সেল রেজুলেশনের ৫.২০ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। অপ্পো এ৭১(২০১৮) কে শক্তি জোগায় ১.৮ অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর এবং এতে রয়েছে ২জিবি/৩জিবি র্যাম। এ৭১ (২০১৮) এ ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে, তবে আপনি চাইলে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন।
এ৭১ (২০১৮) এর ক্যামেরায় পাবেন নতুন চমক। এর রিয়ারে আছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট শ্যুটার। অপ্পো এ৭১ (২০১৮) চলে অ্যান্ড্রয়েড ৭.১ এ এবং একে সচল রাখতে রয়েছে ৩০০০ মিলি আম্প্যায়ারের ব্যাটারি। ১৩৭ গ্রাম ওজনের এই ফোনের পরিমাপ হল ১৪৮.১০*৭৩.৮০*৭.৬০ (উচ্চতা* প্রস্থ * পুরুত্ব)।
বাংলাদেশে অপ্পো এ৭১ (২০১৮) এর দাম হবে আনুমানিক ১৯, ০০০ টাকা থেকে ২০, ০০০ টাকা। দুটি ন্যানো সিম (GSM and GSM) সাপোর্ট করতে পারে অপ্পো এ৭১ (২০১৮) স্মার্টফোন। এছাড়া এর কানেকটিভিটি এবং সেন্সরও পাবেন বেশ কিছু ফিচার, তবে সেগুলো নিয়ে একটু পরে বলছি। আগে অপ্পো এ৭১ (২০১৮) এর কিছু ভালো দিক এবং কিছু মন্দ দিক দেখবো।
অপ্পো এ৭১ (২০১৮) এর ভালো দিক ও মন্দ দিক
আগে ভালো কিছু বলি
- ফোনটি দেখতে বেশ সুন্দর
- এক্সপার্ট রিভিউ অনুসারে এর পারফর্মেন্স ভালো
- রিয়ার ক্যামেরা বেশ প্রশংসনীয়
এবার কিছু দুর্বল দিক দেখি
- হাইব্রিড সিম
- নন রিমুভেবল ব্যাটারি
- ফাস্ট চারজিং সুবিধা নেই
চলুন দেখি অন্যান্য ফিচারে আর কি কি এনেছে অপ্পো এ৭১ (২০১৮) তার ভক্তদের জন্য।
ডিজাইন
অপ্পো এ৭১(২০১৮) এর ফ্রন্ট পার্ট তৈরি হয়েছে গ্লাস দিয়ে এবং ব্যাক সাইড ও বডি তৈরি হয়েছে এলুমিনিয়াম দিয়ে। এর ফ্রন্টের টপে রয়েছে এর সেলফি ক্যামেরা এবং তার পাশে রয়েছে একটি সেন্সর। ফ্রন্টের বটমে দেখতে পাবেন ক্যাপাসিটিভ টাচ বাটন।
ফোনটির ডান দিকে রয়েছে পাওয়ার কি এবং তার উপরেই রয়েছে সিম ট্রে যেখানে মেমরি কার্ডের জায়গাও রাখা হয়েছে। বাম সাইডে রয়েছে ভলিউম আপ-ডাউন কি এবং নিচের দিকে আছে একটি চারজিং পোর্ট এবং দুটি স্পিকার। ফোনের টপে রয়েছে ৩.৫এমএম জ্যাক আর ব্যাক সাইডের ওপরের দিকে আছে রিয়ার ক্যামেরা সাথে ফ্ল্যাশ এবং তার নিচেই অপ্পোর ব্রান্ড লোগো।
ডিসপ্লে
আগেই বলেছি যে অপ্পো এ৭১ (২০১৮) ফোনের মাল্টিটাচ এইচডি ডিসপ্লেটি ৫.২ ইঞ্চির। এটি IPS LCD ক্যাপাসিটিভ টাচস্ক্রিন। রেজুলেশন ৭২০*১২৮০ পিক্সেল এবং এর রেশিও ১৬:৯। অপ্পো সব সময় ক্যামেরাকে ফোকাস করে তাদের সেটগুলিকে তৈরি করে বিধায় এর ডিসপ্লেতে আহামরি এমন বিশেষ কিছু আশা করা ঠিক হবে না। খুব সাদামাটা ডিসপ্লে নিয়ে যদি আপনার কোন অভিযোগ না থাকে, তবে চলুন আমরা পরের ফিচারে চলে যাই।
ক্যামেরা
অপ্পো মূলত ক্যামেরা প্রধান ফোন। তারা শুরু থেকেই ইউজারদের দারুণ ক্যামেরা উপহার দেয়ার প্রমিজ করে আসছে এবং সেই ধারাকে অক্ষুন্ন রেখে আবারো দারুণ একটি ক্যামেরা এনেছে অপ্পো এ৭১ (২০১৮) ফোনটির মধ্য দিয়ে।
ফোনের রিয়ারে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেল। খুব সাধারণ মানের ক্যামেরা দেখে ফটোপ্রেমীরা দয়া করে প্রথমেই হতাশ হয়ে যাবেন না। আগেই বলেছি অপ্পো এবারো তার ক্যামেরায় চমক নিয়ে এসেছে। কারণ এই ক্যামেরাতেই সংযোজিত হয়েছে দারুন কিছু টেকনোলোজি।
এডিশনাল ফিচার হিসেবে রয়েছে EIPS পিউরিফিকেশন। এর কাজ হল যখন এর ক্যামেরা দিয়ে কোন ছবি তোলা হবে তখন এই আরটিফিসিয়াল ইন্টেলিজেন্স ইমেজে থাকা কোন ফ্লস বা এর ডালনেসকে রিমুভ করবে অর্থাৎ বিউটিফিকেশনের কাজ করবে।
আরো একটি দারুন ফিচার এই ক্যামেরায় রয়েছে আর তা ডি-নয়েজিং টেকনোলোজি। আপনারা দেখেছেন যে ক্যামেরা ভালো মানের না হলে অনেক সময় কম আলোয় ছবি নয়েজি আসে। এই টেকনোলোজির মাধ্যমে সাধারন মানের ক্যামেরা দিয়েও অপ্পো এ৭১ (২০১৮) স্বল্প আলোয় আপনাকে অসাধারন ছবি দিবে।
পারফর্মেন্স
অপ্পো কখনই ফোনের স্পেসিফিকেশন নিয়ে তেমন বিশেষ কিছু দাবি করে না। প্রসেসরে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ যেটাকে বাজেট সেগমেন্টের চিপসেট বলা যেতে পারে। এছাড়া অপারেট হবে অ্যান্ড্রয়েড ৭.১ নুগাটে। এর সিপিইউ অক্টা কোর ১.৮ গিগাহার্জ কর্টেক্স এ৫৩। সব মিলিয়ে বেশ ভালোই পারফর্মেন্স দিবে বলে আশা করা যায়।
তবে গেমিং নিয়ে খুব বেশী আশা করা ঠিক হবে না, কারণ এর ইন্টারনাল মেমরি মাত্র ১৬ জিবি। এই পরিমাণ স্পেস দিয়ে কোন ভারী গেম স্মুথলি রান করানো সম্ভব হবে না। তবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে আপনি মেমরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন।
ব্যাটারি
৩০০০ মিলি আম্প্যায়ারের নন রিমুভেবল লি-লন ব্যাটারি দেয়া হয়েছে নতুন এ৭১ এ। এক্সপেক্টেড পারফর্মেন্সের সাথে তুলনা করে বলা যায় যে ব্যাটারি সার্ভিস খুব একটা খারাপ হবে না, তবে ফাস্ট চারজিং সুবিধা নেই, এটা অবশ্যই একটা অন্যতম দুর্বল দিক বলতে হবে অপ্পো এ৭১(২০১৮) এর। কারণ এই রেঞ্জের অন্যান্য প্রায় সকল ব্র্যান্ডের ফোনেই ফাস্ট চারজিং সুবিধা পাওয়া যায়।
মতামত
অপ্পো বরাবর নিজেকে ক্যামেরা নির্ভর বলে দাবি করে এবং সেদিক দিয়ে বিবেচনা করতে গেলে এ৭১ (২০১৮) বেশ ভালো মানের ক্যামেরা দিতে পারবে। সাথে এর অপারেটিং সিস্টেমকেও ভালো মানের বলতে হয়। তবে আমরা যদি বাংলাদেশের অনুপাতে দামের সাথে তুলনা করে বলতে চাই, তাহলে এতে এমন সব ফিচারের কমতি আছে যা এর থেকে বেশ কম দামের ফোনেও সহজলভ্য। যেমনঃ ইন্টারনাল মেমরি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জাইরোস্কোপ ইত্যাদি। শেষ কথা হচ্ছে ভালো মন্দ সব ফোনেই কম বেশি থাকে, আপনার যদি ক্যামেরা চাহিদার তালিকায় প্রথমে থাকে, তবে নিঃসন্দেহে অপ্পো এ৭১ (২০১৮) কাঙ্ক্ষিত ফোন হতে পারে।
Leave a Reply