ইন্টারনেট জুড়ে প্রচুর অনলাইন পিডিএফ কনভার্টর রয়েছে যেগুলোর বেশিরভাগই পেইড। কিন্তু আমাদের অনেকের পক্ষেই টাকা খরচ করে পেইড কনভার্টর ব্যবহার করা সম্ভব নয়। তাই, আমরা সাধারণত ফ্রি কনভার্টর খুঁজে থাকি।
পিডিএফ কনভার্টর কি?
পারসোনাল ফাইলিং সিস্টেম তৈরি করার জন্যে একটি সিম্পল সলিউশন হচ্ছে পিডিএফ কনভার্টর। এটি একটি কম্পিউটার প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন যা আমরা ফাইল ফরমেট পরিবর্তণের জন্যে ব্যবহার করে থাকি।
ডকুমেন্ট লেখা, ফটো এডিট করা, প্রেজেন্টেশন তৈরি করা, গেম খেলাসহ আরো অনেক কাজের জন্যেই আমরা কম্পিউটারের উপর নির্ভরশীল।
কিন্তু বিজনেস কিংবা এডুকেশন পারপাসে কম্পিউটারের ব্যবহার একেবারেই ভিন্ন। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ডকুমেন্ট লেখা ও পড়ার কাজে কম্পিউটার ব্যবহার করে থাকি।
আর বেশিরভাগ ডকুমেন্টই যেহেতু ওয়ার্ড কিংবা পিডিএফ আকারে হয়ে থাকে, সেহেতু আমাদের পিডিএফ কনভার্টারের প্রয়োজন পড়ে যাতে আমরা এক ফরমেট থেকে আরেক ফরমেটে পরিবর্তণ করে নিতে পারি।
আসুন, কিছু ফ্রি পিডিএফ কনভার্টরের সঙ্গে পরিচিত হই যেগুলো অনলাইনে ফ্রিতে ব্যবহার করা যায়।
অনলাইন পিডিএফ কনভার্টর
এখানে এমন কিছু কনভার্টর নিয়ে আলোচনা করা হচ্ছে যেগুলো দিয়ে আপনি ওয়ার্ড, পিডিএফ, পাওয়ারপয়েন্ট, এক্সেলসহ প্রায় সব ধরণের ফাইলই এডিট করতে পারবেন। এছাড়াও, ছবি থেকে লেখা কপি করার উপায় আছে কোন কোন পিডিএফে।
১. PDF Online
ওয়ার্ড ফাইলকে পিডিএফ আর পিডিএফকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করার জন্যে একটি আইডিয়েল কনভার্টর এটি। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ অপশনের মাধ্যমে আপনি ফাইল আপলোড করে প্রয়োজনীয় এডিটিং কার্য্যক্রম সম্পন্ন করতে পারবেন।
২. K2 PDF
এটি একটি অসাধারণ পিডিএফ কনভার্টর যা আপনাকে ফাইল এডিটিং এর পাশাপাশি নিম্নোক্ত কনভার্টিং সুবিধা দিয়ে থাকে-
- ওয়ার্ড থেকে পিডিএফে কনভার্ট।
- পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট।
- পিডিএফ থেকে জেপিজিতে কনভার্ট।
- এক্সেল থেকে পিডিএফে কনভার্ট।
- পাওয়ারপয়েন্ট থেকে পিডিএফে কনভার্ট।
৩. Sejda PDF Editor
ওয়াটারমার্ক অ্যাড করার মতো বিরক্তিকর ঝামেলা ছাড়া যে অল্প কয়টি পিডিএফ এডিটর রয়েছে তার মাঝে Sejda PDF Editor অন্যতম। যেহেতু এটি অনলাইনেই ইউজ করা যায় এবং সকল প্রয়োজনীয় কাজ সহজেই সম্পন্ন করা যায়, সেহেতু আপনার এটি ডাউনলোডের প্রয়োজন নেই। আপনি যে ওয়েব ব্রাউজারটি ইউজ করছেন, সেটিতেই এই পিডিএফ টুলটি রান করতে পারবেন।
৪. PDFescape Online PDF Editor
পিডিএফ ফাইল এডিট করার জন্যে প্রয়োজনীয় প্রচুর ফিচার রয়েছে PDFescape Online PDF Editor-এ। ১০০ পেজ কিংবা ১০ মেগা পর্যন্ত এটি সম্পূর্ণ ফ্রি। এটি ইউজ করে আপনি টেক্সট্ পরিবর্তণ, ইমেজ এডিটসহ আরো নানা কাজই করতে পারবেন। এমনকি টেক্সট্ টুলটি কাস্টোমাইজও করতে পারবেন। এটি ব্যবহার করে নিজের পছন্দ মতো ফন্ট, কালার, সাইজ ও অ্যালাইনমেন্ট সেট করতে পারবেন।
৫. Smallpdf Online PDF Editor
আপনি যদি একজন পিডিএফ সুপার হিরো হতে চান, তবে Smallpdf Online PDF Editor ব্যবহার করুন। এটি এমন একটি টুল যা আপনাকে দ্রুত সময়ের মধ্যে যে কোনও পিডিএফ ফাইল এডিট করার অপশন দিয়ে থাকে। এডিট শেষে চাইলে আপনি সিগনেচারও যোগ করতে পারবেন।
৬. PDF BOB
যদিও PDF BOB সম্পূর্ণ ফ্রি, তবে এটি ব্যবহার করার জন্যে আপনাকে একটি ইউজার অ্যাকাউন্ট খুলতে হবে যা অত্যন্ত সহজ। এই পিডিএফ টুলের সাহায্যে ডকুমেন্ট এডিট ও কনভার্ট করার জন্যে আপনাকে যা করতে হবে তা হচ্ছে সিম্পলি আপনার ফাইলটি আপলোড করে দেয়া। এরপরই দেখবেন এটি যাদুর মতো কাজ করছে।
আশা করি, উপরোক্ত অনলাইন পিডিএফ কনভার্টর থেকে ইতিমধ্যেই আপনি কোন না কোনটি ব্যবহার করা শুরু করেছেন। আপনার ব্যবহারের অভিজ্ঞতা আমাদের পাঠকদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি অনলাইন পিডিএফ কনভার্টর ব্যবহার করতে না চান এবং ডেস্কটপ কনভার্টর খুঁজে থাকেন, তবে নিচের পিডিএফ কনভার্টরগুলো থেকে পছন্দেরটি ডাউনলোড করে নিতে পারেন।
- ১. Do PDF by SoftLand – Convert Any File Format
- ২. InkSpace – Draw Freely
- ৩. PDF-XChange Editor – Change of Exchange Your File
- ৪. LibreOffice Draw – Create Your PDF Library
- ৫. PDFelement – Most Powerful PDF Editor
Leave a Reply