অনলাইন আর্টিকেল রাইটিং দিয়ে চমৎকার একটি প্রপেশন শুরু করা যায় অনায়াসে। নিজের ব্লগের জন্য আর্টিকেল লিখে আয় করা যায় আরো বেশি। সাধারণ একটা চাকরি থেকে অনেক বেশি ইনকাম করা সম্ভব অনলাইনে আর্টিকেল লিখে। কিন্তু কি লিখবো, কোথায় লিখবো, কিভাবে শুরু করবো ইত্যাদি নানা বিষয় মাথায় গুরপাক খায়। ফলে, লিখবো লিখবো করেও আর লেখা হয় না। অনলাইন আর্টিকেল রাইটিং এর উপর আমরা একটি ধারাবাহিক লেখা শুরু করেছিলাম, এটি তার শেষ পর্ব।
অনলাইন আর্টিকেল রাইটিং
আগের পর্বগুলোতে আমরা মূলত আর্টিকেল রাইটিং এর উপর একটা স্বচ্ছ ধারণা দেয়ার চেষ্টা করেছি। বিভিন্ন দরকারী ওয়েবসাইট এবং প্রয়োজনীয় কিছু টুলস্ এর সাথে পরিচিত হয়েছি। এ পর্বে আমরা একটা মান-সন্মত আর্টিকেল লেখার সকল বিষয় নিয়ে আলোচনা করবো।
প্রথম ধাপ : লেখার জন্য ভাল একটি টপিক ঠিক করুন। টপিক চুজ করা বিষয়ে বিস্তারিত প্রথম পর্বে দেয়া হয়েছে।
দ্বিতীয় ধাপ : যে বিষয়ে লিখতে যাচ্ছেন, সে বিষয়ের উপর কি-ওয়ার্ড রিসার্চ করে নিন। কি-ওয়ার্ড রিসার্চের বিস্তারিত ৩য় পর্বে দেয়া আছে।
তৃতীয় ধাপ: সুন্দর একটি শিরোনাম দিন। শিরোনামটি এমন আকর্ষণীয় করার চেষ্টা করুন যাতে শিরোনাম পড়েই পাঠকদের বিস্তারিত পড়ার আগ্রহ তৈরি হয়। শিরোনাম বা টাইটেল রাখুন ৫০ থেকে ৭০ বর্ণের মধ্যে, যাতে বেশি বড় না হয়, আবার ছোটও না হয়ে যায়।
চতুর্থ ধাপ : ভূমিকা বা সূচণা লিখুন। সূচণা যত আকর্ষণীয় হবে, পাঠককে ধরে রাখার সম্ভাবণা তত বেশি বেড়ে যাবে। আপনি যদি পাঠক ধরে রাখতে না পারেন তো আপনার লেখাটাই তো বৃথা যাবে। সূচনা ভাল না হলে ভিজিটররা আপনার লেখার প্রথম ২/৩ লাইন পড়েই বিরক্ত হয়ে বেরিয়ে যাবে। আর সূচণা যদি সুন্দর হয় তো, পুরো লেখাটি পড়ার জন্য আগ্রহ বোধ করবে। সুতরাং যেনতেন একটা সূচণা লিখে দেয়া সুবিবেচনার কাজ হবে না।
সূচণায় কি লিখবেন? আপনার লেখাটি কি বিষয়ে, আর লেখার ভেতর কি থাকছে তা সুন্দর করে উপস্থাপন করুন যাতে পাঠক একটি সুনির্দিষ্ট ধারণা পায়। আবার ধারণা দিতে গিয়ে এমন যেন না হয়ে যায় যে, সূচণাতেই পাঠক সবকিছু জেনে যায় আর “ও বুঝেছি!” ভেবে বেরিয়ে যায়।
সূচণা কতটুকু লিখবেন? এর জন্য তেমন একটা ধরাবাঁধা নিয়ম নেই। আর্টিকেলের বিষয় আর আপনার ইচ্ছের উপর নির্ভর করবে কতখানি লিখবেন। যতখানি লিখলে সুন্দর ও মানসন্মত হয় ততখানিই লিখুন। তবে সূচণার শুরুর দিকে কি-ওয়ার্ড ব্যবহার করতে ভুলবেন না।
পঞ্চম ধাপ : হেডিং টু (H2) দিন। হেডিং টু আসলে আপনার কি-ওয়ার্ড ছাড়া আর কিছুই না। ধরা যাক, আপনার কি-ওয়ার্ড car insurance. তাহলে আপনি হেডিং টু হিসেবে হুবহু এটাই লিখতে পারেন। অথবা car insurance এর আগে পরে আরো কিছু শব্দ যোগ করে দিতে পারেন। যেমন, car insurance details অথবা how to get car insurance অথবা car insurance in Bangladesh অথবা Instant car insurance ইত্যাদি ইত্যাদি।
ষষ্ঠ ধাপ : বিস্তারিত আলোচনায় যান। আপনার টপিকটিকে তথ্যবহুল করুন। যে বিষয়ে লিখছেন সে বিষয়ে যত ধরণের তথ্য আছে, সব জড়ো করে সুন্দর করে গুছিয়ে লিখুন। সবচেয়ে সুন্দর হবে যদি সাব-হেডিং দিয়ে লিখেন। এক একটা তথ্যের জন্য এক একটা সাব-হেডিং দিন। দেখতেও ভাল লাগবে, পড়তেও ভাল লাগবে।
সপ্তম ধাপ : উপসংহার লিখুন। আপনার লেখাটির একটি চমৎকার সমাপ্তি টানুন। পাঠক আপনার লেখাটি পড়ে কি উপকার পেতে পারে সে বিষয় উল্লেখ করতে পারেন।
অষ্টম ধাপ: রিভিউ করুন। পুরো লেখাটি পড়ুন। প্রয়োজনে কয়েকবার পড়ুন। লেখক হিসেবে নয়, পাঠক হিসেবে পড়ুন আর ভুল ধরুন, ভুলগুলো শুধরে নিন। কিভাবে আরো আকর্ষণীয় করা যায় তা নিয়ে ভাবুন। কোন গুরুত্বপূর্ণ তথ্য দিতে ভুলে গিয়েছেন কিনা দেখুন, না দিয়ে থাকলে এখন দিন। কিংবা কোনও অপ্রয়োজনীয় তথ্য দিয়েছেন কিনা দেখুন। দিয়ে থাকলে মুছে দিন। অথবা কোন ভুল তথ্য দিয়েছেন কিনা যাচাই করুন, দিয়ে থাকলে ঠিক করে নিন। মোট কথা, রিভিউর আসল উদ্দেশ্য হচ্ছে লেখাটাকে আরো সুন্দর আরো সুন্দর এবং আরো সুন্দর করা।
নবম ধাপ: বাণান ও গ্রামার চেক করুন। ভুল বাণানে কোন লেখা পড়তে কি আপনার ভাল লাগবে? নিশ্চয়ই না, আপনি বিরক্ত হবেন। সুতরাং অন্যরা যাতে আপনার লেখার প্রতি বিরক্ত না হয়, সে জন্য বাণান চেক করে নিন। সেই সাথে চেক করুন গ্রামাটিক্যাল ভুল-ভ্রান্তি। বাণান কিংবা গ্রামাটিক্যাল ভুল থাকলে পাঠক যেমন বিরক্ত হবে, তেমনি বিরক্ত হবে সার্চ ইঞ্জিনের ক্রলার। সুতরাং, আপনার লেখাটি সার্চ ইঞ্জনে র্যাংক পাবে না। আপনি শুনে আশ্চর্য্য হবেন যে, সার্চ ইঞ্জিনের ক্রলারগুলো, বিশেষ করে গুগলের ক্রলার একজন মানুষের মতই আপনার আর্টিকেল পড়তে জানে। সুতরাং, বাণান কিংবা গ্রামারের ভুল থাকলে সে ধরতে পারবে।
বাণান এবং গ্রামারের ভুল-ভ্রান্তি ঠিক করতে নিচের অ্যাপস্ টি ব্যবহার করুন। এটা একটা অসাধারণ অ্যাপ। আপনার সমস্ত বাণান ঠিক করে দেবে। গ্রামাটিক্যাল ভুল থাকলে সেটা ধরিয়ে দেবে, এমনকি সঠিক গ্রামার কি হবে, সেটাও আপনাকে সাজেশন দেবে।
Grammarly – Free Grammar Checker
এটি একটি প্রি অ্যাপ। এই অ্যাপটি ব্যবহার করতে হলে আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করা ফ্রি। আর এই ফ্রি ভার্সনে আপনি সব সুবিধা পাবেন না। তারপরও যে-সব সুবিধা পাবেন সেটা আপনাকে নি:সন্দেহে মুগ্ধ করবে এবং আপনার কাজ অনেকখানি সহজ করে দেবে। আর প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে পারলে তো কথাই নেই। শুধু ভুল ঠিক করা নয়, আপনার যে কোন বাক্য কিভাবে লিখলে আরো সুন্দর হবে সেটা আপনাকে দেখিয়ে দেবে। অর্থাৎ আপনার লেখাকে অলংকৃত করে দেবে, গ্রামার ঠিক করে দেবে, রিডাবিলিটি ঠিক করে দেবে। আর এত সুবিধা পেতে হলে আপনাকে প্রতি মাসে ২৯.৯৫ বা ২২৪৬ টাকা খরচ করতে হবে।
আপাতত: প্রিতেই ব্যবহার করুন। তবে আপনার যদি একান্তই প্রিমিয়াম ব্যবহার করার শখ হয়, তবে এটা উপায় আছে। উপায়টি হচ্ছে- আপনি আপনার একজন বন্ধুকে এই অ্যাপটি ব্যবহার করার জন্য ইনভাইট করবেন। আপনার বন্ধু যদি ইনভাইটেশন গ্রহণ করে তাহলে আপনার এবং আপনার বন্ধুর অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে এক সপ্তার জন্য প্রিমিয়াম হয়ে যাবে।
এ পর্বের মাধ্যমে অনলাইন আর্টিকেল রাইটিং বিষয়টি শেষ করা হচ্ছে। এমন হতে পারে যে, আরো অনেক কিছু রয়ে গিয়েছে যা আলোচনা করা হয়নি, অথচ আপনার দরকার। তাহলে, লেখাটির নিচে কমেন্ট করে আমাদের জানান, আমরা সেটা আফডেট করে নেবো। কিংবা এ বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন কমেন্টের মাধ্যমে। আমরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবো। এমনকি আর্টিকেল লেখায় আপনার যদি কোন সহযোগীতার প্রয়োজন হয় তাও আপনি জানাতে পারেন। আমরা আপনাকে যথাসাধ্য সহযোগীতা করার চেষ্টা করবো।
আর লেখাটি শেয়ার করে আপনার পরিচিতজনদের জানাতে ভুল করবেন না। আপনি হয়তো কৌতুহল থেকেই লেখাটি পড়েছেন। আপনি আর্টিকেল লিখবেন না। কিন্তু আপনার শেয়ারেরে মাধ্যমে আপনার একজন বন্ধু উপকৃত হতে পারে।
Md. Shamsul Arman says
I am reading your article & see that it is so easy for understand for every person. I want to be a blogger. I need your help. Would you help me to be a perfect blogger by your proper guidance & care. Could I get your contact no.? Thanks.
Arman
Antor says
Hello Arman,
I will surely help you in every way you need for blogging. What you exactly need for being a perfect blogger is writing skill & I think you have this. For stepping to the blogging world, just choose a topic what you know well about. Then, plan & write down some domain names where you can finally select one. As you know most of names for domain we can think have been already taken. So, you have to think of many names keeping the similarity to your topic. I can’t give my cell no. here. You would better knock me on Facebook messenger.
Md. Mehedi Hasan says
I read all of your articles writing related post. Thanks a lot for sharing your experience. If you can write more details with proper screenshots (if possible) following two post that will make us more thankful to you:
https://hoicoibangla.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96%e0%a7%87-%e0%a6%86%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8/
https://hoicoibangla.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96%e0%a7%87-%e0%a6%86%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0/
Thanks
Antor says
Dear Mehedi Hasan,
We have already added the screenshot of writing directions, payment method with red marks to our post. Also, we have tried to make everything clear by adding ‘কি লিখবেন’ and ‘কিভাবে লিখবেন’, etc. Can you make us more clear or what more details do you need to know? This was an informative post, not tutorial. So, we couldn’t get to the tutorial writing styles. Nevertheless, we will try to write individual article on each website with full details. Please keep in touch with our blog.
SM Sirajul Islam says
Hello,
I’m a teacher and I used to write article on English linguistics on the web: http://www.engdoorway.wordpress.com. which is belonged to me. How can I get your assistance to enrich my article. Please write me in detail.
Thanking you
SM Sirajul Islam
Antor says
Impressive initiative!!! I have visited your English learning website, you are doing great. What you need is just to post regularly, make every post SEO friendly with proper keyword optimization. To enrich your articles, you can make them more informative, visually appealing with relevant images.
Joy Datta says
I guess i have understood everything. This is really helpful.
But i have a question on my mind how will I be paid. Can i have a brief about payment system and problems?
টি আই অন্তর says
Thanks, Joy Datta. We are delighted to know that this post seems helpful to you. Now let’s talk about your query. The payment system will depend on the site where you will work on. As for example, if you work on freelancing sites like Upwork, you will get paid through your bank account. Apart from these freelancing websites, there are some websites where you can work as a guest writer. In that case, you will get paid according to their payment systems and be noted that most of the payment systems of those sites are Paypal. Hope you have what you need to know about payment.
বাংলা ইসলাম says
আর্টিকেল সম্পর্কে খুব সুন্দর একটি ধারণা পেলাম যা জানার খুব ইচ্ছা ছিল। কেননা, নতুন একটি ইসলামিক সাইট শুরু করছি।, দোয়া চাই সফলতার জন্য।
ধন্যবাদ লেখার আদ্য-প্রান্ত বুঝিয়ে দেবার জন্য।