আমরা এমন একটি যুগে বসবাস করছি যেখানে প্রতিনিয়তই মানুষের অনলাইনে প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বেচার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বিভিন্ন অনলাইন অ্যাপ্লিকেশন এবং থিমের মাধ্যমে পুরো ব্যবসাই এখন অনলাইনে নিয়ন্ত্রণ করা সম্ভব।
বাংলাদেশের জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইটগুলির দেয়া তথ্য অনুযায়ী বিগত ২ বছরের মধ্যে এদেশের মানুষের অনলাইন থেকে পণ্য ক্রয়ের প্রবণতা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তাই অনলাইনে পণ্য বিক্রয় করা বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসাগুলির মধ্যে একটি।
আসলে অনলাইন ব্যবসার এত দ্রুত প্রসার ঘটছে যে এখনকার তরুণরা এখন আর অফলাইন ব্যবসার দিকে নজর দিচ্ছে না। বরং, সবাই অনলাইনেই কিছু না কিছু করতে চাইছে। অসংখ্য অনলাইন বিজনেস আইডিয়া রয়েছে আর আমাদের দেশের অনেকেই এখন এগুলোর দিকে মনোযোগী হচ্ছে।
সত্যিকার অর্থেই অন্যান্য ব্যবসায়ের চাইতে অনলাইনে পণ্য বিক্রয় অনেক বেশি লাভজনক। অনলাইন পণ্য বিক্রয়ের ক্ষেত্রে অনেক বেশি পুঁজি বিনিয়োগের প্রয়োজন হয় না বলে অফলাইন ব্যবসার চাইতে অনলাইন ব্যবসায়ে অধিক মুনাফা অর্জন করা সম্ভব হয়। এছাড়া আপনি যদি কোন ডিজিটাল পণ্য বিক্রয় করেন, তাহলে একবার বিনিয়োগ করেই আপনি আজীবন ইনকাম করে যেতে পারবেন।
এছাড়াও অনলাইনের পণ্য বিক্রয়ের অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে-
- এখানে একই পণ্য কতবার বিক্রয় হবে, তার কোন সীমাবদ্ধতা না থাকায় একই ডিজিটাল পণ্য বহুবার বিক্রয় করা সম্ভব।
- আপনাকে পণ্যের ষ্টক, প্যাকেজিং, শিপিং সংক্রান্ত সমস্যাগুলির মোকাবেলা করতে হয় না, যা অফলাইন ব্যবসায়ীরা করে থাকেন।
- মাত্র একবার বিনিয়োগ করেই একাধিক বিক্রয়ের মাধ্যমে অনেক বেশি মুনাফা অর্জণ করা সম্ভব হয়।
অনলাইনে পণ্য বিক্রয়
অনলাইনে পণ্য বিক্রয়ের সুবিধার কথা শুনে অনেকেই সিদ্ধান্ত নিয়ে নেন যে, তিনি অনলাইনে পণ্য বেচা-কেনা করতে চান। কিন্তু সমস্যাটা সৃষ্টি হয়, যখন তার মাথায় এই চিন্তা আসে যে তিনি ঠিক কোন পণ্যটি বিক্রয় করতে চান। আপনিও যদি পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণের পর পণ্য বাছাই করতে যেয়ে দুঃশ্চিন্তাগ্রস্থ হয়ে থাকেন, তাহলে আজকের পোষ্টটি আপনার জন্য যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।
আমার নিজস্ব মতামত অনুযায়ী আমি বিভিন্ন ক্যাটাগরীতে বেশ কিছু ডিজিটাল পণ্যের নাম উল্লেখ করছি যা আপনি চাইলেই বিক্রয় করতে পারেন। কিন্তু এগুলো থেকেই যে আপনাকে পণ্য বাছাই করতে হবে, এমন কোন বাধ্য বাধকতা নেই। নিজের মেধা প্রয়োগ করে আপনি নিজের জন্য উপযুক্ত অন্য পণ্যও বাছাই করতে পারেন। চলুন তাহলে দেরী না করে জেনে নিই অনলাইনে বিক্রয়যোগ্য পণ্যগুলির সম্পর্কে।-
লেখালেখি:
বর্তমান যুগের বাস্তবতা হলো যে আজকের দিনে কোন লেখা বা বই প্রকাশের জন্য কাউকে প্রকাশকের দ্বারস্থ হতে হয় না। আপনার যদি কোন বই বা অন্য যে কোন বিষয়ে লেখার মত দক্ষতা থাকে, তাহলে আপনি সেটিকে ইবুক আকারে অনলাইনে প্রকাশ করতে পারবেন।
আপনার নিজস্ব ওয়েবসাইটে বই সম্পর্কিত কিছু রিভিউ এবং কেন পাঠকের জন্য বইটি জরুরী তার বিস্তারিত বর্ণনা সহ পোষ্ট করে আপনার ওয়েবসাইটেই বইটি বিক্রয় করুন। এছাড়াও অনলাইনে বই বিক্রয় করে আয় করার জন্যে জনপ্রিয় ৩টি উপায় জেনে নিন।
আপনার যদি সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে অনলাইন জার্নাল বা ম্যাগাজিন তৈরী করেও সেটিকে বিক্রয় করতে পারেন।
অনলাইনে যেসব ইবুক সবচেয়ে বেশি বিক্রয় হয়, তাদের মধ্যে নন-ফিকশন, ফিকশন, কবিতার বই, ই-কমার্স পণ্যের বিবরণ, বিভিন্ন টিউটোরিয়াল, রেসিপির বই, রিপোর্ট এবং সমীক্ষা, অ্যাকাডেমিক রিসার্চ পেপার, ম্যাগাজিন ইত্যাদি বেশি জনপ্রিয়।
অডিও:
অডিওকে এমপিথ্রি এবং অন্যান্য ফরম্যাটে রুপান্তরের সুবাদে আমরা বর্তমানে অনলাইনে অডিও ফাইল কেনা-বেচা করতে পারি। অডিও ফাইলের প্রচুর পরিমাণ চাহিদার কারণে এর জন্য বিশেষ এক শ্রেণীর বাজার তৈরী হয়েছে। আপনি চাইলে বিভিন্ন পেইড অডিও ফাইলের লাইসেন্স ক্রয় করে সেগুলিকে বিক্রয় করতে পারেন।
আবার আপনার নিজেরও যদি গান বা মিউজিক এর অভিজ্ঞতা থাকে, তাহলে সেগুলিকেও রেকর্ড করে ওয়েবসাইটে আপলোড করতে পারেন। অনলাইনে থাকা অডিও পণ্যের মধ্যে গান, বিটস, জিঙ্গেল, রিংটোন, সাউন্ড ইফেক্ট, ভয়েস ওভার, ইন্ট্রুমেন্টাল ট্র্যাক ইত্যাদি উল্লেখযোগ্য পরিমাণে বিক্রয় হয়ে থাকে।
ভিডিও:
ক্রেতা বা ভিজিটরের কাছে নিজের কথা পৌছানোর জন্য বর্তমানে ভিডিও অনেক শক্তিশালী একটি টুল। শুধুমাত্র ফেসবুকেই প্রতিদিন ৮ বিলিয়ন বারের মত ভিডিও কন্টেন্ট দেখা হয়ে থাকে। সেক্ষেত্রে অবশ্যই এটা অনুমান করা কঠিন নয় যে, অনলাইনে বিক্রয়ের জন্য কেন ভিডিও সবচেয়ে ভালো পণ্যগুলির মধ্যে একটি।
ভিডিও যে কোন বার্তাকে দর্শকের কাছে সহজবোধ্য করে তোলে। বর্তমানে বড় বড় কোম্পানীগুলি ভিডিওর মাধ্যেমে তাদের বিজ্ঞাপন প্রচারণায় বেশি আগ্রহী।
একটি গবেষণা প্রতিবেদন অনুযায়ী ২০২০ সাল নাগাদ ইন্টারনেটের ৭৯ শতাংশেরও বেশি ট্রাফিক শুধুমাত্র ভিডিও কন্টেন্টগুলি লাভ করবে। ভিডিও কন্টেন্টের মধ্যে ভিডিও অ্যানিমেশন ইন্ট্রো, ষ্টক ভিডিও, ভিডিও টিউটোরিয়াল, ডকুমেন্টরী ইত্যাদি অনলাইনে বিক্রয়ের জন্য বেশি জনপ্রিয়।
ডিজাইন:
ডিজিটাল বাজারে ডিজাইন একটি অতি চাহিদা সম্পন্ন পণ্যে পরিণত হয়েছে। বিভিন্ন ওয়েবসাইট এবং অন্যান্য প্রিন্ট মিডিয়াতে এর ব্যবহার অনিবার্য হয়ে পড়ায় বিভিন্ন ব্যক্তি এবং কোম্পানীগুলো অনলাইনে ডিজাইন টেমপ্লেট ক্রয় করে থাকেন। ফটোশপ এবং ইলাষ্ট্রেটরে দক্ষ ডিজাইনারগণ প্রতি মাসেই তাদের ডিজাইনকে অনলাইনে বিক্রয় করে অনেক ভালো অংকের টাকা ইনকাম করে যাচ্ছেন।
ইন্টারনেটে অসংখ্য ওয়েবসাইট রয়েছে, যেখানে আপনি আপনার ডিজাইন বিক্রয় করতে পারবেন। আপনি চাইলে নিজেও ওয়েবসাইট খুলে সেখানে নিজের এবং অন্যান্য ডিজাইনারদের লোগো, আইকন, পোষ্টার, ইমোজি, ফন্ট, বিজনেস কার্ড ডিজাইন, ইনফোগ্রাফিক, আইকন সেট ইত্যাদি বিক্রয় করতে পারেন।
অনলাইনে পণ্য বিক্রয় করার ক্ষেত্রে সবচেয়ে কঠিন কাজটি হলো সঠিক পণ্যকে বেছে নেয়া। বাজারের চাহিদা বুঝে পণ্য নির্বাচন না করলে বিফল হওয়ার সম্ভাবনাই বেশি। তাই এধরনের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে আগে সময় নিয়ে ভাবুন যে, আপনি কোন পণ্যটি বিক্রয় করতে চান এবং তার চাহিদা কেমন।
এরপর নিজে একটি ওয়েবসাইট তৈরী করে পণ্যগুলিকে সেখানে আপলোড করুন অথবা আগে থেকেই এমন পণ্য কেনাবেচা হয় এমন কোন ওয়েবসাইটে সেগুলিকে আপলোড করে দিন। মনে রাখবেন, আপনি কতটা সফল হবেন তা নির্ভর করবে আপনারই সিদ্ধান্তের উপর।
Md.Jewel sarker says
আমি অনলাইনে গার্মেন্টস ব্যবসা করতে চাই।
Faria Jahan says
অসংখ্য ধন্যবাদ, অনলাইনে বিক্রি করার মত প্রোডাক্টগুলো আলোচনা করার জন্য। আমাদের মত নতুন উদ্যোক্তাদের জন্য খুবই উপযোগী একটি ব্লগ।