বর্তমান সময়ে ইন্টারনেট সম্পর্কিত সেবাসমূহ, বিশেষ করে অনলাইন স্টাডি অনেক বিস্তৃত হয়েছে। উচ্চগতির ইন্টারনেট শিক্ষাসহ পুরো পৃথিবীকে আপনার দোরগোড়ায় নিয়ে এসেছে। পড়াশুনা ক্ষেত্রে আপনি চাইলে অনলাইনে পড়াশুনা করতে পারেন। আপনার উচ্চগতির ইন্টারনেট থাকলে, আপনার জন্য অনলাইনে পড়াশুনা করার ওয়েবসাইট রয়েছে শত শত, সেগুলোতে নিবন্ধন করে আপনার পছন্দের কোর্স কমপ্লিট করতে পারেন।
আপনার যদি পিসি, ল্যাপটপ কিংবা স্মার্টফোন থাকে এবং সেই সাথে উচ্চ গতির ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে আপনি পৃথিবীর যে কোন প্রান্তে বসে, হোক তা বাংলাদেশে; যে কোন সময় আপনার পছন্দের বিষয়ে পড়ালেখা বা কোর্স করতে পারবেন। এ সব ওয়েবসাইটে অনলাইন আইটি কোর্স সহ নানা বিষয়ে একাডেমিক কোর্স করতে পারবেন।
অনলাইনে পড়াশুনা করার ওয়েবসাইট
উন্নত দেশগুলোতে অনলাইনে স্টাডি বা কোর্স বর্তমানে বেশ জনপ্রিয় হয়েছে। দিনদিন আমাদের দেশেও অনলাইন কোর্সের জনপ্রিয়তা বেড়ে চলছে। এখন আর কোন কিছু শেখার জন্য আপনাকে বাইরে যেতে হবে না, ঘরে বসেই আপনি আপনার পছন্দের বিষয়ের উপর কোর্স করতে পারবেন।
অনলাইনে কোর্সের সাইট এবং প্রতিষ্ঠানগুলো পৃথিবীর সব দেশের সব রকম মানুষের জন্য উন্মুক্ত রয়েছে। সেই সাইটগুলোতে প্রত্যেক বিষয় আপনাকে সহজভাবে বোঝানোর জন্য রয়েছে বিভিন্ন দেশের মেন্টররা। আপনি তাদের সকল লেকচার সেখানে পাবেন এবং যে কোন সমস্যার সমাধানের জন্য তাদের সাহায্যও পাবেন অনলাইনেই।
তবে এর মাঝেও কিছু সাইট রয়েছে যেখানে কোর্সের জন্য আপনাকে টাকা খরচ করতে হবে। আবার অনেক সাইটে তাদের কোর্স রয়েছে, যেগুলো আপনি সম্পূর্ণ বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন।
আপনার কোর্সের প্রস্তুতি শেষে নির্ধারিত সময়ে আপনাকে অনলাইনে পরীক্ষা দিতে হবে। এর মাঝে আপনাকে ভিডিও টিউটোরিয়াল থেকে ক্লাসে অংশ নিতে হবে। এরপর পরীক্ষা এবং কোর্স শেষে আপনি সেই কোর্সের ফলাফল এবং সার্টিফিকেট পেয়ে যাবেন।
এমন অনেকেই রয়েছেন যারা অনলাইনে কোর্স করে, সাধারণ সার্টিফিকেট বা ডিগ্রিধারিদের সাথে সমান তালে কাজ করে যাচ্ছেন। অনলাইনে অনেক সাইট রয়েছে যেখানে থেকে আপনি আপনার পছন্দের বিষয় নিয়ে পড়ালেখা করতে পারবেন এবং কোর্স শেষ করে সার্টিফিকেট গ্রহন করতে পারবেন। আজকে আমার দেখা তেমনই কিছু অনলাইন সাইট নিয়ে আপনার জন্য আলোচনা করবো।
Khan Academy
আপনি জেনে অবাক হবেন যে, বিশ্ব সেরা ধনী ব্যক্তি বিল গেটস্ তার সন্তানকে পরামর্শ দিয়েছেন খান একাডেমী থেকে বিভিন্ন কোর্স করে নিতে। একাডেমিক, বিশেষ করে ম্যাথের উপর টিউটোরিয়ালগুলো দেখে নিতে। আপনি আরো অবাক হবেন যে, বিশ্ব বিখ্যাত এই অনলাইন এডুকেশন ওয়েবসাইটটি একজন বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকার নাগরিকের প্রতিষ্ঠান।
এটি সম্পূর্ণ নন প্রফিটেবল অনলাইন কোর্স সার্ভিস দিয়ে থাকে। মানে এখানের সবকিছুই আপনি বিনামূল্য পাবেন। শুধুমাত্র একটি অ্যাকাউন্ট খুলে আপনার পছন্দের কোর্সে অংশ নিতে হবে। খান একাডেমীতে যে-সব কোর্স রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কোর্সগুলো হল ম্যাথ, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটিং, আর্টস্ এন্ড হিউমিনিটিস, ইকোনোমিক্স এন্ড ফিন্যান্স।
ভাবছেন, এতো সব ইংরেজী টিউটোরিয়াল, আমি কিভাবে বুঝবো! ভয়ের কিছু নেই, আপনার জন্য রয়েছে বাংলা ভার্সণও। তবে বাংলা ভার্সণে আপাতত: বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং অর্গানিক কেমিস্ট্রির মত একাডেমিক বিষয়গুলোই অন্তর্ভূক্ত হয়েছে। চোখ রাখুন খান একাডেমীতে, অন্যান্য সব বিষয়ই শিগগিরই চলে আসবে বাংলায়।
Edx
Edx হল একমাত্র নন প্রফিট ওপেন সোর্স এডুকেশন সার্ভিস যার সাথে জড়িত রয়েছে হাভার্ড ইউনিভার্সিটি, বার্কলি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ম্যাচাচুয়েট ইনস্টিটিউট অব টেকনোলজি, দ্যা ইউনিভার্সিটি অব টেক্সাস সিস্টেম, দ্যা ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া। এছাড়া, এখানে আরো অনেক নামীদামী বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের কোর্সগুলো খুঁজে পাবেন।
Edx এর অসংখ্য ফ্রি কোর্সের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কোর্সগুলো হল- কম্পিউটার সায়েন্স, ডাটা স্ট্যাটিটিকস্, বিজনেস ম্যানেজমেন্ট, ল্যাংগুয়েজ লার্নিং, ইকোনোমিক্স এন্ড ফিন্যান্স, ইঞ্জিনিয়ারিং, বায়োলোজি এন্ড লাইফ সায়েন্স ইত্যাদি।
Alison
Alison একটি অনলাইন লার্নিং রিসোর্স সাইট যা সম্পূর্ণ বিনামূল্যে, কোর্স, এডুকেশন সার্ভিস এবং কমিউনিটি সাপোর্ট প্রদান করে চলছে। বিশ্বজুড়ে প্রায় ১৯৫টি দেশের প্রায় ১১ মিলিয়নের বেশি শিক্ষার্থী রয়েছে Alison এর। এর মধ্য ১.৫ মিলিয়ন গ্র্যাজুয়েট রয়েছে এবং ১০০০টির বেশি কোর্স এখানে রয়েছে।
Alison এ আপনি যে সব বিষয়ের উপর কোর্স করতে পারেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল – বিজনেস ম্যানেজমেন্ট, ইনফরমেশন টেকনোলোজি, সায়েন্স, সফট্ওয়্যার ডেভেলপমেন্ট, ম্যাথ, মার্কেটিং, ফিন্যান্স ইত্যাদি।
শিক্ষক ডট কম
নাম দেখেই বুঝতে পারছেন, এটি একটি বাংলা এডুকেশন ওয়েবসাইট। ২০১২ সালে শুরু হওয়া এই সাইটটি গত কয়েক বছরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে অনলাইন লার্ণারদের কাছে। অ্যান্ড্রয়েড এবং আইএস অ্যাপ ডেভেলমেন্ট থেকে শুরু করে একাডেমিক এবং নন-একাডেমিক অনেক কোর্স রয়েছে এই বাংলা অনলাইন এডুকেশন ওয়েবসাইটে।
Lynda
বিভিন্ন বিষয়ের উপর প্রায় ৮০হাজার বেশী ভিডিও রয়েছে Lynda নামের এই অনলাইন এডুকেশন ওয়েবসাইটটিতে। এখানকার ওয়েব ডেভেলপমেন্ট, সফট্ওয়্যার ডেভেলপমেন্ট, ফটোগ্রাফিসহ আরো অসংখ্য অনলাইন কোর্স থেকে আপনি আপনার পছন্দমত যে কোন কোর্স বেছে নিতে পারবেন।
এখানে কোর্স শুরুতে আপনি ৩০দিনের জন্য ফ্রি ট্রায়াল করতে পারবেন। এরপর আপনাকে বেসিক মেম্বারশিপের জন্য ২০ডলার অথবা প্রিমিয়াম মেম্বারশিপের ক্ষেত্রে ৩০ ডলার খরচ করতে হবে।
Udemy
এই সাইটে বিভিন্ন টপিকের উপর নির্ভর করে অনেক ক্যাটাগরি রয়েছে। আপনি ক্যাটাগরি থেকে আপনার পছন্দ অনুযায়ী কোর্স বেছে নিতে পারবেন। এখানে প্রায় ৬৫হাজারের বেশী অনলাইন কোর্স রয়েছে। যার মাঝে জনপ্রিয় কোর্সগুলো হল- ইনফরমেশন টেকনোলোজি, ওয়েব এন্ড সফট্ওয়্যার ডেভেলপমেন্ট, বিজনেস ও পারসোনাল ডেভেলপমেন্ট। এখানকার অল্প কিছু কোর্স ফ্রি হলেও বেশির ভাগই পেইড এবং পেইড কোর্সগুলো শুরু হয়েছে ১১ডলার থেকে।
Coursera
বিশ্বের প্রায় শীর্ষ সব বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের কোর্সগুলো পাবেন এখানে Coursera তে। প্রায় দুই হাজারের বেশি পেইড সার্ভিস এবং কিছু ফ্রি কোর্স রয়েছে। Coursera এর সাথে যৌথভাবে কাজ করছে Stanford University, University of Pennsylvania, the University of Michigan সহ বেশ কিছু শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান।
Openculture
পৃথিবীর বিভিন্ন দেশের সব সেরা ইন্সটিটিউশনের অনেক কোর্স পাবেন Openculture এ। হিউম্যানটি এন্ড সোশ্যাল সায়েন্স, আর্কিটেকচার, বায়োলজি, ইকোনোমিক্স, কেমিস্ট্রি, ফিলোসপি, ফিজিক্সসহ এখানে প্রায় ১৩০০ টি কোর্স রয়েছে। রয়েছে ৪৫হাজার ঘন্টার বেশী অডিও এবং ভিডিওর লেকচার এবং সবগুলো কোর্সই সম্পূর্ণ ফ্রি।
Tuts+
Tuts+ এ ডিজাইন এবং কোডিংসহ বিভিন্ন বিষয়ের উপর ১১০০ টির বেশি অনলাইন কোর্স রয়েছে। সেই সাথে রয়েছে প্রায় ২৫ হাজারের বেশী টিউটোরিয়াল। এখানে কোন ফ্রি ট্রায়াল সার্ভিস নেই। এখানে কোর্স করতে হলে মেম্বারশিপের জন্য আপনাকে মাসিক ২৯ ডলার খরচ পে করতে হবে।
অনলাইনে পড়াশুনা সম্পর্কিত এই সাইট গুলো সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের দেয়া সাইটগুলোতে ভিজিট করুন এবং আপনার পরিচিত যারা রয়েছে তাদের কাছ থেকে এই বিষয়ে মতামত নিন। অনলাইনে কাজ করানো বা শেখানোর নামে অনেকেই টাকা নিয়ে থাকে তাদের থেকে সতর্ক থাকুন। আজকাল এরকম প্রতারনার সংখ্যা বেড়েই চলছে। যে কোন কিছু করার আগে সেই বিষয় সম্পর্কে সকল তথ্য জানুন। যে কোন রকমের তথ্য/সাহায্য বা সমস্যার জন্য গুগলের সাহায্য নিন।
আমাদের মধ্যে যাদের পিসি/ ল্যাপটপ/ স্মার্টফোন রয়েছে, তাদের মধ্যে অনেকেই হয়ত অবসর সময় কাটায় বা অন্যভাবে সময় ব্যয় করে। তারা ইচ্ছে করলে সময়টাকে কাজে লাগাতে পারে, তাদের পছন্দের বিষয়ে অনলাইনে পড়ালেখা বা কোর্সের মাধ্যমে। এতে করে সেই বিষয়ে সম্পর্কে আরো জানতে পারবে এবং ভবিষ্যতে হয়ত তাদের কাজেও লাগতে পারে।
আশা করি এই পোস্টের মাধ্যমে অনলাইনে পড়াশুনা সম্পর্কিত কোর্স এবং অনলাইনে পড়াশুনা করার ওয়েবসাইট সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। অনলাইনে পড়াশুনা সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আপনি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন।
Leave a Reply