কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার স্বপ্ন অনেকেরই থাকে কিন্তু সেই স্বপ্ন সবাই বাস্তবায়ন করতে পারে না। কিন্তু একটু চেষ্টা করলেই আপনার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। তাই যারা নিজের সাবজেক্টের পাশাপাশি অনলাইনে কম্পিউটার সায়েন্স পড়তে চান, তাদের জন্য ইন্টারনেট থেকে বাছাই করা সেরা ৭টি বিশ্ববিদ্যালয়ের কথা বলব।
দিন দিন প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে, চাকরির বাজারেও প্রতিযোগিতা তেমনি বেড়েই চলছে। তাই নিজেকে সর্বদা প্রস্তুত রাখতে বাড়তি স্কিল থাকাও খুব জরুরী। কম্পিউটার সায়েন্স তেমনি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা জানলে আপনার লাভ ছাড়া ক্ষতির সম্ভাবনা নেই। তাই যারা অনলাইনে কম্পিউটার সায়েন্স পড়ার চিন্তাভাবনা করছেন তারা এই আর্টিকেলটি পড়ুন।
তাহলে চলুন মুল আলোচনায় যাওয়া যাক।
অনলাইনে কম্পিউটার সায়েন্স পড়ার ৭টি বিশ্ববিদ্যালয়
University of Florida
ফ্লোরিডা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্নাতক পড়ার সুযোগ দিয়ে দিয়ে। তাদের এই বিষয়ে কয়েকটি প্রোগ্রামও আছে। এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে Herbert wertheim কলেজ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রোগ্রামের ব্যবস্থা করে থাকে।
এসব প্রোগ্রামে Assistanship থেকে শুরু করে স্কলারশিপসহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে। তাদের অনলাইন কোর্সটি মূলত ১২০ ক্রেডিটের হয়ে থাকে। এই প্রোগ্রামে নিচের কোর্সের সুযোগ রয়েছে।
- ডাটা স্ট্রাকচার এন্ড এলগোরিদম
- ইনফরমেশন এন্ড কম্পিউটার সিষ্টেম
- কম্পিউটার অর্গানাইজেশন
- সফটওয়্যার পরিচিতি
- নিউম্যারিক্যাল এনালাইসিস
- প্রোগ্রাম ফান্ডামেন্টাল
- অ্যাপ্লিকেশন অফ ডিস্ক্রিট স্ট্রাকচার
- কম্পিউশন থিওরী
- ইথিক্যাল লিডারশিপ ইন কম্পিউটার
Oregon State University
ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার প্রকৌশল স্কুলের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় আগ্রহী শিক্ষার্থীদের জন্য আন্ডারগ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট প্রোগ্রামের ব্যবস্থা করে থাকে। এটিও ফ্লোরিডার মতোই ট্রেডিশনাল এবং ননট্রেডিশনাল স্টুডেন্টদের এই সুযোগ দিয়ে থাকে।
অনলাইনে এই কোর্সটি মূলত ৬০ ক্রেডিটের হয়ে থাকে। এই প্রোগ্রামের নিচে দেয়া কোর্সসমূহ অন্তর্ভুক্ত আছে।
- প্রোগ্রামিং ভাষা
- অ্যাপ্লিকেশন অফ ডিস্ক্রিট স্ট্রাকচার
- ডাটা স্ট্রাকচার এন্ড এলগোরিদম
- ইনফরমেশন এন্ড কম্পিউটার সিষ্টেম
- কম্পিউটার অর্গানাইজেশন
- কম্পিউটার নেটওয়ার্ক পরিচিতি
- নিউম্যারিক্যাল এনালাইসিস
- ডাটাবেস পরিচিতি
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
- কম্পিউশন থিওরী
- ইথিক্যাল লিডারশিপ ইন কম্পিউটার
Florida State University
ফ্লোরিডার Tallahassee তে অবস্থিত এই ইউনিভার্সিটি ব্যচেলর থেকে শুরু করে মাস্টার্স এবং ডক্টোরাল লেভেল পর্যন্ত সব প্রোগ্রামের সুবিধা দিয়ে থাকে। এই প্রোগ্রামগুলো অত্যন্ত ভাল এবং আপনার জ্ঞানকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে।
কম্পিউটারের সকল বিষয় একেবারে হাতে কলমেই শেখানো হতে থাকে। এই প্রোগ্রাম ১২০ ক্রেডিটের হয়ে থাকে। নিচে দেয়া বিষয়সমূহ এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত থাকে।
- কম্পিউটার অর্গানাইজেশন
- কম্পিউটার নেটওয়ার্ক পরিচিতি
- কম্পিউশন থিওরী
- ইথিক্যাল লিডারশিপ ইন কম্পিউটার
- ডাটা স্ট্রাকচার এন্ড এলগোরিদম
- ইনফরমেশন এন্ড কম্পিউটার সিষ্টেম
- কম্পিউটার অর্গানাইজেশন
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
- কম্পিউটার নেটওয়ার্ক পরিচিতি
- ডাটাবেস পরিচিতি
University of Illinois, Springfield
এই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্রোগ্রামের সুযোগ দিয়ে থাকে। এছাড়াও এখানে ইন্টার্নশিপ ও স্কলারশিপেরও সুযোগ রয়েছে। কম্পিউটার সায়েন্সের প্রোগ্রামটি এমনভাবে ডিজাইন লরা যাতে করে সবাই এই বিষয়টি ভালভাবে আত্মস্থ করতে পারে। এজন্য তাদের সর্বদা প্রচেষ্টা অব্যাহত থাকে।
ডাটা স্ট্রাকচার থেকে ওয়েবমাস্টার এবং প্রোগ্রামিং সবকিছুই হাতে কলমে শিক্ষা দেয়া হয়। এই প্রোগ্রামটিও অন্যান্য প্রোগ্রামের মত ১২০ ক্রেডিটের হয়ে থাকে। যেসকল কোর কোর্স এই প্রোগ্রামে থাকে তা হল
- ইনফো সিকিউরিটি ফান্ডামেন্টাল
- অ্যাপ্লিকেশন অফ ডিস্ক্রিট স্ট্রাকচার
- ডাটা স্ট্রাকচার এন্ড এলগোরিদম
- ইনফরমেশন এন্ড কম্পিউটার সিষ্টেম
- কম্পিউটার অর্গানাইজেশন
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
- কম্পিউশন থিওরী
- ইথিক্যাল লিডারশিপ ইন কম্পিউটার
- সফটওয়্যার পরিচিতি
- নিউম্যারিক্যাল এনালাইসিস
- প্রোগ্রাম ফান্ডামেন্টাল
Old Dominion University
এই ইউনিভার্সিটি পিএইচডি করারও সুযোগ দিয়ে থাকে। ODU এর মাধ্যমে তারা অনলাইনে কম্পিউটার সায়েন্সের উপর ব্যচেলর করার সুযোগ দিয়ে থাকে। কম্পিউটার সায়েন্সের বেসিক নলেজ উন্নত করার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই এই কোর্সে দেয়া আছে।
কোর্সটি থিওরীক্যালি এবং প্রেক্টিক্যালি দুই ধরনের ডেভেলপে সাহায্য করে তাকে। যার মাধ্যমে একজন শিক্ষার্থী পুরোপুরিভাবেই শিখতে পারে। এই কোর্সটিও ১২০ ক্রেডিটের হয়ে থাকে। মূলত এই কোর্সে যা যা থাকে তা হল
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
- ডাটা স্ট্রাকচার এন্ড এলগোরিদম
- ইনফরমেশন এন্ড কম্পিউটার সিষ্টেম
- কম্পিউটার অর্গানাইজেশন
- সফটওয়্যার পরিচিতি
- কম্পিউশন থিওরী
- ইথিক্যাল লিডারশিপ ইন কম্পিউটার
- নিউম্যারিক্যাল এনালাইসিস
- প্রোগ্রাম ফান্ডামেন্টাল
- ইনফো সিকিউরিটি ফান্ডামেন্টাল
Regis University
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগ তাদের রেগুলার শিক্ষার্থীর পাশাপাশি অনলাইনে যারা পড়তে আগ্রহী তাদের জন্য বিভিন্ন প্রোগ্রামের ব্যবস্থা করে থাকে। ওই প্রোগ্রামের মাধ্যমেও স্কলারশিপের সুযোগ রয়েছে। মূলত তাদের উদ্দেশ্যে কম্পিউটার শিক্ষার মাধ্যমে বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়া।
এই কারিকুলাম কম্পিউটার সায়েন্স প্রফেশন, প্রোগ্রামিং, ডিজাইনিং, এলগোরিদম এবং কমপ্লেক্স সিষ্টেম, ডাটাবেজ ম্যানেজমেন্টসহ আরও বিভিন্ন বিষয়ে কভার করে থাকে। এই প্রোগ্রামটিও ১২০ ক্রেডিটের হয়ে থাকে। যে সকল বিষয়ে কোর্স করানো হয় তা হল
- অ্যাপ্লিকেশন অফ ডিস্ক্রিট স্ট্রাকচার
- ডাটা স্ট্রাকচার এন্ড এলগোরিদম
- ইনফরমেশন এন্ড কম্পিউটার সিষ্টেম
- কম্পিউটার অর্গানাইজেশন
- সফটওয়্যার পরিচিতি
- নিউম্যারিক্যাল এনালাইসিস
- প্রোগ্রাম ফান্ডামেন্টাল
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
- কম্পিউশন থিওরী
- ইনফো সিকিউরিটি ফান্ডামেন্টাল
- ইথিক্যাল লিডারশিপ ইন কম্পিউটার
Dakote State University
Beacom কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগ মূলত বিভিন্ন রকমের প্রোগ্রামের অফার দিয়ে থাকে। তারমধ্যে রয়েছে আন্ডারগ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট প্রোগ্রাম। এছাড়াও আছে স্কলারশিপ ও ইন্টার্নশিপের ব্যবস্থা।
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
- ইনফরমেশন এন্ড কম্পিউটার সিষ্টেম
- কম্পিউটার অর্গানাইজেশন
- সফটওয়্যার পরিচিতি
- ইনফো সিকিউরিটি ফান্ডামেন্টাল
- অ্যাপ্লিকেশন অফ ডিস্ক্রিট স্ট্রাকচার
- নিউম্যারিক্যাল এনালাইসিস
- প্রোগ্রাম ফান্ডামেন্টাল
আশাকরি এই ৭টি বিশ্ববিদ্যালয় থেকে অনলাইনে কম্পিউটার সায়েন্স পড়তে পারবেন খুব সহজেই। কোন সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন।
Leave a Reply